চিডিকে আজ ‘বুদ্ধি করে’ খেলাবেন মর্গ্যান
নামেই প্রিমিয়ার লিগের ম্যাচ। আদতে সেনা দলের বিরুদ্ধে ইস্টবেঙ্গলের মঙ্গলবারের খেলা ফেড কাপের আগে দলের হাল-হকিকৎ বুঝে নেওয়ার পরীক্ষা। আগের ম্যাচ ভেস্তে গিয়েছিল বরুণদেবের বদান্যতায়। সোমবার সকালেও সেই বৃষ্টি মাথায়ই প্রস্তুতি সারলেন মর্গ্যানের ছেলেরা।
গত মরশুমে ফর্ম হারিয়ে ফেলা বলজিৎ সিংহ সাইনি এ বার গোলের মধ্যে। মাঝমাঠে পেনের মতো বল ধরে ফরোয়ার্ডদের উদ্দেশে ঠিকানা লেখা পাস বাড়ানোর ছাপ নবাগত কেভিন লোবোর মধ্যে মজুদ। ধীরে ধীরে পুরো সময় খেলার ফিটনেস আসছে চিডির। স্বভাবতই চওড়া হাসি লাল-হলুদ কোচের মুখে। এই পরিস্থিতিতে ফেড কাপে রওনা হওয়ার আগে আর্মি একাদশের বিরুদ্ধে গোলরক্ষক অভিজিৎ মণ্ডল এবং আক্রমণভাগে মননদীপ সিংহকে শুধু দেখে নেওয়ার পালা মর্গ্যানের।
শুরুতেই চোট। প্র্যাক্টিসের বদলে আইসপ্যাক। সোমবার গ্যালারিতে রবিন। ছবি: শঙ্কর নাগ দাস
আর্মি দল স্বভাবতই গতি এবং শক্তির মিশেলে ফুটবলটাও খেলে। মরশুম শুরুর আগে প্রস্তুতি ম্যাচে এই সেনা দলকেই লেনের দেওয়া গোলে কোনও রকমে হারিয়েছিল ইস্টবেঙ্গল। মঙ্গলবার তাই ‘অ্যান্টিডোট’ হিসাবে শুরুতেই গোল করে চাপ কাটানোর পরিকল্পনা মেহতাবদের। সোমবার অনুশীলনের পর লাল-হলুদ মাঝমাঠের প্রাণভোমরা বলছিলেন, “সেই ম্যাচে প্রথমত আমাদের টিমের জাতীয় ফুটবলাররা ছিল না। এ বার পুরো দল থাকছে। তা ছাড়া এ বার ম্যাচ যুবভারতীতে হওয়ায় আমাদেরই সুবিধা।”
ফেড কাপের জন্য নিজেদের ঘসেমেজে নিতে এ দিন লিগ ম্যাচের প্র্যাক্টিসেও বিভিন্ন পজিশনে যতটা পারলেন পরীক্ষা-নিরীক্ষা করলেন মর্গ্যান। সেনা একাদশের বিরুদ্ধে গোলে অভিজিৎ মণ্ডলের অভিষেকের সম্ভাবনা প্রবল। চোটের কারণে রবিন সিং এবং ভাসুম নেই। বৃষ্টির মধ্যে ছাতা মাথায় সতীর্থদের অনুশীলন কিছুক্ষণ দেখেই ডাক্তারের কাছে ছুটলেন রবিন। লাল-হলুদ শিবিরের খবর, আপাতত সাতদিন বিশ্রামে থাকতে হবে তাঁকে। তবে চোট সারিয়ে রক্ষণে ফিরছেন নওবা। ফরোয়ার্ডে বলজিতের সঙ্গী মননদীপ। পরের দিকে চোট সারিয়ে দলে ফেরা লালরিন্ডিকাকে দেখে নেওয়ার পরিকল্পনা রয়েছে মর্গ্যানের। এমনকী চিডিকেও শেষ ২০-২৫ মিনিট মাঠে নামিয়ে ফেড কাপের জন্য তাঁর সেরা অস্ত্রেও শান দেওয়ার ‘গেমপ্ল্যান’ রয়েছে ইস্টবেঙ্গল কোচের। বলেও রাখলেন, “একশোভাগ সুস্থ চিডিকে ফেড কাপে দরকার। তাই এখানে বুদ্ধি করে ব্যবহার করতে হবে।”

মঙ্গলবারে: কলকাতা প্রিমিয়ার লিগ
ইস্টবেঙ্গল: আর্মি একাদশ (যুবভারতী, ৩-০০)।
বিএনআর: ইস্টার্ন রেল (রাণাঘাট)।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.