টুকরো খবর |
জামিন পেলেন ব্যঙ্গচিত্র শিল্পী
সংবাদসংস্থা • মুম্বই |
রাষ্ট্রদ্রোহের অভিযোগ তোলা না হলে জামিন নেবেন না, জানিয়ে দিয়েছিলেন ব্যঙ্গচিত্র শিল্পী অসীম ত্রিবেদী। কিন্তু বম্বে হাইকোর্ট পাঁচ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দিল তাঁকে। রাষ্ট্রদ্রোহের অভিযোগ তোলা হয়েছে বা হবে কি না, জানা যায়নি। ব্যঙ্গচিত্রে সংসদ ও জাতীয় প্রতীককে ‘অসম্মান’ করার অভিযোগে তাঁকে গ্রেফতার করে মুম্বই পুলিশ। কিন্তু যতক্ষণ না ভারতীয় দণ্ডবিধির ১২৪(এ) ধারায় রাষ্ট্রদ্রোহের অভিযোগ থেকে তাঁকে মুক্ত করা হচ্ছে, ততক্ষণ জামিন নেবেন না বলে সোমবারই জানান অসীম। শঙ্কর মারাঠে নামে এক আইনজীবী অবিলম্বে অসীমকে ছেড়ে দেওয়ার দাবি জানিয়ে হাইকোর্টে আবেদন করেন। অসীমকে আটকে রাখা বেআইনি বলে দাবি মারাঠের। অণ্ণা-সমর্থক ‘ইন্ডিয়া এগেনস্ট করাপশন’ সংগঠনের সদস্য মারাঠে। সরকার পক্ষের আইনজীবী মারাঠের আবেদনের বিরোধিতা করে জানান, শুধুমাত্র সংবাদমাধ্যমের খবরের ওপর ভিত্তি করেই এই আবেদন করা হয়েছে। মারাঠে তখন অন্তর্বর্তী জামিনের আবেদন করলে বিচারক পাঁচ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে ব্যঙ্গচিত্র শিল্পীকে জামিন দিতে নির্দেশ দেন। অসীমকে নিজেদের হেফাজতে রাখার পক্ষে উপযুক্ত যুক্তি দিতে পারেনি মুম্বই পুলিশ।
রাজ ঠাকরে আজ ত্রিবেদীকে সমর্থন করে তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ তুলে নেওয়ার দাবি জানান।
|
কয়লা খনি বণ্টন নিয়ে সিন্ধিয়ার সওয়াল
নিজস্ব সংবাদদাতা • পটনা |
দেশের উন্নতি ও প্রগতির জন্যই আইন মেনে কয়লা খনি বণ্টন করা হয়েছিল বলে এ দিন পটনায় এসে সওয়াল করলেন কেন্দ্রীয় শিল্প ও বানিজ্য প্রতিমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। একই সঙ্গে এনডিএ শাসিত রাজ্য বিহারে এসে বিজেপিকে নিশানা করে তিনি বলেন, “এনডিএ শাসনকালে দলীয় লোকজনদের মধ্যেই খনি বণ্টন করা হয়েছিল।” তাঁর বক্তব্য, ‘‘এই নিয়ে সিবিআই তদন্ত হচ্ছে। এ ক্ষেত্রে যেই দোষী প্রমাণিত হবে, তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।” এ দিন দু’ঘণ্টার জন্য পটনায় এসে সিন্ধিয়া বলেন, “মনমোহন সিংহের সময়, ২০০৪ সালে এই ব্যাপারে ভাবনা চিন্তা হয়। এরপর ২০০৮ সালে সংসদে সংশ্লিষ্ট আইনটি পেশ করা হয়। রাজ্যের ক্ষমতা খর্ব করা হচ্ছে বলে দেশের পাঁচটি রাজ্য থেকে সেই সময় আপত্তি জানানো হয়েছিল। পরবর্তীকালে তাদের বুঝিয়ে ২০১০ সালে সেই আইন সংসদে অনুমোদিত হয়।” তাঁর দাবি, একমাত্র ভারতেই