রাজনীতি সরেও সরলো না ভোটের আগের ৯/১১-য়
নিউ ইয়র্কে এ বারও হল ১১ সেপ্টেম্বরের জঙ্গি হানার বার্ষিকী পালন। তবে অন্য বছরগুলির সঙ্গে তফাতও রইল কিছুটা। ভোটের বছরে ‘গ্রাউন্ড জিরো’-র অনুষ্ঠানে বক্তাদের তালিকায় কোনও রাজনীতিককে রাখা হয়নি। বেদনাময় এই স্মরণ অনুষ্ঠান কোনও ভাবে নির্বাচনী প্রচারে পর্যবসিত হোক, আয়োজকরা চাননি। কিন্তু সে চেষ্টা কি সফল হল?
ওয়ার্ল্ড ট্রেড সেন্টার চূর্ণ হওয়ার স্মরণ অনুষ্ঠানে প্রতি বছরই যোগ দেন প্রেসিডেন্ট, গভর্নর ও নিউ ইয়র্কের মেয়ররা। কিন্তু, এ বছর রাজনীতিকদের বক্তব্য বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন ‘জাতীয় ৯/১১ স্মরণ ও সংগ্রহশালা’ কর্তৃপক্ষ। তবে অনুষ্ঠানে রাজনীতিকদের আসায় কোনও নিষেধাজ্ঞা ছিল না। নিউ ইয়র্কের অনুষ্ঠানে হাজির ছিলেন অভ্যন্তরীণ নিরাপত্তা সচিব জ্যানেট নাপোলিটানো।
তবে এ বার নির্বাচনে ওবামার সব চেয়ে বড় ভরসা যিনি, তাঁর নাম ওসামা বিন-লাদেন। লাদেন যে ওবামার আমলেই নিহত হয়েছেন, তা বার বার ভোটারদের মনে করিয়ে দিতে ভুলছেন না প্রেসিডেন্টের সমর্থকরা। সুতরাং যতই রাজনীতিকে দূরে সরিয়ে রাখার চেষ্টা হোক, এ বারের ৯/১১ যে ওবামার পালে হাওয়া বাড়াবে সন্দেহ নেই। আত্মবিশ্বাসী প্রেসিডেন্ট আজ হোয়াইট হাউসের লনে এক মিনিটের নীরবতা পালন করেই ৯/১১ স্মরণ করেছেন। ছিলেন ফার্স্ট লেডি মিশেলও।
৯/১১ স্মরণে। হোয়াইট হাউসের সামনে সস্ত্রীক প্রেসিডেন্ট বারাক ওবামা। মঙ্গলবার। ছবি: রয়টার্স
২০০১ সালের এই দিনটিতে দু’টি বিমান আছড়ে পড়েছিল প্রতিরক্ষা সদর পেন্টাগন ও পেনসিলভ্যানিয়ার শ্যাঙ্কসভিলের প্রান্তরেও। এই দুই স্মরণ অনুষ্ঠানে অবশ্য রাজনীতিকরা দিব্যি ছিলেন। পেনসিলভ্যানিয়ার অনুষ্ঠানে ছোট্ট বক্তৃতা দেন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। পেন্টাগনে হাজির ছিলেন প্রতিরক্ষা সচিব লিওন পানেত্তা।
প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে এখন রীতিমতো দু’ভাগ আমেরিকা। তবে ৯/১১-র দিনে রাজনীতির কথা বলতে চাননি ওবামা বা মিট রোমনি। একে অপরকে আক্রমণ করে অনেক বিজ্ঞাপন দিয়েছে দুই শিবিরই। আজ সেগুলির প্রচার স্থগিত রাখা হয়। কিন্তু রাজনীতি কি সহজে পিছু ছাড়ে। আজই ফল বেরিয়েছে একটি সমীক্ষার। তাতে দেখা যাচ্ছে, সন্ত্রাস-দমন ও নিরাপত্তার বিষয়ে ওবামাকে রোমনির চেয়ে বেশি নির্ভরযোগ্য মনে করেন ভোটাররা। যদিও এই নির্বাচনে নিরাপত্তার চেয়েও বড় বিষয় হয়ে উঠেছে অর্থনীতি।
রিপাবলিকান পার্টির প্রার্থিপদ গ্রহণ করার সময়ে করা বক্তৃতায় আফগানিস্তান প্রসঙ্গ উল্লেখই করেননি রোমনি। অনেকের ধারণা, মারাত্মক ভুল করেছেন তিনি। আর তা নিয়েই রোমনিকে আক্রমণ করেছেন অবসরপ্রাপ্ত জেনারেল ও ওবামা-সমর্থক ওয়েসলি ক্লার্ক। তাঁর বক্তব্য, প্রেসিডেন্ট সামরিক বাহিনীর সর্বাধিনায়ক। আফগানিস্তানে ইতিহাসের দীর্ঘতম লড়াই চলছে। অথচ, রোমনি তার উল্লেখটুকুও করার প্রয়োজন বোধ করেননি। ক্লার্কের মতে, রোমনির চিন্তাভাবনা এখনও ঠান্ডা যুদ্ধের আমলেই আটকে রয়েছে। আর ওবামা সেনাদের মনের কথা বোঝেন। তাই তিনি আফগানিস্তান থেকে সেনাদের ঘরে ফেরানোর তোড়জোড়ও শুরু করেছেন।

জাপান-চিন সম্পর্ক উত্তপ্ত
সেনকাকু দ্বীপপুঞ্জ নিয়ে চিন ও জাপানের দ্বন্দ্ব নতুন মোড় নিল। চিনের হুমকি অগ্রাহ্য করে তিনটি দ্বীপ কিনে নিল জাপান। নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে ওই দ্বীপপুঞ্জের কাছে দু’টি নজরদারি জাহাজ পাঠিয়েছে চিন। সেনকাকু দ্বীপপুঞ্জ দীর্ঘদিন ধরেই ছিল কুরিহারা পরিবারের ব্যক্তিগত অধিকারে। এই দ্বীপপুঞ্জের উপরে নজর রয়েছে চিন ও জাপানের। সেনকাকু তাদের দেশের অংশ বলে দাবি করেছে বেজিং, টোকিও, দু’পক্ষই। জাপান ও চিনের মধ্যে ঐতিহাসিক বিরোধ থাকলেও এখন দু’দেশের বাণিজ্যিক সম্পর্ক ঘনিষ্ঠ। তা-ই এখনই তারা বড় ধরনের বিরোধের পথে নাও যেতে পারে বলে মনে করা হচ্ছে। তবে আজ চিনা সেনাবাহিনীর মুখপত্র রীতিমতো কড়া ভাষায় জানিয়েছে, জাপান আগুন নিয়ে খেলছে। জাপানি বিদেশমন্ত্রী কোইচিরো গেম্বার বক্তব্য, এই বিষয়টি নিয়ে দ্বিপাক্ষিক সম্পর্কের স্থিতিশীলতা নষ্ট হওয়া উচিত নয়। দু’দেশকেই ঠান্ডা মাথায় এগোতে হবে। সেনকাকু দ্বীপপুঞ্জের দায়িত্ব জাপানি উপকূলরক্ষী বাহিনী হাতে নিয়েছে বলে জানিয়েছে টোকিও।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.