চুরির ঘটনা ঘটল ভদ্রেশ্বরের গ্রিনপার্ক এলাকায়। মঙ্গলবার সকালে ওই এলাকার বাসিন্দা প্রাক্তন বক্সার সত্যেন্দ্র পণ্ডিতের বাড়ি থেকে সোনার গয়না, নগদ টাকা চুরি যায়। তাঁদের বাড়ির পরিচারিকা, স্থানীয় শান্তিনগরের বাসিন্দা অর্চনা নস্কর ঘুমের ওষুধ স্প্রে করে ওই কাজ করেন বলে অভিযোগ। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, অভিযুক্ত পরিচারিকা পলাতক। তাঁর খোঁজ চলছে। সত্যেন্দ্রবাবু বক্সিংয়ে জাতীয় চ্যাম্পিয়ন। বর্তমানে দক্ষিণ-পূর্ব রেলের স্পোর্টস ইন-চার্জ। তাঁর স্ত্রী শ্যামলীদেবী কবাডি ও জিমনাস্টিক্সে জাতীয় স্তরে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তিনি জানান, বছর পঁচিশের অর্চনা কয়েক মাস ধরে তাঁদের বাড়িতে কাজ করছেন। প্রতিদিনের মতোই এ দিনও সকাল ৫টা নাগাদ তিনি কাজে আসেন। সাধারণত সওয়া সাতটা নাগাদ ফিরে যান। এ দিন সকাল ৯টা নাগাদ ঘুম থেকে ওঠেন শ্যামলীদেবীরা। তিনি বলেন, “ঘুম থেকে উঠতে আমাদের অত দেরি হয় না। উঠে দেখি, কানের দুল, বালা, চুরি, ঘড়ি-সহ নানা জিনিস নেই। কয়েক হাজার টাকাও উধাও। তখনই বুঝি অর্চনাই এই কাজ করেছে। ঘুমের ওষুধ স্প্রে করেছিল বলে মনে হচ্ছে।” সকালেই অর্চনার বিরুদ্ধে ভদ্রেশ্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন শ্যামলীদেবী।
|
তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দিল এই গ্রাম পঞ্চায়েতে তাদের জোটসঙ্গী কংগ্রেস। ঘটনাটি ঘটেছে হাওড়ার শ্যামপুর ২ ব্লকের শশাটি গ্রাম পঞ্চায়েতে। ২০০৮ সালে কংগ্রেস এবং তৃণমূল জোট বেঁধে লড়াই করে। প্রধান পদটি পেয়েছিল তৃণমূল। সোমবার কংগ্রেসের তরফ থেকে ব্লক প্রশাসনের কাছে অনাস্থা প্রস্তাবটি জমা দেওয়া হয়। অনাস্থা প্রস্তাব জমা পড়েছে বলে মঙ্গলবার জানান বিডিও গোবিন্দ হালদার। এখানে কংগ্রেস, তৃণমূল এবং সিপিএমের রয়েছে যথাক্রমে রয়েছে ৫টি, ৭টি এবং ৪টি আসন। কংগ্রেসের অভিযোগ, পঞ্চায়েত চালাতে গিয়ে প্রধান তাদের কোনও গুরুত্ব দিচ্ছেন না। শ্যামপুর ২ ব্লক কংগ্রেস সভাপতি আতিয়ার খান বলেন, “আমরা গত পঞ্চায়েত ভোটের সময়ে জোট বেঁধেই লড়াই করেছিলাম। সে সময়ে কথা হয়েছিল গ্রাম পঞ্চায়েতের সব কাজকর্ম আলোচনার মাধ্যমে করা হবে। কিন্তু পরবর্তী সময়ে সেটা করা হচ্ছে না।” ইন্দিরা আবাস যোজনা, ১০০ দিনের কাজ প্রভৃতি প্রকল্পে দলবাজি এবং স্বজন-পোষণ চলছে বলেও একই সঙ্গে অভিযোগ তুলেছে কংগ্রেস। অন্য দিকে, প্রধান নীলোৎপল সামন্ত এ ব্যাপারে বলেন, “আমার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা পড়েছে কিনা জানি না।” একই সঙ্গে কংগ্রেসের তোলা সমস্ত অভিযোগও অস্বীকার করেছেন পঞ্চায়েত প্রধান।
|
বিবেকানন্দের শিকাগো বক্তৃতার ১২০তম বার্ষিকী শ্রদ্ধা সহকারে পালন করল হুগলি-চুঁচুড়ার স্বামী বিবেকানন্দ সার্ধশতবর্ষ পালন সমিতি। মঙ্গলবার এ উপলক্ষে ছাত্র সম্মেলন, বিশেষ আলোচনাসভা, গান ও বক্তৃতার আয়োজন হয় বাবুগঞ্জ রথতলার বিবেকানন্দ বিদ্যালয়ে। যুবসমাজের কাছে শিকাগো বক্তৃতা দিবসের তাৎপর্য ব্যাখ্যা করেন স্বামী ত্যাগীবরানন্দ ও স্বামী সংসিদ্ধানন্দ। কঠিন বর্তমান সময়েও স্বামী বিবেকানন্দের আদর্শ কী ভাবে নতুন পথ দেখায় তা জানান বিশেষ বক্তা বিশ্বনাথ রায়। অন্য দিকে, রবিবার ডোমজুড় নেহেরু বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে পালিত হল বিবেকানন্দের জন্ম সার্ধশতবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠান।
|
তৃণমূলকে হারিয়ে ডোমজুড়ের শিয়ালডাঙা অঞ্চল সমবায় সমিতি দখল করল সিপিএম। রবিবার পরিচালন সমিতির ভোটে ৯টি আসনের মধ্যে ৭টি পায় সিপিএম। গতবারেও সমিতি ছিল সিপিএমেরই দখলে। দক্ষিণ সাঁকরাইল হাইস্কুল পরিচালন সমিতিতে অভিভাবক প্রতিনিধি নির্বাচনেও জিতেছে সিপিএম। রবিবার সমিতির ভোট ছিল।
|
লঞ্চ থেকে মাথা ঘুরে গঙ্গায় পড়ে গিয়েছিলেন বালির বাসিন্দা জগদীশ অগ্রবাল। হাওড়া সিটি পুলিশের এক পাহারাদার-লঞ্চ থেকে ঘটনাটি দেখতে পেয়ে কর্তব্যরত পুলিশ অফিসার শ্যামল চন্দ গঙ্গা থেকে ওই ডুবন্ত ব্যক্তিকে উদ্ধার করেন। মঙ্গলবার সকালে, হাওড়ার সালকিয়ার বাঁধাঘাটের ঘটনা।
|
বাসের ধাক্কায় মৃত্যু হল এক মাছ ব্যবসায়ীর। সোমবার ঘটনাটি ঘটেছে আরামবাগের গৌরহাটি মোড়ে। পুলিশ জানায়, মৃতের নাম রাজু ক্ষেত্রপাল (৪৫)। বাড়ি আরামবাগের ৩ নম্বর ওয়ার্ডে। বাড়ির কাছেই তারকেশ্বরের দিক থেকে আসা একটি বাস তাঁকে ধাক্কা মারে। গাড়ির চালক পলাতক।
|
দিনের বেলা একটি বাড়ি থেকে চুরি গেল লক্ষাধিক টাকার সোনার গয়না ও টাকা। মঙ্গলবার, সালকিয়ার কামিনী স্কুল লেনে। পুলিশ জানায়, বাড়িতে দু’জন মহিলা থাকলেও তাঁরা কাজে ব্যস্ত থাকায় চুরির ঘটনা টের পাননি। |