টুকরো খবর
আজ আত্মপ্রকাশ করতে পারে আই ফোন ৫
কার্ডের উপর ছোট্ট একটা বাক্য ‘ইট্স অলমোস্ট হিয়ার’। তার উপর বড় করে লেখা ‘১২’। আর ঠিক তার তলায় ঢাকা পড়ে থাকা আবছা ‘৫’। বিভিন্ন মার্কিন গণমাধ্যমকে পাঠানো অ্যাপলের এই আমন্ত্রণপত্রই সাড়া ফেলে দিয়েছে বিশ্ব জুড়ে। মনে করা হচ্ছে আগামী কাল আত্মপ্রকাশ করতে পারে আই ফোনের নতুন এবং উন্নত সংস্করণ ‘আই ফোন ৫’। আর তার জন্যই পাঠানো হয়েছে বিশেষ ভাবে তৈরি এই আমন্ত্রণপত্র। আগামী কয়েক মাসে মোটোরোলা মোবিলিটি, নোকিয়া, স্যামসাং-সহ বেশ কয়েকটি সংস্থাই নতুন পণ্য নিয়ে হাজির হবে ক্রেতার সামনে। এখন দেখার, অন্যান্য সংস্থাকে পিছনে ফেলতে অ্যাপল নিজের ঝুলি থেকে আর কী কী বৈশিষ্ট্য বার করে।

ইন্দোনেশিয়ায় পা টাটা মোটরসের
ইন্দোনেশিয়ায় আনুষ্ঠানিক ভাবে পা রাখল টাটা মোটরস। শাখা সংস্থা পি টি টাটা মোটরস ইন্দোনেশিয়া-র মাধ্যমে সেখানে যাত্রীবাহী ও বাণিজ্যিক গাড়ির ব্যবসা করবে তারা। ভবিষ্যতে সেখানে কারখানা তৈরির সম্ভাবনাও খতিয়ে দেখছে সংস্থা। মঙ্গলবার সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, ২০১৩ সালেই ইন্দোনেশিয়ার বাজারে গাড়ি আনবে তারা। সেখানে যন্ত্রাংশ জুড়ে গাড়ি তৈরিও হওয়ার কথা। তার আগে ১০-১৫টি ডিলার নিয়োগ করবে সংস্থা। আসিয়ান-এর বৃহত্তম গাড়ি বাজার ইন্দোনেশিয়ার মাধ্যমেই ওই অঞ্চলে ব্যবসা ছড়ানোর পরিকল্পনা রয়েছে টাটা মোটরসের।

মায়ানমারের ইলিশ আনতে সায় কেন্দ্রের
বাংলাদেশি ইলিশের আশা আপাতত নেই। তাই মায়ানমারের ইলিশ আমদানি করতে চায় রাজ্য। অন্যান্য মাছও আমদানি করার কথা ভাবছে তারা। তার জন্য কেন্দ্রের সবুজ সঙ্কেত মিলেছে। এই ব্যাপারে অনুমতি চেয়ে বেশ কিছু দিন আগে কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যমন্ত্রী আনন্দ শর্মাকে চিঠি লিখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জবাবে শর্মা সম্প্রতি মুখ্যমন্ত্রীকে লিখেছেন, মায়ানমার থেকে ইলিশ বা অন্যান্য মাছ আমদানি করার জন্য কোনও বিশেষ অনুমতির প্রয়োজন নেই। তবে মাছ আমদানির ক্ষেত্রে পরিচ্ছন্নতার শর্ত মানতে হবে বলে ভারত-আশিয়ান চুক্তিতে বলা আছে।

পরিকাঠামো সংস্থার বিদেশ থেকে অর্থ সংগ্রহের শর্ত শিথিল
পরিকাঠামো সংস্থাগুলির বিদেশ থেকে অর্থ সংগ্রহের নিয়ম আরও সরল করল রিজার্ভ ব্যাঙ্ক। এখন খেকে বৈদেশিক বাণিজ্যিক ঋণ নিতে গেলে ওই সব সংস্থাকে আর আলাদা করে রিজাভর্র্ ব্যাঙ্কের অনুমতি নিতে হবে না। সরাসরি ওই তহবিল সংগ্রহ করতে পারবে পরিকাঠামো সংস্থাই। শীর্ষ ব্যাঙ্ক এক বিবৃতিতে এ কথা জানিয়ে বলেছে, ওই সংস্থাগুলি মূলধনী পণ্য আমদানির জন্যও বৈদেশিক ঋণ নিতে পারবে। তবে তার মেয়াদ হবে সর্বোচ্চ পাঁচ বছর।

উদ্যোগী ওয়ালমার্ট
ভারতে পাইকারি বিপণির সংখ্যা বাড়াতে চায় ওয়ালমার্ট। ভারতী গোষ্ঠীর সঙ্গে এ দেশে ১৭টি বিপণি চালায় তারা। এ বছরে সেই সংখ্যা বাড়াতে চায় তারা।

ক্রেতার হাতে চাবি
ইডেন সিটি মহেশতলা আবাসনের প্রথম পর্যায়ে ক্রেতার হাতে চাবি তুলে দেওয়ার কাজ শুরু করল সংস্থা। ১,৪০০ পরিবারের হাতে এই চাবি দেওয়া হবে বলে জানিয়েছে সংস্থা। আলিপুর থেকে ৮ কিমি দূরে ২২ একরে প্রকল্পটি গড়ে তুলেছে ইডেন সিটি গোষ্ঠী। এ জন্য প্রায় ৪৫০ কোটি টাকা লগ্নি করছে ব্রিটেনের সংস্থা এফঅ্যান্ডসি রিট অ্যাসেট ম্যানেজমেন্ট। এটিই পূর্ব ভারতে প্রথম প্রত্যক্ষ বিদেশি লগ্নিতে তৈরি আবাসন প্রকল্প, দাবি সংস্থার।

মেট্রোয় এটিএম
কলকাতার মেট্রো স্টেশনগুলিতে এটিএম খোলার বরাত পেল ইয়েস ব্যাঙ্ক। ১৬টি স্টেশনে মোট ১৯টি এটিএম চালু করবে তারা। ইতিমধ্যেই মহানায়ক উত্তম কুমার এবং কালীঘাট স্টেশনে চালু হয়েছে দু’টি। দুর্গাপুজোর আগে আরও ১০টি চালু হবে বলে ব্যাঙ্কের দাবি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.