গুজরাতে রথযাত্রায় বেরোচ্ছেন নরেন্দ্র মোদী। কিন্তু, সেই যাত্রায় থাকছেন না লালকৃষ্ণ আডবাণী। বিজেপি সূত্রের খবর, আডবাণীকে এই যাত্রায় সে ভাবে আমন্ত্রণই জানানো হয়নি। বিষয়টি নিয়ে জোর বিতর্ক শুরু হয়েছে বিজেপি-র অন্দরে।
প্রধানমন্ত্রী পদপ্রার্থী নিয়ে বিজেপি-র অন্দরে জলঘোলা হচ্ছে অনেক দিনই। তাতে সঙ্ঘ পরিবারের পছন্দ হিসেবে মোদীর নাম উঠে এসেছে বার বার। গতকাল বিজেপি-র সবচেয়ে পুরনো জোটসঙ্গী শিবসেনার প্রধান বালাসাহেব ঠাকরে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে সুষমা স্বরাজকে সমর্থন করেছেন। ফলে, বিতর্ক ফের মাথাচাড়া দিয়েছে।
রাজ্য বিধানসভা ভোটের দিকে তাকিয়েই রথযাত্রায় বেরোচ্ছেন মোদী। তাতে সামিল হতে যাচ্ছেন রাজনাথ সিংহ, অরুণ জেটলির মতো নেতারা। বিজেপি-র একাংশ মনে করছে, মোদীর সঙ্গে আডবাণীর সম্পর্কে রুক্ষ আবহাওয়া তৈরি হয়েছে। না হলে রথযাত্রায় আডবাণীকে সে ভাবে আমন্ত্রণ না জানানোর অর্থই হয় না। তাঁদের মতে, আরএসএস-ও চায় না আডবাণী এই রথযাত্রায় সামিল হোন। এই বিষয়ে সঙ্ঘ মোদীর পাশে দাঁড়িয়েছে।
আডবাণী শিবির অবশ্য অন্য যুক্তি দিচ্ছে। তাদের বক্তব্য, আডবাণী জাতীয় স্তরে রথযাত্রা করেছেন। তার পরে মোদীর রাজ্য স্তরের যাত্রায় যোগ দেওয়ার প্রয়োজন নেই। মোদীর সঙ্গে আডবাণীর সম্পর্ক খারাপ হয়নি। নিজের ব্লগে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চহ্বাণের পাশাপাশি মোদীরও প্রশংসা করেছেন। দলের অন্য শিবিরের দাবি, শিবরাজেরই বেশি প্রশংসা করেছেন আডবাণী। মোদীর কথা উল্লেখ করে ভারসাম্য রক্ষার চেষ্টা করেছেন মাত্র।
দলীয় সূত্রে খবর, ঠাকরে সুষমা স্বরাজের নাম প্রস্তাব করায় আদৌ অখুশি নন আডবাণী। বালাসাহেবের ছেলে উদ্ধব আডবাণীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন। বিজেপি-র অন্দরের দৌড়ে সুষমার মতো যোগ্য ব্যক্তিত্ব এগিয়ে থাকলে আডবাণীর আপত্তি নেই। গোধরা-পরবর্তী দাঙ্গার পরিপ্রেক্ষিতে মোদীর ভাবমূর্তি নিয়ে এনডিএ শরিক নীতীশ কুমারের অস্বস্তি রয়েছে। প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে মোদীর নাম উঠে আসার পরে ঘুরিয়ে আপত্তি জানিয়েছিলেন বিহারের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, প্রধানমন্ত্রী পদপ্রার্থীর ধর্মনিরপেক্ষ ভাবমূর্তি থাকা প্রয়োজন। সুষমার নাম উঠে আসার পরে অবশ্য সরাসরি মন্তব্যে যেতে চাননি নীতীশ। আজ তিনি বলেন, বিজেপি এনডিএ-র বড় শরিক। তারাই নেতার নাম ঠিক করবে। এই বিষয়ে এনডিএ-তে আলোচনা হবে। গুজরাত ভোটে অবশ্য মোদীর সংস্পর্শ এড়িয়ে একলা চলোর সিদ্ধান্ত নিয়েছে জে ডি ইউ। বিজেপি মুখপাত্র শাহনওয়াজ হুসেন বলেন, অটলবিহারী বাজপেয়ীর আমলেও জে ডি ইউ একা লড়েছিল। বিজেপি-র সঙ্গে নীতীশের দলের কোনও বিরোধ নেই। |