টুকরো খবর |
বনগাঁয় তৃণমূলের গোষ্ঠীকোন্দলে জখম ১ |
নিজস্ব সংবাদদাতা • বনগাঁ |
|
বনগাঁ হাসপাতালে চিকিৎসাধীন অনুপ। —নিজস্ব চিত্র। |
রবিবার সন্ধ্যায় বনগাঁ শহরের হীরালাল মূর্তির কাছে আক্রান্ত হলেন তৃণমূল কর্মী অনুপ কুমার সাধু। তাঁকে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর স্ত্রী অলোকা সাধু এই বিষয়ে বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তাঁর অভিযোগ, ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার শম্ভু দাসের নেতৃত্বেই এই ঘটনা ঘটেছে। যদিও শম্ভুবাবু এই অভিযোগ অস্বীকার করে বলেন, “ওই ঘটনার সময় আমি এলাকাতেই ছিলাম না।” এই ঘটনার ফলে আবার প্রকাশ্য এল বনগাঁ শহরে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। তৃণমূলের দলীয় সূত্রে জানা গিয়েছে, অনুপ কুমার সাধু ১৬ ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার অভিজিত কাপুডিয়ার ঘনিষ্ঠ। বেশ কিছুদিন ধরেই শম্ভু দাসের সঙ্গে অভিজিত কাপুডিয়ার বিরোধ চলছিল। এই ঘটনার পর স্থানীয় তৃণমূল বিধায়ক বিশ্বজিত দাস ওই দুই কাউন্সিলারকেই ভর্ৎসনা করে দলের স্বার্থে ‘এক’ হয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন। পুলিশ জানিয়েছে মামলা রুজু করা হয়েছে। অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।
|
মাথা উধাও, বস্তায় মিলল মহিলার ধড় |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
প্লাস্টিকের বেওয়ারিশ বস্তাটি সকাল থেকে রাস্তার ধারে পড়ে ছিল। পথচলতি লোকজন তা দেখে চলেও যাচ্ছিলেন। দাবিদার না-পেয়ে স্থানীয় লোকজনই বারুইপুর থানায় ফোন করে বিষয়টি পুলিশকে জানান। পুলিশ এসে বস্তা খুলে দেখতে পেল, তাতে রয়েছে এক মহিলার ক্ষতবিক্ষত দেহ। নেই শুধু মাথাটি। পুলিশ জানায়, সোমবার সকালে বারুইপুর-আমতলা রাস্তার ধারে খানপুর এলাকায় বস্তাটি পড়ে ছিল। মহিলার বয়স ৩০-৩৫ বছর। গায়ের রং ফর্সা। শরীরের বিভিন্ন জায়গায় ক্ষতচিহ্ন রয়েছে। পুলিশের অনুমান, তাঁকে ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয়। তার পরে দেহটি ওই এলাকায় ফেলে দেয় দুষ্কৃতীরা। গভীর রাত পর্যন্ত মহিলার পরিচয় জানা যায়নি। মৃতদেহের সুরতহাল করে পুলিশ জানায়, মহিলার বুকে, পায়ে, কোমরে ক্ষতচিহ্ন রয়েছে। ধড় থেকে যে-ভাবে মাথাটি আলাদা করা হয়েছে, তাতে পুলিশ মনে করছে, মহিলার উপরে কারও ভীষণ আক্রোশ ছিল। পুলিশ যাতে মহিলার পরিচয় জানতে না-পারে, তাই মাথাটি কেটে লোপাট করে দেওয়া হয়েছে বলে সন্দেহ। পুলিশ রাত পর্যন্ত মাথাটির হদিস পায়নি। এএসপি (গ্রামীণ) জানান, মহিলার পরিচয় জানতে খোঁজখবর শুরু হয়েছে।
|
তোলাবাজির বিরুদ্ধে বিক্ষোভ |
নিজস্ব সংবাদদাতা • উস্থি |
তোলাবাজদের বিরুদ্ধে পুলিশি নিষ্ক্রিয়তার বিরুদ্ধে বিক্ষোভে সামিল হলেন বাসিন্দারা। সোমবার সকালে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার মহকুমার উস্থির হটুগঞ্জ বাসমোড়ে জাতীয় সড়ত অববোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় মানুষ। তাঁদের অভিযোগ, তোলাবাজের দৌরাত্ম্যে তাঁরা অতিষ্ট। ব্যবসায়ী এবং চাকরিজীবীদের কাছ থেকে নিয়মিত তোলা আদায় করছে দুষ্কৃতীরা। না দিলে, হুমকি দিচ্ছে। পুলিশকে জানিয়েও কোনও ফল হচ্ছে না। এ দিন সকাল ৮টা থেকে বিক্ষোভ শুরু হয়। এর ফলে যানবাহন থমকে গিয়ে যানজটের সৃষ্টি হয়। পরে বেলা সাড়ে ১০টা নাগাদ এসডিপিও গিয়ে তোলাবাজদের গ্রেফতার করার প্রতিশ্রুতি দিলে অবরোধ তুলে নেওয়া হয়।
