টুকরো খবর
সিপিএম প্রধানকে ‘আটকে’ বিক্ষোভ
একশো দিনের কাজ প্রকল্পে মজুরি মিলছে না। এই অভিযোগ তুলে সিপিএমের পঞ্চায়েত প্রধানকে ‘আটকে’ রাখলেন তৃণমূলের লোকজন। প্রধানের কার্যালয়ে তালা ঝোলানো হল। সোমবার বিকেলে কেশিয়াড়ির কুসুমপুরে দীর্ঘক্ষণ এই ঘেরাও-বিক্ষোভ চলে। সন্ধ্যা নাগাদ পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান বিডিও অসীম নিয়োগী। তিনি বলেন, “একটা ঘটনা ঘটেছে। পরিস্থিতি খতিয়ে পদক্ষেপ করা হচ্ছে।” জেলার প্রায় প্রতিটি পঞ্চায়েতেই একশো দিনের কাজে মজুরির টাকা বকেয়া রয়েছে। জেলা পরিষদের বক্তব্য, বকেয়া টাকা পরিমাণ প্রায় ২৪ কোটি। ফলে, অলিখিত ভাবে সব ব্লকেই শ্রম দিবসের কাজ বন্ধ রয়েছে। বর্ষায় অবশ্য এমনিতেই কাজ কম হয়। সোমবার বিকেলে একদল তৃণমূল কর্মী-সমর্থক কুসুমপুর পঞ্চায়েত অফিসে গিয়ে বিক্ষোভ দেখান। পঞ্চায়েত প্রধান রাইচাঁদ মুর্মু-সহ কর্মীদের ‘আটকে’ চলে বিক্ষোভ। তৃণমূলের কেশিয়াড়ি ব্লক সভাপতি জগদীশ দাস বলেন, “চার-পাঁচ মাসের মজুরি বকেয়া। শ্রমিকেরাই বিক্ষোভ দেখান। দলের কিছু কর্মীও ছিলেন।” সিপিএমের কেশিয়াড়ি জোনাল সম্পাদক ভবানী গিরির প্রশ্ন, “শুধু কি এই পঞ্চায়েত? জেলার প্রায় সব পঞ্চায়েতেই মজুরি বকেয়া। সরকার টাকা দিচ্ছে না। গরিব মানুষ সমস্যায় পড়ছেন। অনেক জায়গায় মানুষকে ভুল বোঝানো হচ্ছে। এ ক্ষেত্রেও তাই হয়েছে।” সিপিএম সূত্রে দাবি করা হয়েছে, কেশিয়াড়ির ওই গ্রামে ‘ভুয়ো’ মাস্টার রোল তৈরি করে প্রধানকে দিয়ে তা অনুমোদন করানোর জন্য চাপ দেওয়া হয়েছে। তৃণমূলের একাংশ কর্মীর মদতে তৈরি ওই মাস্টার রোলে বেশি সংখ্যক শ্রমদিবস দেখানো হয়। স্থানীয় তৃণমূল নেতৃত্ব অবশ্য এই ধরনের অভিযোগ উড়িয়ে দিয়েছেন।

রামনগরে দু’টি বৈঠক দীপকের
পঞ্চায়েত ভোটের আগে পূর্ব মেদিনীপুর জেলায় দলীয় সংগঠনকে চাঙ্গা করে তুলতে উদ্যোগী হয়েছেন সিপিএম নেতৃত্ব। গোষ্ঠীদ্বন্দ্ব মিটিয়ে দলীয় নেতা-কর্মীরা যাতে ভোটের প্রচারে ঝাঁপিয়ে পড়েন, তার জন্য একের পর এক বৈঠক করছেন জেলা নেতারা। এই পরিস্থিতিতে রবিবার রামনগর ১ ও ২ ব্লকের জোনাল কমিটির সদস্যদের নিয়ে রামনগর ও বালিসাইয়ের দলীয় কার্যালয়ে জরুরি বৈঠক করলেন পূর্ব মেদিনীপুরে জেলার সাংগঠনিক দেখভালের দায়িত্বপ্রাপ্ত সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য দীপক সরকার। গত বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর থেকেই রামনগরে সিপিএমের প্রার্থী স্বদেশ নায়কের সঙ্গে দলের দূরত্ব ক্রমশ বাড়তে থাকে। দলীয় বৈঠকে আসাও বন্ধ করে দিয়েছেন স্বদেশবাবু। এর প্রভাব যাতে পঞ্চায়েত ভোটে না পড়ে তার জন্যই রবিবার রামনগরের দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসেন জেলা নেতৃত্ব। বৈঠকে তৃণমূলের সন্ত্রাস ও দুর্নীতি নিয়ে সর্বাত্মক প্রচারের পাশাপাশি জনসংযোগ বাড়াতে সভা, মিছিল-পিকেটিং-সহ নানা কর্মসূচি নেওয়া হয়। আগামী ২১ সেপ্টেম্বর থেকে ২৩ সেপ্টেম্বর প্রতিবাদ সভা করা ছাড়াও ২৪ সেপ্টেম্বর মহকুমাশাসকের কাছে বামফ্রন্টের কৃষক সংগঠনগুলির তরফে বিক্ষোভ দেখানোর কর্মসূচি নেওয়া হয়েছে। দু’টি বৈঠকেই অনুপস্থিত ছিলেন রামনগরের প্রাক্তন সিপিএম বিধায়ক স্বদেশ নায়ক। ছিলেন সিপিএমের পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক কানু সাহু, জেলা কমিটির সদস্য নির্মল জানা, প্রাক্তন সাংসদ প্রশান্ত প্রধান, প্রণব দাস, রামনগরের দুই জোনাল কমিটির সম্পাদক আশিস প্রামাণিক ও রোহিনী দাস মহাপাত্র।

