টুকরো খবর
সত্যাগ্রহীদের দাবি মানল মধ্যপ্রদেশ
খান্ডোয়া জেলার ‘জল সত্যাগ্রহীদের’ মূল দাবি মেনে নিল মধ্যপ্রদেশ সরকার। আজ বিক্ষোভকারীদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চহ্বাণ। তার পরে এ কথা জানান তিনি। নর্মদার উপরে ওমকারেশ্বর বাঁধ নিয়ে গত কয়েক দিন ধরেই বিপাকে পড়েছে রাজ্য সরকার। ২৫ অগস্ট থেকে গলা জলে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন বেশ কিছু জমিহারা মানুষ। জমির বদলে জমি এবং বাঁধের উচ্চতা কমানোর দাবি করেছিলেন তাঁরা। আজ মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিজেপি বিধায়ক লোকেন্দ্র সিংহ তোমরের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল। মুখ্যমন্ত্রী জানান, জমিহারাদের জমি দেওয়া হবে। তবে যাঁরা ২০০৮ সালে পাওয়া ক্ষতিপূরণ ৯০ দিনের মধ্যে ফেরত দিয়েছিলেন তাঁরাই জমি পাবেন। বাঁধের উচ্চতা ১৮৯ মিটারে সীমাবদ্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এর ফলে ২০ হাজার হেক্টর জমিকে সেচের আওতায় আনা যাবে না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বিদ্যুৎ উৎপাদনেও ১২০ মেগাওয়াট ঘাটতি হবে।

ত্রিপুরায় গোষ্ঠী দ্বন্দ্বের মুখে অভিজিৎ
ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের গোষ্ঠী কোন্দলের মাঝে পড়ে ‘বিব্রত’ হতে হল রাষ্ট্রপতি পুত্র তথা পশ্চিমবঙ্গের নলহাটির বিধায়ক অভিজিৎ মুখোপাধ্যায়কে। তিনি গত ৬ সেপ্টেম্বর আগরতলার কাছে বামুটিয়া অঞ্চলে গাঁধীগ্রামে প্রাক্তন মুখ্যমন্ত্রী কংগ্রেসের শচীন্দ্রলাল সিংহের ১০৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। রাতে সেখান থেকে ফেরার পথে বামুটিয়ার কংগ্রেস ভবনের কাছে অভিজিৎবাবুদের কনভয় আটকে দেয় কিছু কংগ্রেস সমর্থক। তাঁর সঙ্গে ছিলেন শচীন্দ্রলাল সিংহের ছেলে আশিস সিংহ। তাঁদের দু’জনকেই গাঁধীগ্রামের কংগ্রেস ভবনে যাওয়ার জন্য অনুরোধ করা হয় প্রথমে। দলীয় অফিসে পৌঁছনোর পর তাঁদের অশ্রাব্য গালাগালি দেওয়ার পাশাপাশি টানা-হেঁচড়া করে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ। ঘটনাটি নিয়ে সরব হয়েছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং বিধায়ক সুবল ভৌমিক। ঘটনার নিন্দা করে তিনি সোমবার বলেন,‘‘অভিজিৎবাবুকে জড়িয়ে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে, তা নিন্দনীয়। দোষীদের উপযুক্ত শাস্তি হওয়া উচিত।” তিনি বিষয়টি দলের সভানেত্রী সনিয়া গাঁধীকে জানিয়ে তদন্তের দাবি করেছেন। প্রদেশ কংগ্রেস সভাপতি সুদীপ রায়বর্মণ ঘটনাটিকে ‘গুরুত্ব’ না দিয়ে বলেন, “আশিসবাবু সিপিএম ঘনিষ্ঠ। ত্রিপুরার রূপকার প্রাক্তন মুখ্যমন্ত্রী শচীন্দ্রলালকে নিয়ে অনুষ্ঠান, অথচ এলাকার কংগ্রেসকর্মীরা জানেন না! অনুষ্ঠানটি প্রদেশ কংগ্রেসের সম্মতি নিয়েও করা হয়নি। আশিসবাবুর বিরুদ্ধে কংগ্রেসকর্মীরা ক্ষোভ উগ্রে দিয়েছেন। অভিজিৎকে কেউই হেনস্থা করেনি।’’ বিষয়টি নিয়ে মন্তব্য করতে চাননি অভিজিৎবাবু। তাঁর বক্তব্য, “আমাকে হেনস্থা করা হয়নি।”

