শুধু লালনপালনে ত্রুটি নয়, দুধের শিশুকে মারধরের ফৌজদারি অভিযোগ এনেছে মার্কিন শিশু কল্যাণ সংগঠন। তার জেরে এক বছরের ছোট্ট ইন্দ্রাশিস ওরফে তোজো এখন মায়ের কোল থেকে অনেক দূরে। তাকে বাবা-মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য এ বার উদ্যোগী হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
অভিভাবকদের অবহেলা এবং অত্যাচারেই তোজো মারাত্মক ভাবে জখম হয়েছে বলে গুরুতর অভিযোগ এনেছে আমেরিকার ‘চাইল্ড প্রোটেকশন অ্যান্ড পারমানেন্সি’ বিভাগ। তারা শিশুটির বাবা ও মা দেবাশিস সাহা ও পামেলা সাহার বিরুদ্ধে নিউ জার্সির সুপ্রিম কোর্টে ফৌজদারি মামলাও দায়ের করেছে। তোজোকে আপাতত বাবা-মায়ের কাছে যেতে দেওয়া হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। ছেলেকে ফিরে পেতে কেন্দ্রের সাহায্য চেয়েছেন দিশাহারা
সাহা দম্পতি। সম্প্রতি মমতাকে আলাদা চিঠি লিখে সাহায্য প্রার্থনা করেন পামেলাদেবীর মামা প্রদীপ প্রামাণিক। মুখ্যমন্ত্রীর অফিস সূত্রের খবর, আবেদন পেয়ে মমতা বিদেশ মন্ত্রককে অনুরোধ করেন, তোজোকে বাবা-মায়ের কাছে ফিরিয়ে আনার জন্য তারা যেন সব রকম সাহায্য করে। বিদেশ মন্ত্রক মমতাকে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রীর দফতরের অফিসারেরা। |
মঙ্গলবার বালুরঘাটে জেলাশাসক দুর্গাদাস গোস্বামীর সঙ্গে দেখা করে তোজোকে ফেরানোর ব্যাপারে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের আবেদন জানান শিশুটির ঠাকুরদা নির্মলকৃষ্ণ সাহা। জেলাশাসক তাঁর আবেদনপত্রটি মুখ্যমন্ত্রীর দফতরে পাঠান। প্রদেশ কংগ্রেস মুখপাত্র ওমপ্রকাশ মিশ্রও যোগাযোগ করেন নির্মলবাবুর সঙ্গে। মিশ্র বলেন, “রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ১৩ সেপ্টেম্বর কলকাতায় আসছেন। তিনি নির্মলবাবুর সঙ্গে দেখা করতে রাজি হয়েছেন।”
তোজোর ব্যাপারে আমেরিকায় ভারতের কনসাল জেনারেল ইতিমধ্যে নিউ ইয়র্কে মার্কিন বিদেশ দফতরের সঙ্গে কথা বলেছেন। কনস্যুলেট থেকে জারি করা এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘বাঙালি অভিভাবকের কথা বিবেচনা করতে বলা হয়েছে মার্কিন বিদেশ দফতরকে।’ ওয়াশিংটনের ভারতীয় দূতাবাসও এই বিষয়ে মার্কিন বিদেশ দফতরের সঙ্গে কথা বলেছে। বালুরঘাটের বাসিন্দা দেবাশিস বহুজাতিক তথ্যপ্রযুক্তি সংস্থার চাকরি নিয়ে জুলাইয়ে নিউ জার্সির পার্সিপ্যানি শহরে যান। দেবাশিসবাবু ও পামেলাদেবী জানান, তাঁদের একমাত্র সন্তান তোজো ৯ অগস্ট খেলতে খেলতে তিন ফুট উঁচু খাট থেকে পড়ে মাথায়-ঘাড়ে গুরুতর চোট পায়। কিন্তু হাসপাতালের ডাক্তারদের বক্তব্য, শুধু পড়ে গেলে আঘাত এত গভীর হয় না। প্রচণ্ড মারধরেই আহত হয়েছে শিশুটি। হাসপাতাল থেকেই খবর যায় ‘নিউ জার্সি চাইল্ড প্রোটেকশন টিম’-এর কাছে। তারা এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে সাহা দম্পতিকে।
শিশুপালনে অবহেলার অভিযোগে কিছু দিন আগে নরওয়েবাসী অনুরূপ-সাগরিকা ভট্টাচার্যের দুই সন্তানকেও তাঁদের কাছ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল। সন্তানদের এখনও কাছে পাননি ওই দম্পতি। |