ব্রাজিলের ৮ নেইমারের হ্যাটট্রিক
সংবাদসংস্থা • রেসিফে (ব্রাজিল) |
দু’বছর পর ঘরের মাঠে বিশ্বকাপ। তাই লাতিন আমেরিকার অন্য দেশগুলি যখন যোগ্যতা অর্জন পর্বের লড়াইয়ে ব্যস্ত, ব্রাজিল তখন মন দিয়েছে ফিফা-স্বীকৃত প্রদর্শনী ম্যাচে। আর সেই রকম ম্যাচেই ঘরের মাঠে নেইমার-অস্কাররা কার্যত উড়িয়ে দিল চিনকে। খেলার ফল ৮-০। চিনের ফুটবল ইতিহাসে এটি সবচেয়ে বড় ব্যবধানে হার। এই মুহূর্তে ব্রাজিলের সেরা তারকা নেইমার হ্যাটট্রিক করেন। গোলের বন্যা শুরু করেন রামিরেস ২৩ মিনিটে। শেষ হয় ৭৬ মিনিটে অস্কারের পেনাল্টি গোলে। মাঝের সময়ে নেইমার ছাড়াও গোল করেন লুকাস, হাল্ক এবং একটি আত্মঘাতী গোল করেন চিনের জিয়ানে লিউ। শুক্রবার ব্রাজিল সাও পাওলোয় দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছিল মাত্র একগোলে। দর্শকদের প্রবল ব্যঙ্গের মুখে পড়েছিলেন লুকাস-নেইমাররা। সেখান থেকে দেশের অন্য শহরে গিয়ে নিজেদের প্রমাণ করার তাগিদ ছিল সেলেকাওদের। নেইমারের দুরন্ত পারফরম্যান্সে সেটাই করে দেখাল মানো মেনেজেসের দল।
|
সাউথ ক্লাবে সিন্থেটিক সেন্টার কোর্ট
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
বিশ্বজুড়ে টেনিস সারফেসের বর্তমান ধারার সঙ্গে সামঞ্জস্য রাখতে সাউথ ক্লাবের ঐতিহাসিক সেন্টার কোর্টকে ঘাস থেকে সিন্থেটিক সারফেসে রূপান্তরিত করছে জয়দীপ মুখোপাধ্যায়ের প্রেসিডেন্টশিপে ক্লাবের কার্যকরী কমিটি। নভেম্বরের মাঝামাঝি নতুন সেন্টার কোর্ট তৈরি হয়ে যাবে বলে জানালেন ক্লাব প্রেসিডেন্ট। আনুষ্ঠানিক উদ্বোধন হতে পারে লিয়েন্ডার-সানিয়ার প্রদর্শনী ম্যাচের মাধ্যমে। মঙ্গলবার আখতার আলি, আনোয়ার আলি, রিকো পিপার্নো, সৌরভ পাঁজার মতো বিভিন্ন যুগের সাউথ ক্লাব উৎপন্ন টেনিস প্লেয়ারদের পাশে নিয়ে প্রাক্তন ডেভিসকাপার জয়দীপ জানালেন, আরও ছ’টা বিশ্বমানের ঘাসের কোর্ট আগের মতো থাকছে এশিয়ার প্রাচীনতম টেনিস ক্লাবে। ফলে সাউথ ক্লাবকে আগের মতোই ‘পূর্বের উইম্বলডন’ বলতে বাধা নেই। তবে এখন পৃথিবীর অন্যান্য দেশের মতো ভারতের বর্তমান প্রজন্মের টেনিস তারকারাও ঘাসের কোর্টে খেলতে অভ্যস্ত নন। ডেভিস কাপে ভারত ঘরের মাঠেও যে কারণে হার্ডকোর্টে খেলছে। কলকাতায় ডেভিস কাপ-সহ আন্তর্জাতিক টুর্নামেন্ট পাওয়ার লক্ষ্যে সাউথ ক্লাবের সেন্টার কোর্টকে সিন্থেটিক সারফেস করা হচ্ছে।
|
ইস্টবেঙ্গল ম্যাচের রিপ্লে দিল আইএফএ
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