স্মারকলিপি
র্যাগিংয়ের অভিযোগে তিন ছাত্রের জেল হেফাজতের ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়াল কোলাঘাট ইঞ্জিনিয়ারিং কলেজে। প্রথম বর্ষের এক ছাত্রকে মারধরের অভিযোগে শনিবার রাতে কোলাঘাট ইঞ্জিনিয়ারিং কলেজের দ্বিতীয় বর্ষের এক ছাত্র ও তৃতীয় বর্ষের দুই ছাত্রকে গ্রেফতার করে পুলিশ। রবিবার তাঁদের জেল হেফাজতে পাঠান বিচারক। এই ঘটনার প্রতিবাদে সোমবার কলেজের দ্বিতীয় বর্ষের একাংশ ছাত্র ক্লাস না করে জেলা পরিষদ ও জেলাশাসকের দফতরে স্মারকলিপি দেয়। তাঁদের অভিযোগ, প্রথম বর্ষের ওই ছাত্রকে যখন মারধর করার অভিযোগ উঠেছে, তখন দ্বিতীয় বর্ষের অভিযুক্ত ছাত্র কলেজের ল্যাবরেটরিতে ছিলেন। তা সত্ত্বেও পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। সঠিক তদন্তের দাবি জানিয়েছেন ছাত্রেরা। এই পরিপ্রেক্ষিতে জেলা পরিষদের সহ-সভাধিপতি মামুদ হোসেন বলেন, “কলেজে ছাত্রের উপর আক্রমণের ঘটনা নিন্দনীয়। তবে ছাত্রদের গ্রেফতারের ক্ষেত্রে সব দিক বিবেচনা করে পদক্ষেপ করা প্রয়োজন। কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রদের অভিযোগ খতিয়ে দেখার জন্যও পুলিশকে বলা হবে। ” এসপি সুকেশ কুমার জৈন অবশ্য বলেন, “আক্রান্ত ছাত্রই অভিযুক্তদের শনাক্ত করেছে। তারপরেই পুলিশ গ্রেফতার করেছে।”

স্কুলে দান দুই শিক্ষারত্নের
‘শিক্ষারত্ন’ সম্মান বাবদ প্রাপ্ত টাকা স্কুলের উন্নয়নের জন্য দান করলেন ঘাটালের দুই শিক্ষক। চলতি বছরে শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এই সম্মান পেয়েছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার ৬ জন শিক্ষক। গত ৫ সেপ্টেম্বর কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ২৫ হাজার টাকা তাঁদের হাতে তুলে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর মধ্যে ঘাটাল বিদ্যাসাগর হাইস্কুলের প্রধান শিক্ষক দুলাল কর এবং ঘাটালের সাদিচক প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক প্রণয় ভট্টাচার্য স্কুলের উন্নতি খাতে প্রাপ্ত টাকা দান করেছেন। দুলালবাবু বলেন, “আমি যে সম্মান পেয়েছি,তা স্কুলের সমস্ত শিক্ষক-শিক্ষাকর্মীদের জন্যই। নগদ ২৫ হাজার টাকাও স্কুলের উন্নয়নের জন্যই দান করব।” অন্য দিকে প্রণয়বাবু বলেন, “আমি প্রথম ঘাটালের হরিশপুর স্কুলে চাকরি করি। পরে সাদিচকে প্রধান শিক্ষক হয়ে আসি। তাই ১০ হাজার টাকা হরিশপুরে এবং সাদিচক স্কুলে ১৫ হাজার টাকা দান করেছি।”