২৯টি কয়লা ব্লকের ভবিষ্যৎ নিয়ে বৈঠক বুধবার
বিভিন্ন সংস্থাকে নিলাম ছাড়াই বণ্টন করা ২৯টি কয়লা ব্লকের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিতে ১২ সেপ্টেম্বর আলোচনায় বসবে আন্তঃমন্ত্রক গোষ্ঠী। এর আগে গত ৬ থেকে ৮ সেপ্টেম্বর কয়লা ব্লক পাওয়া বিভিন্ন সংস্থাকে ডেকে পাঠিয়ে তাদের কাজের খতিয়ান নিয়েছে এই গোষ্ঠী। যাদের মধ্যে রয়েছে টাটা স্টিল, রিলায়্যান্স পাওয়ার, জেএসডব্লিউ, গ্রাসিম ইন্ডাস্ট্রিজ ইত্যাদি সংস্থা। এই সব সংস্থার হাতে থাকা ব্লকগুলির বর্তমান অবস্থা, ভবিষ্যৎ লগ্নি পরিকল্পনা, হিসাবপত্র প্রভৃতিও খতিয়ে দেখা হয়েছে। ব্লক হাতে পাওয়ার পরেও এত দিন যারা কাজ শুরু করেনি, তাদের কাছে এর কারণও জানতে চাওয়া হয়েছে। সংস্থাগুলির উত্তরের ভিত্তিতেই বুধবার ওই সমস্ত কয়লা ব্লক নিয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসবে এই গোষ্ঠী।

ভারতে এসে ফিরতে নারাজ ১৭১ পাক হিন্দু
কেটে গিয়েছে জীবনের অর্ধেকটাই। কিন্তু নিজেদের সন্তানদের জীবন একই খাতে বইতে দিতে চান না তাঁরা। পাকিস্তানের সিন্ধু প্রদেশ থেকে ১৭১ জন হিন্দু তীর্থ করতে এসেছেন ভারতে। গত কালই থর এক্সপ্রেসে করে জোধপুর পৌঁছেছেন তাঁরা। সীমান্তের ওপারে ফিরে না গিয়ে এখন এ দেশেই কোনও রকমে দিন কাটিয়ে দিতে চান তাঁরা। ১৭১ জনের দলটির মধ্যে রয়েছেন ৩২ জন মহিলা ও শিশু। সংঘর ও হায়দরাবাদ শহরের এই বাসিন্দাদের অধিকাংশই খেটে খাওয়া মানুষ। ওই দলেরই এক যুবক জানিয়েছেন, প্রভুর মর্জি মতো চলে তাঁদের জীবন। সামাজিক স্বাধীনতার কণা মাত্রও ভোগ করেন না তাঁরা। তার উপরে দিন দিন বাড়ছে ধর্মীয় গোঁড়ামি। তাই পরিবারের অনেককে ছেড়ে এ দেশে চলে আসার ঝুঁকি নিয়েছেন তিনি। ভারতে মারা গেলেও পাকিস্তানে ফিরবেন না কখনওই। পাকিস্তান থেকে আসা হিন্দু উদ্বাস্তুদের অধিকার নিয়ে লড়াই করেন সিং সোধা। তিনি জানিয়েছেন, আগে পাকিস্তান থেকে আসা তীর্থযাত্রীদের পর্যটক ভিসা দেওয়া হত। কিন্তু সম্প্রতি এই সংক্রান্ত বিধি নিষেধে আরও কড়াকড়ি করা হয়েছে। পাকিস্তানে এঁরা ফিরে যাবেন কেবল এই শর্তেই এখন তীর্থের জন্য ভিসা অনুমোদন করা হয়। পাক-হিন্দু তীর্থযাত্রীদের ভারত থেকে ফিরে না যাওয়ার আর্জি নতুন নয়। তবে সোধার মতে, ভারত-পাকিস্তান আলাদা হওয়ার পর এই প্রথম এক সঙ্গে এত জন এই আবেদন করলেন।