প্রতিযোগিতার মধ্যে দিয়ে, আইন মেনে ইউপিএ সরকার খনি বণ্টন করেছে। তাঁর বক্তব্য, “এনডিএ আমলে ৩৭টি খনি বন্টন করা হয়েছিল। তার মধ্যে ১৯টি দেওয়া হয়েছিল বেসরকারি সংস্থাকে। এবং খনি বণ্টন করা হয়েছিল বিজেপি ও আরএসএস নেতাদের ঘনিষ্ঠদের মধ্যেই।” তাঁর বক্তব্য, সে আমলে চিরকুট দিয়ে খনি বণ্টন করা হয়েছে। উল্লেখ্য, প্রধানমন্ত্রী মনমোহন সিংহ স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, এই কয়লা খনি বণ্টনের অনুমতি দিয়ে তিনি কোনও অন্যায় করেননি। ইতিমধ্যে, আন্তঃমন্ত্রক গোষ্ঠী বণ্টিত কয়লা খনিগুলির ক্ষেত্রে ৫০ থেকে ৬০ শতাংশ পর্যালোচনার কাজও শেষ করেছে। এ দিন সিন্ধিয়া বলেন, “কয়লা বাজারে বেচার জন্য এই খনি বণ্টন করা হয়নি। বিদ্যুৎ উৎপাদক সংস্থা এবং ইস্পাত শিল্পের জন্যই তা বন্টন করা হয়েছে।”
|
উমার ‘যাত্রা’র শুরুতেই বিতর্ক ছড়ালেন সিঙ্ঘল
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
উমা ভারতীর ‘গঙ্গা যাত্রা’র সূচানতেই বিতর্ক তৈরি করলেন বিশ্ব হিন্দু পরিষদ নেতা অশোক সিঙ্ঘল। গঙ্গার স্বাভাবিক প্রবাহ রুদ্ধ করার জন্য বিজেপির প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীকেও দায়ী করলেন তিনি। এ মাসের ২০ তারিখে পশ্চিমবঙ্গের গঙ্গাসাগর থেকে গঙ্গোত্রী পর্যন্ত ‘যাত্রা’য় বেরোচ্ছেন উমা। সঙ্ঘ পরিবারের সমর্থন রয়েছে এই যাত্রায়। সেই সূত্র ধরেই আজ এই যাত্রার পতাকা উমার হাতে তুলে দিলেন বিশ্ব হিন্দু পরিষদের নেতা অশোক সিঙ্ঘল। সেখানে তিনি বলেন, তেহরি বাঁধ নির্মাণ না করার জন্য তৎকালীন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীকে অনুরোধ করা হয়েছিল। সিঙ্ঘল নিজেও বাজপেয়ীর সঙ্গে দেখা করেছিলেন। কিন্তু বাজপেয়ী তা মানেননি। ২০০১-এ সিঙ্ঘলের নেতৃত্বে বিশ্ব হিন্দু পরিষদ তেহরি বাঁধ নির্মাণের বিরোধিতায় বড়সড় আন্দোলন করেছিলেন। আজ তিনি বলেন, “আমার বয়স হয়েছে। সব জায়গায় যেতে পারি না। কিন্তু গঙ্গা কলুষিত করার পিছনে বড় ষড়যন্ত্র রয়েছে। গঙ্গা হিন্দুদের আস্থার সঙ্গে জড়িত। সেই আস্থায় আঘাত করা হচ্ছে।” সিঙ্ঘল যখন এই মন্তব্য করছেন, তখন পাশে উপস্থিত ছিলেন উমাও। নেতৃত্বের সঙ্কটে জর্জরিত যে বিজেপি এখনও বাজপেয়ীর জাদুকে আঁকড়ে ধরে এগোতে চাইছে, সেই সময় প্রকাশ্য মঞ্চে এ ভাবে বাজপেয়ীর সমালোচনায় বিতর্ক তৈরি হয়। পরিস্থিতি বুঝে উমা অবশ্য এই বিতর্কের ধারে-কাছে যাননি। কিন্তু অশক্ত সিঙ্ঘলের অসমাপ্ত কাজ এগিয়ে যাওয়ার কথাই বলেন তিনি। উমার কথায়, “অশোক সিঙ্ঘল আত্মা আর আমি তাঁর শরীর। আমি তাঁকে বলেছি, তিনি যে কাজ করতে পারছেন না, সে কাজ আমি করব। ”
