|
|
|
|
প্রতীক্ষালয়ে বাসের ধাক্কা, মৃত্যু ৩ জনের |
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
বাসের জন্য রাস্তার ধারে যাত্রী প্রতীক্ষালয়ে অপেক্ষা করছিলেন কয়েক জন। নিয়ন্ত্রণ হারানো একটি বাসের ধাক্কায় তিন জন মারা গেলেন ঘটনাস্থলেই। সোমবার ভোরে দুর্ঘটনাটি ঘটেছে পাঁশকুড়া থানার কেশাপাট বাজারে, ঘাটাল-পাঁশকুড়া রাজ্য সড়কে। জখম হন আরও কয়েক জন। বাসের কিছু যাত্রীও আহত।
পুলিশ জানিয়েছে, মৃত অসিত মাজি (৪২), গোবিন্দ দাস অধিকারী (৪৫) ও শেখ সফিউল (৪৫) স্থানীয় বাসিন্দা। পেশায় ফুল ব্যবসায়ী অসিতবাবুর বাড়ি হাতিশাল গ্রামে। কীর্তনিয়া গোবিন্দবাবুর বাড়ি তালিটা গ্রামে। আর মুটে-শ্রমিক শেখ সফিউল কাটাবনি গ্রামের বাসিন্দা। |
|
দুর্ঘটনাগ্রস্ত সেই বাস ঘিরে ভিড়। পাঁশকুড়ায়। —নিজস্ব চিত্র |
দুর্ঘটনায় আহতদের মধ্যে শেখ মাজেদ নামে এক জনকে গুরুতর আহত অবস্থায় কলকাতায় পাঠানো হয়েছে। বিশ্বনাথ বেরা নামে অন্য এক আহতকে চিকিৎসার জন্য ওড়িশায় নিয়ে যাওয়া হয়েছে। আহতদের অধিকাংশেরই বাড়ি ঘাটালে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন ভোরে কেশাপাট বাজারে বাস ধরার জন্য যাত্রী প্রতীক্ষালয়ে অপেক্ষা করছিলেন আশপাশের এলাকার বেশ কিছু ফুল ব্যবসায়ী ও শ্রমিক। সাড়ে ৫টা নাগাদ ঘাটাল থেকে দিঘাগামী দ্রুত গতির একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ওই যাত্রী প্রতীক্ষালয়ে ঢুকে যায়। প্রতীক্ষালয়ের ভিতরে থাকা তিন জন ঘটনাস্থলেই মারা যান।
আহত ২০ জনকে স্থানীয় নার্সিংহোম ও পীতপুর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন এলাকাবাসী। তমলুকের এসডিপিও পারিজাত বিশ্বাস বলেন, ‘‘দুর্ঘটনার পরেই বাসের চালক, খালাসি পালান।” |
|
|
|
|
|