প্রাথমিক শিক্ষিকা প্রশিক্ষণ কেন্দ্র চালু
ঝাড়গ্রাম বাণীভবন প্রাথমিক শিক্ষিকা প্রশিক্ষণ কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন হল শুক্রবার। লেডি অবলা বসু প্রতিষ্ঠিত ‘নারীশিক্ষা সমিতি’র উদ্যোগে স্থাপিত এই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ দিব্যেন্দু হোতা। ছিলেন ঝাড়গ্রাম বাণীভবন আঞ্চলিক কমিটির সভাপতি দুর্গেশ মল্লদেব, ঝাড়গ্রামের পুরপ্রধান প্রদীপ সরকার, পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি স্বপন মুর্মু প্রমুখ। দুর্গেশবাবু জানান, ‘ন্যাশন্যাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশন’ (এনসিটিই) অনুমোদিত ও পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ স্বীকৃত এই প্রশিক্ষণ কেন্দ্রটিতে উচ্চ মাধ্যমিকে পঞ্চাশ শতাংশ নম্বর বা তার বেশি যাঁরা পেয়েছেন, তাঁরাই আবেদন করতে পারবেন। শুক্রবার বাণীভবন প্রাঙ্গণে একটি ‘গ্রামীণ জ্ঞান বিকাশ কেন্দ্রে’র উদ্বোধন করেন নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধিকর্তা (অধ্যয়ন কেন্দ্র) অসিতবরণ আইচ।

কমছে জল
নতুন করে বৃষ্টি না হওয়ায় সোমবার সকাল থেকে ঘাটাল শহরের ন’টি ওয়ার্ড থেকেই জল কমতে শুরু করেছে। জল কমেছে ঘাটাল-চন্দ্রকোনা ও ঘাটাল-মেদিনীপুর (ভায়া নাড়াজোল) সড়কেও। শুক্রবার থেকে ওই রুটে গাড়ি চলাচল বন্ধ ছিল। রবিবারও নাড়াজোলের রাস্তায় এক কোমরের বেশি জল থাকায় যানবাহন চলাচল বন্ধ ছিল। সমস্যায় পড়েছিলেন বাসিন্দারা। ঘাটাল-চন্দ্রকোনা সড়কে ঘাটাল শহরের ১ এবং ২ নম্বর চাতালে জল থাকলেও বাস চলাচল করছিল। তবে ছোট গাড়ি চলছিল না। সোমবার থেকে দুটি রুটেই যান চলাচল স্বাভাবিক হয়েছে। ঘাটাল পুর-এলাকার বেশ কিছু রাস্তা এখনও জলের তলায়। মহকুমাশাসক অংশুমান অধিকারী বলেন, “যদি আর বৃষ্টি না হয় বা জলাধার থেকে জল না ছাড়া হয়, তাহলে দু’একদিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।”

দুঃস্থ-তফসিলির পাশে প্রশাসন
১৭টি গরিব পরিবারের হাতে ইন্দিরা আবাস যোজনার টাকা তুলে দেওয়া হল। আগেই এই পরিবারগুলিকে ‘নিজ ভূমি নিজ গৃহ’ প্রকল্পে জমি দেওয়া হয়েছিল। এ বার সেই জমির উপরই বাড়ি তৈরি হবে। সোমবার কেশপুরের আমড়াকুচি গ্রাম পঞ্চায়েত অফিসে এসে বিডিও মহম্মদ জামিল আখতারের হাত থেকে ইন্দিরা আবাস যোজনায় প্রাপ্য টাকার চেক নেন ওই ১৭টি পরিবারের সদস্যরা। তফসিলি জাতি- উপজাতি এই পরিবারগুলির জন্য এলাকায় কলোনি তৈরির পরিকল্পনা করছে ব্লক প্রশাসন। সেখানে নতুন রাস্তা, শৌচাগার তৈরি হবে। একশো দিনের কাজে জমির উন্নতিকরণ করা হবে। প্রকল্পের কাজ করবে এই পরিবারের মানুষেরাই। কেশপুরের বিডিও বলেন, “১৭টি পরিবারের হাতে ইন্দিরা আবাস যোজনার চেক তুলে দেওয়া হয়েছে। ওই এলাকার উন্নয়নে বেশ কিছু পরিকল্পনা করা হচ্ছে। পরিকল্পনা মতো কাজ হলে স্থানীয় মানুষেরাই উপকৃত হবেন।”

