পূর্বস্থলীর স্কুলে জয়ী সিপিএম |
স্কুল ভোটে জয়ী হলেন সিপিএম সমর্থিত প্রার্থীরা। রবিবার পূর্বস্থলীর পারুলিয়া কুলকামিনী উচ্চবিদ্যালয়ে পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচনে ৬টি আসনের সব ক’টিতেই প্রার্থী দিয়েছিল সিপিএম, তৃণমূল ও বিজেপি। সব আসনেই জয়ী হন সিপিএম সমর্থিত প্রার্থীরা। এই স্কুলের প্রধান শিক্ষক প্রদীপ সাহা গত ১০ জানুয়ারি এক তৃণমূল কর্মী খুনের ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার হন। প্রদীপবাবু সিপিএমের পূর্বস্থলী জোনাল কমিটির সদস্য। এখনও তিনি জেলে রয়েছেন। রবিবার রাতে ওই স্কুলে ফল বেরোনোর পরে সিপিএমের জোনাল সম্পাদক সুব্রত ভাওয়ালের দাবি, “প্রদীপকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। উনি গ্রেফতার হওয়ার পরে স্কুলের প্রশাসনিক অবস্থা বিশেষ ভাল নয়। অভিভাবকেরা তা বুঝেছেন। তাঁরা এ সবেরই জবাব দিয়েছেন আমাদের সমর্থিত প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করে।” তাঁর অভিযোগ, “তৃণমূল ভোটারদের উপরে চাপ সৃষ্টি করলেও মানুষ তা উপেক্ষা করেছেন।” ভোটারদের উপরে চাপ সৃষ্টির অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছেন তৃণমূল নেতারা। তাঁদের আরও দাবি, প্রদীপ সাহা গ্রেফতারের ঘটনার সঙ্গে স্কুলভোটে এই ফলে কোনও সম্পর্ক নেই। মন্তেশ্বরে জয়রামপুর কৃষি উন্নয়ন সমবায় সমিতিতেও রবিবার পরিচালন পর্ষদের ভোট হয়। ২৫টি আসনের মধ্যে ১৪টিতে অন্য কেউ প্রার্থী না দেওয়ায় আগেই জিতে গিয়েছিলেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। বাকি ১১টি আসনেও সিপিএমের প্রার্থীদের হারিয়ে জয়ী হন তৃণমূল সমর্থিত প্রার্থীরা।
|
গলসির স্কুলে অসুস্থ পড়ুয়ারা |
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন গলসির সাঁকো চন্দ্রশেখর হাইস্কুলের প্রায় পঞ্চাশ জন পড়ুয়া। সোমবার পঞ্চম থেকে একাদশ শ্রেণির ওই সব পড়ুয়ারা স্কুলে অসুস্থ হয়ে পড়ে। অনেকের মাথা ঘুরতে থাকে, অনেকের বমির উপসর্গ দেখা দেয়। অধিকাংশ পড়ুয়াকেই বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কয়েক জনকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রেও নিয়ে যান এলাকাবাসী। কেন এমন ঘটনা, তা এখনও নিশ্চিত ভাবে কেউ জানাতে পারেনি। তবে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক দিলীপকুমার মণ্ডলের মতে, খালি পেটে আয়রন ট্যাবলেট খেলে এ ধরনের উপসর্গ দেখা দিতে পারে। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার তাপসকুমার ঘোষ বলেন, “হয়তো দু’চার জন সত্যিই অসুস্থ হয়েছে। বাকিরা তাদের দেখে অসুস্থ হয়ে পড়েছে। উদ্বেগের কিছু নেই।”
|
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
এক তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেফতার হলেন তাঁর মামা। পুলিশ জানায়, সোমবার সকালে শাঁখারিপুকুর পিরতলায় বছর ছাব্বিশের তরুণীকে ধর্ষণের চেষ্টা করে ব্রজনাথ মল্লিক ওরফে বুলু। তার বাড়ি ভাতছালা পিওনপাড়ায়। বাধা দেওয়ার চেষ্টা করলে সে তরুণীকে ছুরি দিয়ে কোপায়। তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার জেরে বুলুকে মারধরর করে স্থানীয় বাসিন্দারা। সন্ধ্যায় বুলুকে গ্রেফতার করে পুলিশ। |