শনিবারের ভেস্তে যাওয়া ইস্টবেঙ্গল-বিএনআর ম্যাচের রিপ্লে দিল আইএফএ। একইসঙ্গে ওই ম্যাচ বন্ধ থাকার সময় প্রচারমাধ্যমের সামনে আইএফএ সম্পর্কে বিএনআর কর্তারা বিষোদগার করায় তাঁদের শো-কজ করা হচ্ছে। মঙ্গলবার লিগ সাব কমিটির বৈঠকের পর আইএফএ সচিব উৎপল গঙ্গোপাধ্যায় বলেন, “ওই ম্যাচের রেফারি এবং ম্যাচ কমিশনার দু’জনই রিপোর্টে জানিয়েছেন, সে দিন মাঠের আলো জ্বালানো হলেও ৬২৪টি আলোর মধ্যে মাত্র ২৩০টি আলো কাজ করছিল। সেই আলোয় ম্যাচ করানোর অনুকূল পরিস্থিতি ছিল না।” ওই রিপোর্টের ভিত্তিতেই ম্যাচ রিপ্লে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এ দিনের সভায় আরও সিদ্ধান্ত হয়, টালিগঞ্জ অগ্রগামী ম্যাচ না খেলায় মোহনবাগানের তিন পয়েন্ট কাটা যাবে। এ দিকে, মঙ্গলবার প্রয়াগে সই করলেন সুব্রত পাল ও গৌরমাঙ্গী সিংহ।
|
হার মোহনবাগানের
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ফেডারেশন কাপের প্রস্তুতি যখন দারুণ ভাবে সেরে নিল ইস্টবেঙ্গল, তখন জম্মুতে হোঁচট খেল মোহনবাগান। প্রথম ম্যাচে শ্রীনগরে ৪-০ জিতলেও জম্মু-কাশ্মীর একাদশের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে ওডাফা-দীপেন্দুরা হারলেন টাইব্রেকারে। টোলগে ওজবে বাইরে মারেন। মোহন সরকার এবং মনীশ ভার্গবের শট বাঁচিয়ে দেন জম্মু-কাশ্মীরের গোলকিপার বিক্রমজিৎ। টাইব্রেকারে সবুজ-মেরুনের একমাত্র গোল বরুণদীপের। তার আগে নির্ধারিত সময়ে ম্যাচ ছিল ১-১। বিরতির ঠিক আগে পিছিয়ে পড়ার পর ৬০ মিনিটে ওডাফার গোলেই সমতায় ফিরেছিল মোহনবাগান।
|
মহমেডানের বড় জয়
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ফেডারেশন কাপের যোগ্যতা পাওয়ার পথে অনেকটা এগিয়ে রইল মহমেডান। যোগ্যতা অর্জন পর্বের প্রথম ম্যাচে তারা ৬-১ হারাল আইজল এফসিকে। গোল করেন অ্যালফ্রেড (২), অসীম বিশ্বাস, মহম্মদ মুখতার, সানডে এবং একটি আত্মঘাতী। মাত্র দু’ম্যাচের যোগ্যতা অর্জন পর্বে গোলপার্থক্য বাড়িয়ে রাখায় অনেকটাই সুবিধাজনক অবস্থায় অলোক মুখোপাধ্যায়ের দল। তাদের পরের খেলা হ্যালের সঙ্গে আগামী শনিবার। বুধবার কালীঘাট মিলন সঙ্ঘ অন্য গ্রুপে মুখোমুখি হচ্ছে রয়্যাল ওয়াহিংডো-র।
|
ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট স্পোর্টস ফ্রেডারেশন আয়োজিত অনূর্ধ্ব ১৬ আন্তঃজেলা ফুটবল প্রতিযোগিতায় কোচবিহারের সঙ্গে নামতে চলেছে বীরভূম জেলা দল। আগামী ২০ সেপ্টেম্বর উত্তরদিনাজপুরে রায়গঞ্জে প্রতিযোগিতা হবে। ওই প্রতিযোগিতায় যোগ দেওয়ার জন্য জেলা দল গঠনের লক্ষ্যে আজ, বুধবার বোলপুর টাউন ক্লাবের মাঠে বাছাই প্রতিযোগিতা হবে। বীরভূম জেলা ক্রীড়া সংস্থা অনুমোদিত ক্লাবের খেলোয়াড়রা বাছাই প্রতিযোগিতা যোগদানে সুযোগ পাবে। ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায় জানান, প্রাথমিক পর্বে ২২ জনকে বাছাই করা হবে। তাদের ৫ দিনের প্রশিক্ষণ দিয়ে ১৮ জনের জেলা গঠন করা হবে।
|
আই লিগে বড় ম্যাচ ৯ ডিসেম্বর |
ফেড কাপ শেষ হওয়ার ছ’দিন পরেই আই লিগ শুরু। ৬ অক্টোবর শিলংয়ে উদ্বোধনী ম্যাচে মোহনবাগান নামবে লাজং এফসি-র বিরুদ্ধে। পরের দিনই ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ মারগাওয়ে স্পোটিং ক্লুব দ্য গোয়ার সঙ্গে। ৭ তারিখে যুবভারতীতে প্রয়াগ ইউনাইটেড বনাম এয়ার ইন্ডিয়া। |