হামলার অভিযোগ
দলীয় বৈঠক সেরে ফেরার পথে এক সিপিএম কর্মীর উপরে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। রবিবার রাতে রামনগরের বালিসাই এলাকায় ঘটনাটি ঘটে। সিপিএমের প্রাক্তন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ অরবিন্দ পাত্রের অভিযোগ, রামনগরে দলীয় বৈঠক সেরে ক্ষীরপাল গ্রামে বাড়ি ফেরার সময়ে বালিসাই বাজারে একদল তৃণমূলকর্মী তাঁকে আক্রমণ করে। তবে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। সিপিএমের রামনগর জোনাল কমিটির সম্পাদক আশিস প্রামাণিকের দাবি, “রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতেই অরবিন্দবাবুর উপর হামলা চালিয়েছে তৃণমূল।” তবে রামনগর ২ পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধক্ষ মানস দাস পাল্টা বলেন, “রবিবার বালিসাই বাজার এলাকায় অনেক লোক সমাগম হয়। তার মধ্যে এমন ঘটনা ঘটা সম্ভব নয়। এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়াতেই এমন অভিযোগ করছে সিপিএম।”

শিক্ষকদের অবস্থান
শিক্ষকদের উপর আক্রমন বন্ধ করা, ফাঁকা পদে স্বচ্ছ ভাবে নিয়োগ-সহ বিভিন্ন দাবিতে অবস্থান করল সিপিএমের শিক্ষক সংগঠন নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি। সোমবার পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ দফতরের সামনে এই কর্মসূচিতে ছিলেন কয়েক’শো শিক্ষক শিক্ষিকা। তাদের দাবি, শিক্ষকদের উপর আক্রমন ও শিক্ষাক্ষেত্রে সন্ত্রাস বন্ধ করতে হবে, শূন্য পদে স্বচ্ছভাবে নিয়োগ করতে হবে, একই শিক্ষাবর্ষে শিক্ষকদের একাধিকবার বদলি করা চলবেনা। সমিতির জেলা কমিটির তরফে একটি স্মারকলিপিও দেওয়া হয়। কর্মসূচিতে বক্তব্য রাখেন সমিতির জেলা সম্পাদক নুরুল হক , সভাপতি তপন বন্দ্যোপাধ্যায় প্রমুখ।

চ্যাম্পিয়ন কুসুমঘাটি
চার মাস ধরে চলা মানিকপাড়া ফুটবল লিগের ফাইনাল খেলা হল রবিবার। নেতাজি ক্লাব ময়দানে এই প্রতিযোগিতার আয়োজক ছিল ‘মানিকপাড়া স্পোটর্স অ্যাসোসিয়েশন’। ফাইনালে টাইব্রেকারে ৩-২ গোলে মানিকপাড়া বিবেকানন্দ ক্লাবকে হারিয়ে বিজয়ী হয় কুসুমঘাটি নেহেরু ক্লাব। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন মোহনবাগান ফ্যানস্ ক্লাবের সদস্যরা। মানিকপাড়া স্পোটর্স অ্যাসোসিয়েশনের সম্পাদক দেবাশিস মাহাতো জানান, গত মে মাস থেকে লিগ পর্যায়ের খেলাগুলি শুরু হয়। জঙ্গলমহলের অশান্তির কারণে গত তিন বছর এই টুর্নামেন্ট বন্ধ ছিল। ঝাড়গ্রাম ব্লকের মানিকপাড়া অঞ্চলের ১৪টি ফুটবল-দল প্রতিযোগিতায় যোগ দেয়।

‘ডাকাত’ ধৃত
জাতীয় সড়কে একাধিক ডাকাতির ঘটনায় এক অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। ধৃত বছর বাইশের হরমোহন মল্লিকের বাড়ি ঝাড়গ্রামের লোহামেলিয়া গ্রামে। রবিবার ভোরে ঝাড়গ্রামের মোহনপুরের জঙ্গল থেকে তাকে ধরা হয় বলে পুলিশের দাবি। রবিবারই ধৃতকে ঝাড়গ্রাম এসিজেএম আদালতে তোলা হলে চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। পুলিশের দাবি, ৬ নম্বর জাতীয় সড়ক মুম্বই রোডের বিভিন্ন জায়গায় যানবাহন থামিয়ে ডাকাতি করত হরমোহন। ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলাতেও তার বিরুদ্ধে নানা অপরাধমূলক কাজের অভিযোগ আছে। দু’বছর আগে, জঙ্গলমহলের অশান্তি পর্বে লোহামেলিয়ার এক ব্যক্তিকে বাড়ি থেকে অপরহরণ করে খুনের ঘটনাতেও হরমোহন জড়িত বলে পুলিশের দাবি।

