টুকরো খবর
বাসে ছাত্রীকে ‘ধাক্কা’, অবরোধ
—নিজস্ব চিত্র।
বাসে উঠতে গেলে ধাক্কা দিয়ে এক ছাত্রীকে ফেলে দিয়েছে খালাসি, এই অভিযোগে রবিবার দুপুরে দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয়ের সামনের রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন কলেজের পড়ুয়ারা। পুলিশ এলে আধ ঘণ্টা পরে অবরোধ ওঠে। এর জেরে বেশ কয়েকটি বাস ও অন্যান্য যানবাহন আটকে পড়ে। পুলিশ ও কলেজ সূত্রে জানা গিয়েছে, কলেজ শেষ করে এ দিন দুপুর ১২ টা নাগাদ অনামিকা পাল নামে বি কমের এক ছাত্রী এইট বি রুটের একটি বাসে উঠতে যান। সগড়ভাঙ্গা বিডিও মোড়ের বাসিন্দা ওই ছাত্রীর অভিযোগ, বাসে উঠতে গেলে তাঁকে বাধা দেওয়া হয়। তাঁর দাবি, “আমরা বাসভাড়ায় ছাড় পাই বলেই অনেক বাসের খালাসিরা আমাদের বাসে উঠতে বাধা দেয়। এ দিনও তেমনই আমাকে বাসে উঠতে বাধা দেওয়া হয়। আমি প্রতিবাদ করি। এর পরে আমাকে ঠেলে ফেলে দেয়।” এরপরই বাস আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁর সহপাঠীরা। যোগ দেন অন্যান্য পড়ুয়ারাও। বিএ প্রথম বর্ষের ছাত্রী রিয়া চট্টোপাধ্যায় বলেন, “প্রায়ই বাস-কর্মচারীরা আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করে থাকেন। এ ছাড়াও অতিরিক্ত যাত্রী তোলার জন্য যেভাবে বাসগুলি রেষারেষি করে তাও অত্যন্ত বিপজ্জনক।” বাস কর্মচারীরা অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন।

কলেজে শিক্ষক-বিক্ষোভ
শিক্ষিকাদের সঙ্গে কলেজের এক কর্তাব্যক্তির অশালীন আচরণ ও তার জেরে এক শিক্ষককে কারণ দেখানোর নোটিশ দেওয়ার প্রতিবাদে সোমবার আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষকে ঘিরে বিক্ষোভ দেখাল আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ টিচার্স অ্যান্ড স্টাফ ফোরাম। সংগঠনের প্রায় চল্লিশ জন সদস্য বেশ কয়েক ঘণ্টা ধরে বিক্ষোভ দেখান। সংগঠনের সভাপতি অতনু বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, প্রায় এক মাস ধরে তাঁরা কলেজের সমস্ত শিক্ষক ও শিক্ষাকর্মীকে ষষ্ঠ বেতন কমিশনের পরামর্শ মতো বর্ধিত বেতন দেওয়ার দাবিতে রিলে অনশন করছেন। অতনুবাবু বলেন, “ঠিক এই সময়ে আমাদের সমর্থক শিক্ষিকাদের সঙ্গে অশালীন আচরণ করে ও এক জন শিক্ষককে কারণ দেখানোর নোটিশ দিয়ে কলেজ কর্তৃপক্ষ আমাদের আন্দোলন ভেঙে দিতে চাইছে।” অতনুবাবুর দাবি, তাঁরা অনশন চালিয়ে গেলেও কলেজের পঠনপাঠন বিঘ্নিত হচ্ছে না। বিক্ষোভ চলাকালীন অনশন মঞ্চ থেকে উঠে গিয়ে ছাত্রছাত্রীদের পড়িয়ে আসছেন শিক্ষক শিক্ষিকারা। যদিও কলেজের অধ্যক্ষ পিকে প্রসাদের পাল্টা অভিযোগ, ক্লাসে যাওয়ার সময়ে এক জন শিক্ষিকাকে আন্দোলনকারীরা বাধা দেয়। তাঁর কথায়, “এর ফলে কলেজে পঠনপাঠনের পরিবেশ বিঘ্নিত হচ্ছে।” অতনুবাবু জানান, বেতন বৃদ্ধির পাশাপাশি কলেজের সামগ্রিক শিক্ষার পরিবেশ উন্নত করারও দাবি জানিয়েছেন তাঁরা। যদিও অধ্যক্ষের দাবি, “আন্দোলনকারীরা দাবি নিয়ে নির্দিষ্ট কোনও সিদ্ধান্তে আসতে পারেননি।”