|
মন্ত্রীর বাড়ি ঘেরাও
নিজস্ব সংবাদদাতা • রাঁচি |
অধিগৃহীত কৃষিজমি ফেরতের দাবিতে আজ রাঁচি শহরে রাজস্ব ও ভূমিসংস্কার মন্ত্রী মথুরাপ্রসাদ মাহাতর বাড়ি ঘেরাও করে নাগরির আন্দোলনকারীরা। সকাল ন’টা থেকে টানা তিন ঘণ্টা মন্ত্রীর বাড়ি ঘেরাও করে রাখেন মহিলা-পুরুষ মিলিয়ে তিন শতাধিক নাগরিবাসী। কথা দিয়েও না-রাখার অভিযোগে মন্ত্রীর বিরুদ্ধে এ দিন ক্ষোভ উগরে দিয়েছেন নাগরির কৃষকরা। আন্দোলনের নেত্রী দয়ামণি বারলা বলেন, “নাগরির জমি সংক্রান্ত বিরোধ মীংসায় রাজ্য সরকার গঠিত উচ্চক্ষমতা সম্পন্ন কমিটির প্রধান হলেন ভূমি-মন্ত্রী মথুরাপ্রসাদ মাহাত। নাগরির কৃষকদের সমস্যা রাজ্য বিধানসভার বাদল অধিবেশনে তুলবেন বলে তিনি কথা দিয়েছিলেন। অধিবেশনের শেষ দিন পর্যন্ত নাগরিবাসী মন্ত্রীর কথায় ভরসা রেখেছিলেন। কিন্তু তিনি কথা রাখেননি।” পাশাপাশি, রাজ্য সরকারের তরফে নাগরির অধিগৃহীত জমিতে নির্মীয়মাণ তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের বর্তমান পরিস্থিতি সংক্রান্ত রিপোর্ট আজ হাইকোর্টে পেশ করা হয়। সরকারি সূত্রে জানানো হয়েছে, আদালত নির্মাণ কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে নাগরির জমি সংক্রান্ত সমস্যা সমাধানের বিষয়ে আগামী ৩ অক্টোবরের মধ্যে রাজ্য সরকারকে আদালতে রিপোর্ট পেশ করতে বলা হয়েছে। এ বার সরকার কী করে সেটাই দেখার।
|
বঙ্গাইগাঁওয়ে গ্রেনেড হামলা
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
গ্রেনেড বিস্ফোরণে ৬ জন জখম হল। আজ রাত আটটা নাগাদ ঘটনাটি ঘটেছে অসমের বঙ্গাইগাঁওতে। পুলিশ জানায়, পাগলাস্থান এলাকায় চিলারাই উড়ালপুলের নীচে বিস্ফোরণটি ঘটে। স্প্লিন্টারের আঘাতে পাঁচজন পথচারী ও এক দোকানদার জখম হন। ঘটনাস্থলের ৫০ মিটার দূরেই রয়েছে পুলিশ চেক পোস্ট। কিন্তু তিনসুকিয়ার ডুমডুমা বা পল্টনবাজারের মতোই এখানেও পুলিশের চোখের সামনে বিস্ফোরণ ঘটিয়ে জঙ্গিরা পালায়। তদন্ত শুরু করেছে পুলিশ ও ফরেনসিক বিভাগ। পুলিশের সন্দেহ, এই ঘটনার পিছনে পরেশপন্থী আলফার হাত রয়েছে। বঙ্গাইগাঁও বিস্ফোরণে মূল অভিযুক্ত মনোজ রাভা গ্রেফতার হয়েছে।
|
ঘাটশিলায় ধর্ষিত শিশু
নিজস্ব সংবাদদাতা • রাঁচি |
ঘাটশিলার বহরাগোড়া থানা এলাকায় প্রতিবেশী এক যুবকের যৌন লালসার শিকার হয়েছে বছর পাঁচেকের এক শিশুকন্যা। পুলিশ জানিয়েছে, যৌন নিগ্রহের ফলে শিশুটি অসুস্থ হয়ে পড়ে। শিশুর পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রতিবেশী চঞ্চল ভগৎ নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। বহরাগোড়া থানা সূত্রে জানা গিয়েছে, কাল বিকেলে ঘটনাটি ঘটেছে পাটপুরগ্রামে। অসুস্থ মেয়েটির চিকিৎসা চলছে।
