নিজস্ব সংবাদদাতা • ফালাকাটা |
সপ্তাহখানেক আগে মৃত গণ্ডারের দেহ উদ্ধার করল বন কর্মীরা। মঙ্গলবার জলদাপাড়া বনাঞ্চলের উত্তর রেঞ্জের জঙ্গলে টহল দেবার সময় ১৫ বছর বয়সী পুরুষ গণ্ডারের দেহ উদ্ধার দেখতে পান বনকর্মীরা। মৃত গণ্ডারটির দেহের বিভিন্ন অংশে ক্ষতচিহ্ন রয়েছে। বনকর্মীদের অনুমান, সঙ্গিনী নিয়ে দুই পুরুষ গণ্ডারের মধ্যে সংঘর্ষে ওই গণ্ডারটি মারা গিয়েছে। সপ্তাহখানেক আগে মৃত্যু হওয়া গণ্ডারটিকে উদ্ধার করতে কেন এত দেরি কেন হল তা নিয়ে প্রশ্ন তুলেছেন পরিবেশপ্রেমীরা। উত্তরবঙ্গের বনপাল বিপিন সুদ বলেন, “গন্ডারটি দিন চারেক আগে মারা গিয়েছে। প্রচণ্ড গরমে পড়ে থাকায় দেহটি দ্রুত পচন ধরে।”
|
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
মহকুমা পুলিশ আধিকারিক রাতভর অভিযান চালিয়ে ৫টি গাড়ি এবং ৬৪টি গরু আটক করেছে। সোমবার রাতে অবৈধ ভাবে বাংলাদেশে গরু পাচারের অভিযোগে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। স্বরূপনগর সীমান্তের গ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে ৯ বাংলাদেশিকে। বসিরহাটের এসডিপিও আনন্দ সরকার বলেন, “গরু পাচার রোধে কড়া মনোভাব নিয়েছে প্রশাসন।”
|
নিজস্ব সংবাদদাতা • ময়ূরেশ্বর |
সাপের ছোবলে মৃত্যু হল এক বধূর। পুলিশ জানায়, মৃতার নাম সুমিতা লেট (২৫)। বাড়ি ময়ূরেশ্বর থানার মল্লারপুর-আম্ভা মোড় এলাকায়। সোমবার রাতে তাঁকে অসুস্থ অবস্থায় রামপুরহাট হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। ভোরে তাঁর মৃত্যু হয়। |