|
গোবরডাঙায় মন্দিরে চুরি |
নিজস্ব সংবাদদাতা • বনগাঁ |
পাঁচিল টপকে ভিতরে ঢুকে কাঠের দরজা ও কোলাপসিবল গেটের চারটি তালা ভেঙে মন্দিরে বিগ্রহের অলঙ্কার চুরি করে চম্পট দিল দুষ্কৃতীরা। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে গোবরডাঙার জমিদার বাড়ির প্রসন্নময়ী কালীমন্দিরে। জমিদার পরিবারের সদস্য স্বপনপ্রসন্ন মুখোপাধ্যায় এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ করেছেন। দুষ্কৃতীদের ধরতে তল্লাশি চালাচ্ছে হাবরা থানার পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার ভোরে স্থানীয় এক মহিলা মন্দিরে এসে দেখেন তালা ভাঙা। বিগ্রহের গায়ে কোনও অলঙ্কার নেই। এর পরেই জমিদার পরিবারে খবর দেওয়া হয়। স্বপনবাবুর দাবি, মন্দিরে বিগ্রহের গা থেকে সোমা-রুপো মিলিয়ে প্রায় ২০ ভরির অলঙ্কার খোয়া গিয়েছে। এছাড়া প্রচুর বাসনপত্রও খোয়া গিয়েছে। স্থানীয় তিন দুষ্কৃতীর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে বলে তিনি জানান। গোবরডাঙা পুরসভার চেয়ারম্যান সুভাষ দত্ত বলেন, “এলাকার মানুষের কাছে এই মন্দিরের মাহাত্ম্য রয়েছে। পুলিশকে বলা হয়েছে দ্রুত ব্যবস্থা নিতে।”
|
দম্পতির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার |
নিজস্ব সংবাদদাতা • ক্যানিং |
গলায় দড়ি দেওয়া ঝুলন্ত অবস্থায় এক দম্পতির মৃতদেহ উদ্ধার করল পুলিশ। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং মহকুমার ছোট মোল্লাখালি কোস্টাল থানা এলাকার ১০ নম্বর চরঘেরিতে। মৃতদের নাম সুভাষ মিস্ত্রি (৩৮) এবং দলু মিস্ত্রি (৩০)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে দু’জনের দেহ ঘরে ঝুলতে দেখে প্রতিবেশীরা থানায় খবর দেন। পুলিশ এসে দেহ দু’টি উদ্ধার করে ময়না-তদন্তে পাঠায়। জেলার পুলিশ সুপার প্রবীন ত্রিপাঠী জানান, তদন্তে জানা গিয়েছে বেশ কিছুদিন ধরে কঠিন রোগে ভুগছিলেন সুভাষবাবু। সম্ভবত সেই নিয়ে মানসিক অবসাদে ভুগছিলেন ওই দম্পতি। সেটাই মৃত্যুর কারণ, না কি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
|
গ্রেফতার তিন বাংলাদেশি |
নিজস্ব সংবাদদাতা • বনগাঁ |
বেআইনি ভাবে পেট্রাপোল বন্দরে ঢোকার অভিযোগে বনগাঁ থানার পুলিশ তিন বাংলাদেশিকে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, ধৃতদের নাম মিঠুন দাস, মহম্মদ সফিউদ্দিন এবং নবিউল মণ্ডল। তাদের বাড়ি ঝিকোরগাছি, চাঁদপুর ও বেনাপোলে। ধৃতদের কাছ থেকে এদেশের তিনটি ভুয়ো ড্রাইভিং লাইসেন্স পাওয়া গিয়েছে। বন্দর সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি অভিযোগ ওঠে, বাংলাদেশিরা এ দেশে ঢুকে ট্রাক চালাচ্ছে। বনগাঁ মহকুমা আইএনটিইউ-র কার্যকারী সভাপতি প্রভাস পাল বলেন, “এখানকার ট্রাক মালিকদের একাংশ বাংলাদেশি চালকদের দিয়ে ট্রাক চালাচ্ছেন। পুলিশকে বিষয়টি জানানো হয়েছিল। রবিবার আমরা তেমনই তিনজনকে ধরে পুলিশের হাতে তুলে দিই।”