শিল্প কর্মশালা
অল ইন্ডিয়া কাউন্সিল অব টেকনিক্যাল এডুকেশনের যৌথ সহযোগিতায় আসানসোলের একটি বেসরকারি ফার্মাসি কলেজে তিন দিনের শিল্পোদ্যোগী কর্মশালার আয়োজন হল শনিবার। উদ্বোধন করেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। শিল্পোদ্যোগীদের কাছে আসানসোলে একটি ফার্মাসি হাব গড়ার আহ্বান জানান তিনি। তিন দিনের এই কর্মশালায় প্রায় ২০০ জন যোগ দেন। কলেজের নির্দেশক দেবেশ মজুমদার জানান, শিক্ষিত বেকারদের প্রেরণা দিতেই এই আয়োজন। সোমবার শেষ দিনে ছিলেন মাইক্রো অ্যান্ড স্মল, মিডিয়াম এন্টারপ্রেনার ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রির সহ-নির্দেশক তাপস সাহা এবং অনুসারি শিল্প বিভাগের মিডিয়াম ও স্মল স্কেল এন্টারপ্রেনার এর উপনির্দেশক মৌ সেন।

দু’টি স্কুলে জয়ী তৃণমূল
পুরাতন এগাড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালন সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতলেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। প্রধান শিক্ষক অশোক কুমার গড়াই জানান, শনিবার মনোনয়ন দাখিলের শেষ দিন মোট ৬টি আসনে তৃণমূল সমর্থকেরা ছাড়া অন্য কেউ মনোনয়ন দাখিলই করেননি।কাঁকসার গোপালপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের স্কুল পরিচালন সমিতির নির্বাচনেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। পরিচালন সমিতির ছ’টি আসনের সব ক’টিতেই জয়ী হয়েছেন তাঁরা। স্থানীয় তৃণমূল নেতা কাঞ্চন নায়ক জানান, সোমবার ছিল মনোনয়নপত্র জমা ও প্রত্যাহারের শেষ দিন। সিপিএমের তরফে কোনও মনোনয়ন জমা পড়েনি।

পানাগড় স্টেশনে উদ্ধার নাবালিকা
এক নাবালিকাকে সোমবার পানাগড় থেকে উদ্ধার করল রেলপুলিশ। রেলপুলিশ জানায়, ওই নাবালিকার বাড়ি গলসির তালিতে। তাকে তার এক দূর সম্পর্কের আত্মীয় আনাড়া বিবি বাড়ি থেকে নিয়ে এসেছিল। পানাগড় স্টেশনে বছর তেরোর ওই নাবালিকার গতিবিধি দেখে সন্দেহ হওয়ায় রেলপুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে। সে পুলিশকে দূর সম্পর্কের ওই আত্মীয়ার কথা জানায়। কিন্তু তার সন্ধান পাওয়া যায়নি বলে জানায় পুলিশ। রেলপুলিশের সন্দেহ, টের পেয়ে পালিয়েছে সে। ওই কিশোরীকে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।

দুর্ঘটনায় জখম ৩
পথ দুর্ঘটনায় জখম হলেন তিন সাইকেল আরোহী। তাঁদের আসানসোল মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে দু’জনের বাড়ি বীরভূমের খয়রাশোল আর এক জনের বাড়ি জামুড়িয়ার শ্রীপুরে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, তিন জনই স্থানীয় একটি বেসরকারি কারখানায় কাজ করেন। রবিবার রাতে সাইকেলে চড়ে শ্রীপুর ফিরছিলেন। আকলপুর রেল সেতুর কাছে একটি গাড়ি তাঁদের ধাক্কা মেরে পালায়।

কোথায় কী
দুর্গাপুর

সুপার ডিভিশন ফুটবল। অআকখ মাঠ। বিকাল সাড়ে তিনটে। উদ্যোগ: মহকুমা ক্রীড়া সংস্থা।

জামুড়িয়া

ফুটবল প্রতিযোগিতা। রাজারাম ডাঙ্গা মাঠ। বিকাল ৪টা।

চিত্তরঞ্জন

ফুটবল প্রতিযোগিতা। ফতেপুর মাঠ ও এইচসিএল মাঠ। বিকাল ৪টা।

বারাবনি

ফুটবল প্রতিযোগিতা। জামগ্রাম মাঠ। বিকাল ৪টা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.