চন্দ্রকোনায় পার্টি অফিসে ডেকে মারধর ব্যবসায়ীকে |
দলীয় অফিসে ডেকে নিয়ে গিয়ে এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। চন্দ্রকোনা শহরের গোঁসাইবাজার এলাকার ওই ব্যবসায়ী তৃণমূলের শহর কংগ্রেস সভাপতি অশোক পালোধি-সহ একাধিক দলীয় সমর্থকের বিরুদ্ধে সোমবার থানায় অভিযোগ জানিয়েছেন। যদিও প্রধান অভিযুক্ত অশোকবাবুর দাবি, “আমার উপস্থিতিতে এই রকম কোনও ঘটনা ঘটেনি। দলকে হেয় করতেই মিথ্যা অভিযোগ করা হচ্ছে।” এ দিকে মামলা তুলে নেওয়ার জন্য তৃণমূলের লোকজন ক্রমাগত চাপ দিচ্ছে বলে অভিযোগ রঞ্জিত গোস্বামী নামে ওই ব্যবসায়ীর। তিনি বলেন, “পুলিশ আশ্বাস দিয়েছে। তৃণমূলের উপরতলার নেতারাও বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। কিন্তু এখনও চাপ আসছে। প্রয়োজনে ব্যবসা বন্ধ করে দেব, মামলা তুলব না।” তৃণমূলের ব্লক সভাপতি অমিতাভ কুশারীর অবশ্য আশ্বাস, “দলীয় ভাবে তদন্ত শুরু করেছি। উনি যাতে ব্যবসা করতে পারেন, তার জন্য সব রকম সাহায্য করা হবে” রঞ্জিতবাবুর একটি বরফকল রয়েছে। মাস চারেক আগে কারখানার এক কর্মী ওই বরফকলের যন্ত্র চালু করতে গেলে কেশপুরের নেড়াদেউলের বাসিন্দা পেশায় হকার ইরসাদ আলির চোখে আঘাত লাগে। রঞ্জিতবাবু বলেন, “ইরসাদের চোখের চিকিৎসার খরচ আমরাই দিই। চোখ সেরেও যায়। আচমকাই গত রবিবার আমার বাড়িতে তৃণমূলের ১০-১২ জন কর্মী এসে ওঁদের কার্যালয়ে যাওয়ার জন্য জোরাজুরি করেন। সতীবাজারের দলীয় কার্যালয়ে গেলে ইরসাদকে ক্ষতিপূরণ বাবদ ৩০ হাজার টাকা দিতে হবে বলে দাবি করেন ওঁরা। আপত্তি করলে বেধড়ক মারে। থানায় অভিযোগ জানালে ফল ভাল হবে না বলে হুমকিও দেয়।” পুলিশ জানিয়েছে, মামলা দায়ের হয়েছে। তদন্ত চলছে। তবে, এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।
|
ডেবরার হোমে আচমকা মেদিনীপুরের সিজেএম |
হোমের পরিবেশ নিয়ে চাপানউতোরের মধ্যেই আচমকা এক বেসরকারি হোম পরিদর্শন করলেন মেদিনীপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) কল্লোল দাস। মঙ্গলবার তাঁর নেতৃত্বে এক প্রতিনিধি দল ডেবরার ওই হোমে যায়। আবাসিকেরা কী ভাবে আছেন, তাদের সমস্যা হচ্ছে কি না, সব খতিয়ে দেখেন। ঘন্টা খানেক ছিলেন সিজেএম। সরকারি সূত্রে অবশ্য বলা হচ্ছে, এটি রুটিন পরিদর্শন। ডেবরার ওই হোমের সম্পাদক ত্রিদিব দাস বেরা বলেন, “সিজেএম সব কিছুই খতিয়ে দেখেছেন। আবাসিকদের সঙ্গেও কথা বলেছেন। যা যা জানতে চেয়েছিলেন, সবই জানিয়েছি।” মঙ্গলবার বিকেলে সিজেএম যখন হোমে পৌঁছন, তখন অবশ্য ত্রিদিববাবু সেখানে ছিলেন না। খবর পেয়ে আসেন। হোমের এক কর্মীর বক্তব্য, “আচমকাই এই পরিদর্শন হয়েছে। আমাদের আগে জানানো হয়নি।” ডেবরার চককুমারে এই হোমের নাম ‘চককুমার অ্যাসোসিয়েশন ফর সোস্যাল সার্ভিস’। হোমের বিরুদ্ধে আগেও প্রশাসনিক তদন্ত হয়েছে। গত মার্চে এক আবাসিকের মৃত্যুর পর শোরগোল পড়ে। শেখ আখতার নামে ওই কিশোরকে গত বছর ২৭ জানুয়ারি হোমে পাঠানো হয়েছিল। চলতি বছর ১৯ মার্চ পেট ব্যথা নিয়ে ডেবরা গ্রামীণ হাসপাতালে ভর্তি হয় সে। সেখানেই মারা যায়। অপুষ্টিতেই মৃত্যু বলে অভিযোগ ওঠে। অভিযোগ খতিয়ে দেখতে ১১ এপ্রিল জেলা প্রশাসনের এক প্রতিনিধি দল তদন্তে এখানে আসেন। পরে তদন্ত রিপোর্টে এই হোমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশও করা হয়। যদিও ত্রিদিববাবু বলেন, “হোমের জন্য সরকার যে পরিমাণ অর্থ দেয় তা অতি নগণ্য। তা দিয়ে হোম চালাতে সমস্যা হয়।”