|
শিক্ষিকাদের কটূক্তি, বিক্ষোভ সিপি-র |
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
|
—নিজস্ব চিত্র। |
টাকি কলেজে শিক্ষিকাদের উদ্দেশ্যে কটূক্তির প্রতিবাদে সোমবার মুখে কালো কাপড় বেঁধে কলেজ চত্বরে মৌন মিছিল করলেন ছাত্র পরিষদের সদস্যরা। পুলিশ ও কলেজ সূত্রে জানা যায়, গত ৭ সেপ্টেম্বর কলেজে মেধা তালিকা অনুযায়ী কাউন্সেলিং এবং ভর্তির শেষ দিন ছিল। ওই দিন এক ছাত্রীর ভর্তি নিয়ে আপত্তি জানায় তৃণমূল ছাত্র পরিষদ। এর ফলে ওই ছাত্রী ভর্তি হতে পারেননি। কলেজ কর্তৃপক্ষের অভিযোগ, এর পর কয়েকজন বহিরাগত শিক্ষিকাদের উদ্দেশ্যে কটূক্তি ও অশ্লীল অঙ্গভঙ্গি করে। এই ঘটনায় কলেজ কর্তৃপক্ষ থানায় অভিযোগ দায়ের করেন। ওই ছাত্রীকে এ দিন ভর্তি করা হলে তা নিয়ে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে বিক্ষোভ দেখান হয়। এ দিন ছাত্র পরিষদের তরফে রাজীব বিশ্বাস বলেন, “শিক্ষিকাদের উদ্দেশ্যে যারা কটূক্তি করেছে তাদের অবিলম্বে গ্রেফতার না করা হলে আমরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব।”
|
বিদ্যুতের দাবিতে বিক্ষোভ বেড়াচাঁপায় |
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
বিদ্যুতের দাবিতে বিদ্যুৎ দফতর ঘেরাও করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। দেগঙ্গায় রাজ্য বিদ্যুৎ বণ্টন কোম্পানির বেড়াচাঁপা শাখায় সোমবার এই ঘটনায় পরিস্থিতি সামাল দিতে পুলিশকে ঘটনাস্থলে যেতে হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, গ্রামে একমাত্র ট্রান্সফর্মার বিকল হয়ে যাওয়ায় গত দু’সপ্তাহ ধরে অন্ধকারে ডুবে রয়েছে বেড়াচাঁপা-১ পঞ্চায়েতের বেলপুরের বেলেডাঙা গ্রাম। বেড়াচাঁপা শাখার স্টেশন ম্যানেজার বিপ্লব পরামাণিক বলেন, “যত দ্রুত সম্ভব ট্রান্সফর্মারটি লাগানো যায় সে জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।”
|
সড়ক অবরোধ, নাকাল যাত্রীরা |
নিজস্ব সংবাদদাতা • বনগাঁ |
রাস্তায় মরা গরু পড়ে থাকার প্রতিবাদে প্রায় একঘণ্টা যশোহর রোড অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। পরে পুলিশ গিয়ে গরুটি সরানোর ব্যবস্থা করলে অবরোধ তুলে নেওয়া হয়। সোমবার সকালে বনগাঁর কালুপুরে আচমকা যশোহর রোড অবরোধে তীব্র যানজটের সৃষ্টি হয়।
|
জোটপ্রার্থীরা জয়ী |
নিজস্ব সংবাদদাতা • গোবরডাঙা |
গোবরডাঙা খাটুরা প্রীতিলতা শিক্ষানিকেতন (বালক বিভাগ) স্কুলে অভিভাবক প্রতিনিধি নির্বাচনে জয়ী হল তৃণমূল-কংগ্রেস জোট। রবিবার ওই নির্বাচনে তৃণমূল ৫টি ও কংগ্রেস একটি আসনে জোটবদ্ধ ভাবে প্রার্থী দিয়েছিল। ৬টি আসনেই তারা জয়ী হয়।
|
জল নিয়ে বিক্ষোভ |
নিজস্ব সংবাদদাতা • মগরাহাট |
জনস্বাস্থ্য কারিগরি দফতর থেকে জল সরবরাহ বন্ধ করে দেওয়ায় কয়েক মাস ধরে জল পাচ্ছেন না দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট-২ ব্লকের কলস পঞ্চায়েত এলাকার মানুষ। বিডিও রিজওয়ান ওয়াহাব বলেন, “ওদের দাবির বিষয়ে জেলা পরিষদে আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা হচ্ছে।” |
|