পিছোল শুনানি
নন্দীগ্রাম ‘নিখোঁজ-কাণ্ডে’ অভিযুক্ত তিন জনের জামিন বাতিলের জন্য হলদিয়া আদালতে আবেদন জানিয়েছিল সিআইডি। পাশাপাশি নিখোঁজ পরিবারের দায়ের করা তিনটি পৃথক মামলাকে একটি মামলায় সংযুক্তিকরণের আবেদনও জানিয়েছিল। দু’টি মামলারই শুনানির দিন পিছোল। ওই আবেদনের পরবর্তী শুনানি আগামী ২৪ সেপ্টেম্বর হবে বলে সোমবার ঘোষণা করেন হলদিয়া এসিজেএম আদালতের বিচারক। এই মামলায় এখনও জেলবন্দি ৮ জনকে ফের ১৪ দিনের জেল হাজতে পাঠিয়েছেন এসিজেএম দেবকুমার সুকুল।

সমবায়ে জয়ী সিপিএম
রবিবার ঘাটালের গোপমহল সমবায় সমিতির নিবার্চনে জয়ী হল সিপিএম। আগেও ওই সমিতি সিপিএমেরই দখলে ছিল। নির্বাচনকে ঘিরে এলাকায় উত্তেজনা থাকায় পুলিশের কড়া নজরদারি ছিল। এ দিনই দাসপুরের গৌরা-সোনামুই হাইস্কুলের পরিচালন কমিটির নিবার্চনে তৃণমূল জয়ী হয়েছে। এই স্কুলে আগে তৃণমূলই ক্ষমতায় ছিল।

বায়োগ্যাস নিয়ে আলোচনাসভা
বায়োগ্যাস নিয়ে সম্প্রতি আলোচনাসভা হল গোপীবল্লভপুর-১ ব্লকের সাতমা গ্রামে। হলদিয়া সমাজ কল্যাণ পর্ষদের উদ্যোগে ‘বায়ো গ্যাস গ্রামীণ শক্তি’ শীর্ষক এই আলোচনাসভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ পুনর্নবীকরণযোগ্য শক্তি উন্নয়ন সংস্থার (ওয়েবরেডা) ভাইস চেয়ারম্যান রাজীব বন্দ্যোপাধ্যায়, ভারপ্রাপ্ত অধিকর্তা সুশোভন ভট্টাচার্য ও সদস্য আশিস বসু। গোপীবল্লভপুরের সাতমা, পানবরোজ ও টিকায়েতপুর গ্রাম তিনটিকে ধূমহীন ও কেরোসিনহীন গ্রাম হিসেবে ঘোষণা করা হয় সভায়।

উদ্যোক্তাদের নির্দেশ
বিশ্বকর্মা পুজোর উদ্যোক্তাদের শব্দবিধি মেনে মাইক বাজানোর নির্দেশ দিল কাঁথি পুলিশ। রবিবার সন্ধ্যায় কাঁথি থানায় বিশ্বকর্মা পুজোর সংগঠকদের নিয়ে একটি বৈঠকে আইসি সুব্রত বারিক জানান, শুধু মাইক ব্যবহারে বিধিনিষেধ নয়, রাস্তায় যানবাহন আটকে বা জুলুম করে চাঁদা নেওয়ার অভিযোগ উঠলেও পুলিশ কড়া ব্যবস্থা নেবে।

স্মারকলিপি
পূর্ব মেদিনীপুর জেলাশাসকের কাছে সোমবার দশ দফা দাবি সম্বলিত স্মারকলিপি দিল কংগ্রেসের জেলা ওবিসি সেল। ছিলেন সেলের জেলা সভাপতি বিশ্বরঞ্জন মণ্ডল, রাজ্য সাধারণ সম্পাদক বিদ্যুৎ করণ, জেলা সাধারণ সম্পাদক শঙ্কর বল্লভ প্রমুখ।

স্মারকলিপি
মাস পয়লায় বেতন, স্বচ্ছতার সঙ্গে কাজ করা-সহ বিভিন্ন দাবিতে সোমবার ঘাটালের এডিআই কল্লোল রায়কে ডেপুটেশন দিল ঘাটাল মহকুমা তৃণমূল শিক্ষা সেল।

উদ্বোধন
ঝাড়গ্রাম বাণীভবন প্রাথমিক শিক্ষিকা প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন হল শুক্রবার। লেডি অবলা বসু প্রতিষ্ঠিত ‘নারীশিক্ষা সমিতি’র উদ্যোগে স্থাপিত এই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ দিব্যেন্দু হোতা।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.