|
ধসে বিচ্ছিন্ন অরুণাচল
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
ধস নেমে অসম ও অরুণাচলের যোগাযোগ ছিন্ন হল। গত কাল রাতের এই ধসের নীচে কয়েকটি গাড়ি চাপা পড়ে থাকতে পারে বলে পুলিশের আশঙ্কা। প্রাণহানির সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ। গত কাল রাত দেড়টা নাগাদ লখিমপুর জেলা ও অরুণাচলের সীমানায়, বান্দরদোয়া এলাকায় পাশের পাহাড় থেকে বিপুল পরিমাণে পাথর ও কাদা আছড়ে পড়ে নীচে। ধসের পরিমাণ এতটাই বেশি যে তার তলায় ট্রাক চাপা পড়লেও অবাক হওয়ার কিছু নেই। ঘটনার পর থেকেই ৫২ নম্বর জাতীয় সড়কে যান চলাচল বন্ধ। সীমানার দুই পারে, গাড়ি, ট্রাকের লম্বা লাইন পড়ে গিয়েছে।
|
হত যুবক, উধাও মুণ্ড
নিজস্ব সংবাদদাতা • রাঁচি |
লাতেহারের বাসিন্দা এক যুবককে কাল রাতে রাঁচির রাতু বাজার এলাকায় গুলি করে হত্যা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গুলি করে খুন করার পর আততায়ীরা ওই যুবকের মাথাটি কেটে নিয়ে চলে গিয়েছে। দেহটি শনাক্ত করা হলেও এখনও পর্যন্ত মাথার খোঁজ মেলেনি। পুলিশ জানায়, নিহত যুবকের নাম বিনোদ রমানিয়া (২৮)। লাতেহারের বাসিন্দা বিনোদ ক’মাস ধরে রাতু বাজার এলাকায় থাকতেন। রাত কাটাতেন বাজার সমিতির অফিসের খোলা বারান্দায়। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, কোনও পুরনো ব্যক্তিগত বিবাদের জেরেই এই খুন।
|
দশ কেজির বোমা
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
দশ কেজি ওজনের বোমা মিলল ইম্ফলে। গত কাল সন্ধ্যায় পশ্চিম ইম্ফলের পইতে ভেং এলাকা থেকে বোমাটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, স্বাস্থ্যমন্ত্রী ফুংথাজাং টংসিং-এর বাড়ি থেকে মাত্র ৩০ মিটার দূরে জঙ্গিরা উচ্চ ক্ষমতাসম্পন্ন বোমাটি রেখে গিয়েছিল। রাত সাড়ে ১০টা নাগাদ বোমাটিকে নিষ্ক্রিয় করা হয়।
|
টিফিনে কার্তুজ
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
টিফিন বাক্সে খাবার নয়, গুলি পাঠানো হল। গুয়াহাটি আকাশবানী ভবনে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায়, অনুষ্ঠান সঞ্চালনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক দীনেশচন্দ্র দাসের ঘরে টিফিন বাক্সটি পাঠানো হয়েছিল। বাক্স খুলে দু’টি কার্তুজ দেখে সন্ত্রস্ত দীনেশবাবু পুলিশে খবর দেন।
