টুকরো খবর |
কোন্দলে পণ্ড যুব তৃণমূলের কর্মিসভা |
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
সংগঠনেরই একাংশের বাধায় জামুড়িয়ার হিজলগড়ায় কর্মিসভা করতে পারল না যুব তৃণমূল। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ২টো নাগাদ হিজলগড়া যুব বুথ কমিটির সভা শুরু হয়। জামুড়িয়া ২ ব্লক যুব তৃণমূল সভাপতি গোপীনাথ পাত্রের দাবি, এ দিন যুব বুথ কমিটির কর্মিসভার জন্য তাঁরাই উদ্যোগী হয়েছিলেন। কিন্তু হিজলগড়া তৃণমূল অঞ্চল কমিটির সভাপতি কৌস্তভ চক্রবর্তী-সহ দলের কয়েক জনের নেতৃত্বে শ’খানেক দলীয় সমর্থক সেখানে হাজির হন। সিপিএম আশ্রিত দুষ্কৃতীদের নিয়ে যুব কমিটির সভা হচ্ছে, এই অভিযোগ তুলে তাঁরা গোলমাল পাকান। গোপীনাথবাবু বলেন, “জেলা যুব সভাপতিকে বিষয়টি জানিয়েছি। নিজেদের মধ্যে ঝামেলা এড়াতেই বৈঠক না করে আমরা ফিরে এসেছি।” তাঁর আরও দাবি, যাঁদের সিপিএমের লোক বলা হচ্ছে, তাঁদের মধ্যে দু’জন ১৯৯৮ সালে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের প্রার্থী হয়েছিল। কৌস্তভবাবুর পাল্টা দাবি, যে দু’জনের কথা গোপীনাথবাবু বলছেন, তাঁরা পঞ্চায়েত সমিতিতে প্রার্থী হয়েছিলেন ঠিকই। তবে হেরে যাওয়ার পর থেকে এলাকায় সিপিএমের মিছিলে দেখা গিয়েছে। কৌস্তভবাবুর অভিযোগ, “যুব কমিটির বৈঠক হচ্ছে। অথচ গ্রামের যুব অঞ্চল কমিটি সে খবর জানে না।” বর্ধমান জেলা (শিল্পাঞ্চল) যুব তৃণমূল কমিটির সভাপতি অভিজিৎ ঘটক বলেন, “এ দিনের সভা সম্পর্কে আগে থেকে কিছু জানতাম না। ব্লক নেতৃত্বকে জানিয়েছি, এর পর যে কোনও সভা করার আগে জেলা নেতৃত্বের কাছে অনুমতি নিতে হবে। পাশাপাশি, স্বীকৃত সভায় কেউ বাধা সৃষ্টি করলে তাঁর বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”
|
আসানসোল স্টেডিয়ামের জন্য অনুদান |
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
|
—নিজস্ব চিত্র। |
নিরাপত্তা বাড়ানো ও সৌন্দর্যায়নের জন্য আসানসোল স্টেডিয়ামকে আর্থিক অনুদান করবে রাজ্য সরকার। এমনটাই জানিয়েছেন রাজ্যের আইনমন্ত্রী তথা স্থানীয় বিধায়ক মলয় ঘটক। তিনি জানান, মহকুমা প্রশাসনের কাছ থেকে তিনি খবর পেয়েছেন স্টেডিয়ামের চার পাশে পাঁচিল না থাকায় অসামাজিক কাজকর্ম বাড়ছে। পাশাপাশি, স্টেডিয়াম কমিটির সদস্যেরা সৌন্দর্যায়নের প্রস্তাবও দিয়েছেন। এই দু’টি বিষয় বিবেচনা করে তিনি স্টেডিয়াম কমিটিকে একটি প্রকল্প তৈরি করার পরামর্শ দেন। মলয়বাবুর কথায়, “আসানসোলে খেলাধুলোর উন্নতির জন্য এই স্টেডিয়ামকে সাজিয়ে তোলা ও নিরাপত্তা বাড়াতে রাজ্য সরকার অর্থ সাহায্যের সিদ্ধান্ত নিয়েছে। প্রকল্প জমা পড়লেই অনুদান মিলবে।” স্টেডিয়াম কমিটির সভাপতি তথা আসানসোলের অতিরিক্ত জেলাশাসক জয়ন্ত আইকত জানান, বৈঠক করে প্রায় ৬৯ লক্ষ টাকার একটি প্রকল্প তৈরি করা হয়েছে। কিছু দিনের মধ্যেই সেটি রাজ্য সরকারের কাছে পাঠানো হবে।
|
টিডিবি কলেজে গোলমাল |
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
নবীনবরণ অনুষ্ঠানের দিন নিরাপত্তার দায়িত্বে থাকা এনসিসি ছাত্রদের সঙ্গে গণ্ডগোল বাধল তৃণমূল ছাত্র পরিষদ সমর্থকদের সঙ্গে। ঘটনাটি ঘটেছে রানিগঞ্জ টিডিবি কলেজে। এই ঘটনায় এক ছাত্র জখম হন বলে জানা গিয়েছে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শীতল গঙ্গোপাধ্যায় জানান, মঙ্গলবার নবীনবরণ উপলক্ষে নিরাপত্তা জোরদার করতে কলেজের এনসিসি ছাত্রদের কলেজ প্রাঙ্গণের নিরাপত্তার দায়িত্বে মোতায়েন করেন তিনি। অনুষ্ঠান চলাকালীন মঞ্চে অতিরিক্ত লোকজনকে উঠতে বাধা দেওয়ায় এনসিসি ছাত্রদের সঙ্গে অন্যদের বিবাদ শুরু হয়ে যায়। দু’পক্ষই অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন। শীতলবাবু জানান, ঝামেলা শুরু হওয়া মাত্রই পুলিশকে খবর পাঠানো হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বুধবার দু’পক্ষকে ডেকে বৈঠক করা হবে বলে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছেন।