ডাইনি অপবাদে পাকুড়ে মহিলাকে পুড়িয়ে হত্যা
ডাইনি অপবাদে আদিম জনজাতির চল্লিশোর্ধ্ব এক মহিলাকে পাথর ছুড়ে জখম করে জীবিত অবস্থায় পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে সাঁওতাল পরগণার পাকুড় জেলার আমড়াপাড়া থানার সিংগারসি গ্রামে। নিহত মহিলার নাম শাম্মি পাহাড়িয়া। পাকুড় জেলার পুলিশ সুপার ময়ূর পটেল জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পরই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে গ্রামপ্রধান এবং তাঁর দুই ছেলে-সহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, কাল আমড়াপাড়া থানায় অভিযোগটি দায়ের হলেও ঘটনাটি ঘটেছিল ৭ সেপ্টেম্বর বিকেলে। নিহত মহিলার স্বামী এবং দুই ছেলের সামনেই ডাইনি অপবাদ দিয়ে শাম্মিদেবীকে পাথর মেরে জখম করা হয়। তার পর মহিলাকে জীবিত অবস্থায় পোড়ানো হয়। পুলিশের ধারণা, খুনের প্রমাণ লোপাট করার পরিকল্পনাতেই গুরুতর জখম অবস্থায় মহিলাকে পোড়ানো হয়েছে। আমড়াপাড়া থানার পুলিশ জানিয়েছে, ঘটনার পর ক্রমাগত হুমকি আর আতঙ্কে দুই ছেলেকে নিয়ে গা-ঢাকা দেন শাম্মিদেবীর স্বামী বামনা পাহাড়িয়া। প্রতিবেশী কয়েকটি পরিবারের সহায়তায় তিনি দুই ছেলেকে নিয়ে কাল থানায় আসেন। ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়ে এফআইআর লিপিবদ্ধ করান। পুলিশ সুপার ময়ূর পটেল জানান, ওই এফআইআরে অভিযুক্ত সিংগারসি গ্রামের চারজনকেই গ্রেফতার করা হয়েছে। ধৃতরা হচ্ছে: গ্রামপ্রধান গণশা পাহাড়িয়া এবং তাঁর দুই ছেলে গঙ্গারাম এবং সীতারাম। এ ছাড়াও গ্রেফতার করা হয়েছে এফআইআর-এ অভিযুক্ত শ্রীনাথ পাহাড়িয়া নামে এক ব্যাক্তিকেও। উত্তেজনা থাকায় গ্রামে পুলিশি টহল চলছে।

ধুবুরিতে আগুন, রাহুল আসছেন আজ
কার্ফুর মধ্যেই ধুবুরির একটি বাড়িতে গত কাল দুষ্কৃতীরা আগুন লাগিয়েছে। এই ঘটনার পরেই সেখানে ‘দেখামাত্র গুলি করার’ নির্দেশ জারি করা হয়। কিন্তু আগুন লাগানোর খবর চাউর হতেই কার্ফু অগ্রাহ্য করে গত রাতেই সহস্রাধিক মানুষ পথে নেমে আসে। পরিস্থিতি সামলাতে র্যাফ, আধা সেনা ও সেনাবাহিনীকে রাস্তায় নামানো হয়। তবে গত ২৪ ঘণ্টায় কোনও হতাহতের খবর নেই। চার জেলা মিলিয়ে ২১৪টি শিবিরে ১,৯৪,৪৪৩ জন শরণার্থী রয়েছেন। আজ, বেলা ১২টা থেকে ২টো অবধি কার্ফু শিথিল করা হয়েছিল। আইজি (আইন-শৃঙ্খলা) এল আর বিশনোই জানান, কাল ধুবুরিতে আরও এক কোম্পানি র্যাফ মোতায়েন করা হবে। এ দিকে, কার্ফু, নৈশ কার্ফুর মধ্যেই আগামী কাল সংঘর্ষকবলিত ধুবুরি, কোকরাঝাড়, চিরাং সফরে আসছেন রাহুল গাঁধী। এ নিয়ে পুলিশ, প্রশাসনের ব্যস্ততা তুঙ্গে। রাহুলের সঙ্গে এআইসিসি সাধারণ সম্পাদক দিগ্বিজয় সিংহও আসতে পারেন। তাঁরা কোকরাঝাড়, চিরাং ও ধুবুরির শিবিরগুলি ঘুরে দেখবেন। এর আগে প্রধানমন্ত্রী, সনিয়া গাঁধী, প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম ও বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল শিন্দে বড়োভূমি এবং নামনি অসমের পরিস্থিতি সরেজমিনে দেখে গিয়েছেন।