|
ধৃত শিক্ষা-অফিসার
নিজস্ব সংবাদদাতা • পটনা |
এক অবসরপ্রাপ্ত শিক্ষককে পেনশন পাইয়ে দেওয়ার জন্য ১৫ হাজার টাকা ঘুষ নিতে গিয়ে ধরা পড়লেন করুণা কুমারী নামে শিক্ষা দফতরের এক অফিসার।
|
যাত্রীর ব্যাগে গাঁজা
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
রাজধানী এক্সপ্রেসের যাত্রীর কাছ থেকে গাঁজা উদ্ধার হল। গুয়াহাটি স্টেশনে বিহারের যাত্রী মুন্না কুমার সিংহের ব্যাগ তল্লাশি করে রেল পুলিশ ৩৫ কিলো গাঁজা উদ্ধার করে। মুন্নাকে গ্রেফতার করা হয়েছে।
|
অসমে গ্রেনেড
সংবাদসংস্থা • গুয়াহাটি |
বঙ্গাইগাঁওয়ে গ্রেনেড বিস্ফোরণে জখম হল ৬ জন। মঙ্গলবার পাগলাস্থান এলাকায় বিস্ফোরণটি ঘটে। মূল অভিযুক্ত মনোজ রাভা গ্রেফতার হয়েছে।
|
ফিজা আত্মঘাতীই
সংবাদসংস্থা • মোহালি |
হরিয়ানার প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী চন্দ্রমোহনের দ্বিতীয় স্ত্রী ফিজার অকস্মাৎ মৃত্যুর জট খুলল অবশেষে। আত্মহত্যাই করেছেন ফিজা, জানাল মোহালি পুলিশ।
|
শরদের দাবি
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
শ্বেত বিপ্লবের জনক ভার্গিজ কুরিয়েনকে দেওয়া হোক ‘ভারতরত্ন’ সন্মান। মঙ্গলবার ভারত সরকারের কাছে এই দাবিই রাখলেন জে ডি ইউ সভাপতি শরদ যাদব।
|
সংঘর্ষবিরতি লঙ্ঘন
সংবাদসংস্থা • জম্মু |
সংঘর্ষবিরতি লঙ্ঘন করল পাক সেনা। গত ১৮ দিনে এই নিয়ে ১৫ বার। পাক ও ভারতীয় সেনার মধ্যে এ বারের গুলিযুদ্ধে হতাহতের কোনও খবর নেই।
|
হেফাজতে জুন্দল
সংবাদসংস্থা • নাসিক |
নিম্ন আদালতের নির্দেশে ২৪ দিনের পুলিশি হেফাজত হল ২৬/১১’র সন্ত্রাসবাদী হামলার মূল চক্রী ও জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তইবা নেতা জুন্দলের।
|
কাণ্ডা-কাণ্ড
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
গীতিকা শর্মা আত্মহত্যা মামলায় অভিযুক্ত গোপাল কাণ্ডা ও অরুণা চাড্ডার বিচারবিভাগীয় হেফাজত আরও ১৪ দিন বাড়াল দিল্লির একটি আদালত।
|
বাস দুর্ঘটনা
সংবাদসংস্থা • পালামপুর |
সোমবার সন্ধ্যায় মালির কাছে একটি বাস খাদে পড়ে গেলে মারা যান ৩৪ জন। গুরুতর আহত দুই মহিলা ও এক শিশু-সহ পাঁচ জন।
|
রাঁচিতে ধর্ষণ |
রাঁচির খেলাড়ি থানার মোহননগরে কাল রাতে জোর করে ঘরে ঢুকে ত্রিশোর্ধ্ব এক মহিলাকে ধর্ষণ করেছে দুই যুবক। পুলিশ জানায়, ওই মহিলা বিধবা। একাই থাকতেন। এই সুযোগেই কাল রাতে এলাকার দুই যুবক জোর করে মহিলার ঘরে ঢোকে। জীতেন্দ্র চৌহান ও ছোটন বৈঠা নামে ওই দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। |
|