|
কাগজকলে বিক্ষোভ |
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
এক মাস আগে পুজো বোনাস-সহ একগুচ্ছ দাবিতে আইএনটিটিইউসি-র নেতৃত্বে রানিগঞ্জের বল্লভপুরের কাগজকলে বিক্ষোভ দেখালেন কর্মীরা। বিক্ষোভ শেষে কারখানার পার্সোনেল ম্যানেজার হীরেন বন্দ্যোপাধ্যায়ের হাতে একটি দাবিপত্রও তুলে দেওয়া হয়। কর্মীদের দাবি, এক মাস আগে ১৬ শতাংশ পুজো বোনাস, অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ ও অবিলম্বে শূন্যপদে কর্মী নিয়োগ করতে হবে। হীরেনবাবু জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বিষয়গুলি নিয়ে আলোচনা করা হবে।
|
দুর্ঘটনায় জখম ৩ |
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
পথ দুর্ঘটনায় জখম হয়ে হাসপাতালে ভর্তি এক পথচারী ও এ মোটরবাইক আরোহী। ঘটনাটি ঘটেছে জামুড়িয়ার এ বি পিট মোড়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে প্রমোদ কুর্মী এক বস্তা চাল নিয়ে হেঁটে রাস্তা পার হওয়ার সময়ে নর্থ সিহারশোলের বাসিন্দা এক মোটরবাইক আরোহী তাঁকে ধাক্কা মারে। দু’জনকেই আশঙ্কাজনক অবস্থায় আসানসোল মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। অন্য দিকে, জামুড়িয়ার লাল বাংলা মোড়ে ২ নম্বর জাতীয় সড়ক সাইকেলে পার হওয়ার সময়ে একটি বাসের ধাক্কায় লুটিয়ে পড়েন মিঠাপুরের বাসিন্দা গুপিন মাঝি। তাঁকে জখম অবস্থায় মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
|
কুলটিতে সাফাই |
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
অবশেষে হুঁশ ফিরল কুলটি পুরসভার। মঙ্গলবার পুরসভায় বিশেষ সাফাই অভিযান হয়েছে। সাফাই দফতরের চেয়ারম্যান পারিষদ তথা উপ-পুরপ্রধান বাচ্চু রায়ের নেতৃত্বে সাফাইকর্মীদের একটি দল এলাকার সাফাই কাজে নামে। সকাল ৮টায় বরাকর থেকে এই অভিযান শুরু হয়। এ দিন জিটি রোডের দু’পাশ সাফাই করা হয়। মশাবাহিত নানা রোগ থেকে শহরবাসীকে মুক্ত রাখতে মহকুমা স্বাস্থ্য দফতর পুরসভাকে সাফাই ও নিকাশি ভাল করার পরামর্শ দেয়। কিন্তু বাস্তবে পুর কর্তৃপক্ষ তা করেননি বলে অভিযোগ তুলছিলেন কুলটির বাসিন্দারা।
|
সচেতনতা শিবির |
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
ধান কেনা-বেচা সংক্রান্ত একটি বিশেষ সচেতনতা শিবিরের আয়োজন করেছে আসানসোল মহকুমা প্রশাসন। মহকুমাশাসক প্রতুলকুমার ভুঁইয়া জানান, মহকুমার ৮টি ব্লকে প্রায় ৬০ হাজার কৃষক রয়েছেন। তাঁরা যদি ধানের সঠিক মূল্য না পান তবে ক্ষতি তাঁদেরই। সে ব্যাপারেই এই সচেতনতা শিবিরের আয়োজন। মহকুমার খাদ্য নিয়ামক অভিজিৎ ধারা জানান, বিভিন্ন ব্লক অফিস মারফত কৃষকেরা ধান বিক্রি করতে পারবেন।
|
তাঁতবস্ত্র মেলা |
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
কেন্দ্রীয় সরকারের বস্ত্রমন্ত্রকের হ্যান্ডলুম ডেভেলপমেন্ট কমিশনার ও রাজ্য সরকারের বস্ত্রশিল্প আধিকারিকের যৌথ উদ্যোগে মঙ্গলবার থেকে আসানসোলের রবীন্দ্রভবনে শুরু হয়েছে তাঁতবস্ত্র মেলা। এ দিন মেলার উদ্বোধন করেন মহকুমাশাসক প্রতুলকুমার ভুঁইয়া। এ বারের মেলায় মোট ৪৯টি স্টল রয়েছে।
|
|