ভোজপুরের শোন নদীতে নৌকাডুবি, মৃত ৭, নিখোঁজ ২০
নৌকাডুবিতে ৭ জনের মৃত্যু হয়েছে। ভোজপুরের শোন নদীতে এই দুর্ঘটনাটি ঘটেছে আজ সকালে। উদ্ধার করা সাতটি মৃতদেহের মধ্যে তিন জন শিশু এবং চার জন মহিলা। আট জন আরোহীকে জীবন্ত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ আরও ২০ জন। পুলিশ জানিয়েছে, আজ সকালে সহার থানার ধাউড়ি গ্রামের ঘাট থেকে ভোজপুর থেকে আসা যাত্রীরা একটি নৌকায় চেপে মাসরমায় মেলা দেখতে যাচ্ছিলেন। নৌকোয় ৩৫ জনের মতো যাত্রী ছিলেন। কিছুটা যাওয়ার পরে বর্ষায় ফুলেফেঁপে থাকা শোন নদীতে যাত্রী বোঝাই নৌকাটি উল্টে যায়। বিকেল পর্যন্ত সাত জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। ভোজপুরের জেলাশাসক এস প্রতিমা বলেন, “নদীতে তল্লাশি চলছে। জল বেশি থাকায় সমস্যা হচ্ছে।” মৃতদের পরিবারকে দেড় লক্ষ টাকা বিপর্যয় মোকাবিলা দফতর থেকে দেওয়া হয়েছে এবং বাকি ৫০ হাজার টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দেওয়া হয়েছে।

নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষ, গয়ায় নিহত ছয় মাওবাদী
নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ছয় মাওবাদী জঙ্গির মৃত্যু হয়েছে বলে যৌথবাহিনীর দাবি। বিহারের মাওবাদী অধ্যুষিত গয়া ও ঔরঙ্গাবাদ জেলার সীমাবর্তী, পাঁচরুখিয়ার জঙ্গলে এই জঙ্গিদের মৃত্যু হয়েছে বলে সিআরপিএফের ডিআইজি উমেশ কুমার জানান। জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে এক সিআরপিএফ জওয়ানেরও মৃত্যু হয়েছে। জখম ছয় জওয়ান। মৃত জঙ্গিদের দেহ এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। পাশাপাশি, মাওবাদীদের অস্ত্র সরবরাহকারী দুই ব্যক্তিকে আজ সাসারাম থেকে পুলিশ গ্রেফতার করেছে। দীপক ও বিক্রম নামে ওই দুই ব্যক্তি দীর্ঘদিন ধরেই মাওবাদীদের অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করছিল। পুলিশ সুপার মনু মহারাজ বলেন, “ধৃতেরা মাওবাদীদের গোলাবারুদ সরবরাহ করে থাকে।” এ দিকে আজ ভোরে যৌথবাহিনীর তল্লাশি অভিযানে ঝাড়খণ্ডের সিমডেগায় আগ্নেয়াস্ত্র-সহ চার পিএলএফআই জঙ্গি ধরা পড়েছে।

গোলমালে হাত কাটা গেল যুবকের
বকেয়া মজুরি চাওয়ায় এক চোলাইভাটির শ্রমিকের হাত কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাস্থল ঝাড়খণ্ডের গঢ়বা জেলার সুখনদী গ্রাম। ট্রেন দুর্ঘটনায় হাত কাটা পড়েছে বলে প্রচার করতে কাটা হাতটি রেল লাইনে ফেলে রাখা হয় বলে শ্রমিকের পরিবারের পক্ষে পুলিশের কাছে নালিশ করেছে। পুলিশ জানিয়েছে, ওই চোলাইভাটির গোলমালে হাত কাটা হয়েছে আলিয়ার রাজওয়ার নামে এক ব্যক্তির।

বিস্ফোরক-সহ গ্রেফতার যুবক
দুমকা-পাকুড় রুটের একটি বাস থেকে কাল রাতে প্রচুর ডিটোনেটর এবং জিলেটিন স্টিক উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে এক যুবককে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম এ এম আনসারি। সে ক্যুরিয়র কোম্পানিতে চাকরি করে বলে পুলিশকে জানিয়েছে। ঝাড়খণ্ডের গোড্ডা জেলার বাসিন্দা ওই যুবক বিস্ফোরক নিয়ে বাসে পাকুড়ের দিকে যাচ্ছিল। আটক করা হয়েছে ৬০০ ডিটোনেটর এবং ২৪০ টি জিলেটিন স্টিক।

মেঘালয়ে পাম্পে গ্রেনেড হামলা
মেঘালয়ের একটি পেট্রোল পাম্পে বিস্ফোরণ ঘটাল জঙ্গিরা। গত কাল রাতে মেঘালয়ের পশ্চিম গারো হিলের বারেংগাপাড়া এলাকায় একটি পেট্রোল পাম্পে বিস্ফোরণ হয়। পাম্প বন্ধ হওয়ার মুখেই ঘটনাটি ঘটে। জঙ্গিরা পাম্প লক্ষ্য করে একটি গ্রেনেড ছোড়ে। ডালু থানার অদূরেই রয়েছে পাম্পটি। ঘটনার পর এলাকা জুড়ে পুলিশ মোতায়েন করা হয়। আজ সকালে স্প্লিন্টারের নমুনা সংগ্রহ করা হয়েছে। পুলিশের সন্দেহ, ঘটনার পিছনে জিএনএলএর হাত রয়েছে।