|
অপরাধীদের জনবিচ্ছিন্ন করুন: শুভেন্দু |
খড়্গপুরের তৃণমূল নেতা গৌতম চৌবের স্মরণসভায় যোগ দিতে মঙ্গলবার বিকেলে খড়্গপুরে এসেছিলেন তমলুকের সাংসদ শুভেন্দু অধিকারী। শহরের মালঞ্চর লালবাংলো এলাকায় ওই সভা হয়। শুভেন্দুবাবুর পাশাপাশি উপস্থিত ছিলেন ডেবরার বিধায়ক রাধাকান্ত মাইতি, খড়্গপুর শহর তৃণমূলের সভাপতি দেবাশিস চৌধুরী প্রমুখ। পরে এক মশাল মিছিলও হয়। রেলশহর খড়্গপুরে ফের দুষ্কৃতীদের ‘দাপট’ বাড়েছে বলে অভিযোগ। দুষ্কৃতীদের জনবিচ্ছিন্ন করতে সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তমলুকের সাংসদ। তাঁর বক্তব্য, “সমাজবিরোধীরা মাঝেমধ্যে সক্রিয় হয়ে উঠছে। এদের জনবিচ্ছিন্ন করতে হবে। সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে।” পাশাপাশি, আগামী পঞ্চায়েত নির্বাচনে জেলা থেকেও সিপিএমকে ‘শূন্য’ হাতে ফেরানোর ডাক দেন শুভেন্দুবাবু। তাঁর বক্তব্য, “মানুষকে সঙ্গে নিয়েই পঞ্চায়েত নির্বাচনে জিততে হবে।” বৃহস্পতিবার থেকে জঙ্গলমহলে লাগাতার কর্মসূচি শুরু করতে চলেছেন শুভেন্দু। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মসূচিতে তিনি যোগ দেবেন। বৃহস্পতিবার গিধনিতে তাঁর কর্মসূচি রয়েছে। এ দিন খড়্গপুরে এসেই জঙ্গলমহলের নানা কর্মসূচির কথা ঘোষণা করেন শুভেন্দু।
|
বামফ্রন্টের তরফেই আন্দোলনের সিদ্ধান্ত হল আরএসপি’র প্রতিবাদ সভা থেকে। মেদিনীপুর শহরের নান্নুরচকে স্বাধীনতা সংগ্রামী তথা প্রবীণ আরএসপি নেতা ত্রিদিব চৌধুরীর মূর্তিটি কয়েকদিন আগে কেউ বা কারা তুলে নিয়ে চলে যায়। স্থানীয় ত্রিদিব চৌধুরীর স্মৃতি উদ্যানে ছিল মূর্তিটি। প্রতিবাদে মঙ্গলবার শহরের জুগনুতলাচকে সভা করে আরএসপি। ছিলেন জেলার বাম নেতৃত্ব। সিপিআইয়ের জেলা সম্পাদক সন্তোষ রাণা, সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর দুই সদস্য বিজয় পাল ও মেঘনাদ ভুঁইয়া, আরএসপি’র জেলা সম্পাদক শক্তি ভট্টাচার্য। শক্তিবাবু বলেন, “দু’টি দাবিতে বামফ্রন্টগত ভাবেই আন্দোলন হবে। এক, মূর্তিটি ফের প্রতিষ্ঠা করতে হবে। দুই, ওই জায়গা দখলমুক্ত করতে হবে।” সভার আগে মিছিলও হয়। আরএসপি এ দিন ‘কালা দিবস’ পালন করে। বাম কর্মী-সমর্থকেরা বুকে কালো ব্যাজ পরে প্রতিবাদে সামিল হন। অভিযোগ, নান্নুরচকের ওই জায়গাটি তৃণমূলের লোকজনই দখল করেছে। তাঁদের মদতে মূর্তি সরানো হয়েছে। তৃণমূল অভিযোগ উড়িয়ে দিয়েছে।
|
গড়বেতা হাইস্কুলের ১২৫ বর্ষ পূর্তি অনুষ্ঠান শুরু হয়েছে ১৫ অগস্ট। তারই দ্বিতীয় ভাগে উচ্চাঙ্গ সঙ্গীত প্রতিযোগিতা হল রবিবার। এতে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলার ৫২ জন যোগ দেন। উদ্বোধন করেন বন্দীরাম সরকার। ছিলেন স্কুলের প্রধান শিক্ষক চিন্ময় দে। উদ্যাপন কমিটির সম্পাদক শ্যামল মহাপাত্র জানান, সারা বছর অনুষ্ঠান চলবে। দুর্গাপুজোর আগেই তৃতীয় ভাগের অনুষ্ঠান করার পরিকল্পনা রয়েছে। তখন হবে ক্রীড়া প্রতিযোগিতা। ডিসেম্বরে হবে অনুষ্ঠানের শেষ পর্ব। সেই অনুষ্ঠান চলবে চার দিন ধরে। ১৮৮৮ সালের ২ মার্চ গড়বেতা হাইস্কুলের জন্ম। জেলার প্রাচীন স্কুলগুলির মধ্যে এটি অন্যতম।
|
বিষক্রিয়ায় মৃত্যু হল মাম্পি খাতুন (১৫) নামে এক কিশোরীর। বাড়ি চন্দ্রকোনার কল্লা গ্রামে। মঙ্গলবার তাকে অসুস্থ অবস্থায় চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সেখানেই তার মৃত্যু হয়। পুলিশের অনুমান, বিষ খেয়ে আত্মঘাতী হয়েছে ওই কিশোরী। |