বনধে অচল ওড়িশা, বিঘ্নিত ট্রেন চলাচল
কংগ্রেস সমর্থকদের উপর ‘পুলিশি অত্যাচারের’ প্রতিবাদে আজ কংগ্রেসে ডাকা ওড়িশা বনধে রাজ্য জুড়ে জনজীবন কার্যত থমকে গিয়েছে। বিঘ্নিত হয়েছে ট্রেন-সহ অন্যান্য যান চলাচলও। প্রদেশ কংগ্রেস সভাপতি নিরঞ্জন পট্টনায়ক বনধের ‘সাফল্যের’ জন্য ওড়িশাবাসীকে ধন্যবাদ জানিয়ে বলেন, “আমজনতা স্বতঃস্ফূর্ত ভাবে বনধে সাড়া দিয়েছে। তা প্রমাণ করছে বিজেডি সরকারের উপর মানুষের আস্থা নেই।”

অসমে নিহত জঙ্গি
জঙ্গি-জওয়ান সংঘর্ষে অসমে আজ এক জঙ্গির মৃত্যু হয়েছে। গোয়ালপাড়ার কৃষ্ণাই থানা এলাকার খারদাং এলাকায় পরেশপন্থী আলফা জঙ্গিরা ঘাঁটি গেড়েছে খবর পেয়ে পুলিশ ও আধা-সেনার জওয়ানরা এলাকাটি ঘিরে ফেলে। পুলিশ দেখে এক আলফা জঙ্গি গুলি চালিয়ে পালানোর চেষ্টা করে। পাল্টা গুলিতে তার মৃত্যু হয়। নিহত জঙ্গির নাম মহৎ রাভা ওরফে রোহিত রাভা। তবে পরেশপন্থী আলফা বিবৃতি পাঠিয়ে জানিয়েছে, রোহিত লাভার সঙ্গে তাদের সংগঠনের কোনও সম্পর্ক নেই।

জাহাজে আগুন
সোমবার মুম্বই উপকূলের কাছে কলম্বোগামী বাণিজ্য জাহাজে আগুন ধরে যায়। আগুন আয়ত্তে। কর্মীরা সবাই নিরাপদ আছেন। আগুন লাগার কারণ জানা যায়নি।

গাঁজায় আগুন
১০৯ হেক্টর অথাৎ প্রায় ৮০০ বিঘা জমিতে চলছিল গাঁজার চাষ। অরুণাচল প্রদেশের পশ্চিম কামেং জেলায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর অফিসাররা তা জ্বালিয়ে দেন।

গুটখায় নিষেধাজ্ঞা
আগামিকাল থেকে গুটখা উৎপাদন ও বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করতে চলেছে মোদী সরকার। লঙ্ঘন করলেই কমপক্ষে ৬ মাসের জেল ও ৫ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা।

বন্যা সতর্কতা
অবিরাম বর্ষণে ঝিলম নদীর জলস্তর বেড়ে যাওয়ায় বন্যা সতর্কতা জারি করা হয়েছে। নদীর পাড়ে বসবাসকারীদের নিরাপদ জায়গায় সরতে নির্দেশ কর্তৃপক্ষের।

বিদ্যুৎস্পৃষ্ট ন’জন
উচ্চ ভোল্টেজের তার গায়ে এসে পড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হন মুরাদনগরে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে আসা ন’জন। হাসপাতালে ভর্তি তাঁরা। অবস্থা আশঙ্কাজনক।

রক্ষকই ভক্ষক
মুসৌরি যাওয়ার পথে কিছু পুলিশ শ্লীলতাহানি করে ও দুই কনস্টেবল গণধর্ষণ করে বলে অভিযোগ এক মহিলার। ৬ পুলিশ-সহ ৭ জনের বিরুদ্ধে এফআইআর।

আফগান আটক
ইন্দিরা গাঁধী আর্ন্তজাতিক বিমানবন্দরের থেকে আটক করা হল এক আফগানকে। জাল পরিচয়পত্র, নকল টিকিট ও দু’টি মোবাইল পাওয়া গিয়েছে তাঁর কাছে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.