খেলার টুকরো খবর


জেলা ক্রীড়া সংস্থার নতুন ওয়েবসাইট
বাইরের জেলা থেকে এসে কোন কোন খেলোয়াড় বর্ধমানে খেলছে, তাদের চিহ্নিত করতে একটি নতুন ওয়েবসাইট চালু করল জেলা ক্রীড়া সংস্থা। জেলাশাসক ওঙ্কার সিংহ মিনা সোমবার সেটির উদ্বোধন করেন। জেলা ক্রীড়া সংস্থা সূত্রে জানানো হয়েছে, ওয়েবসাইটটি হল www.burdwandsa.com। সেটি চালু করতে অর্থসাহায্য করেছে সিএবি। জেলা ক্রীড়া সংস্থার দাবি, অন্য জেলার খেলোয়াড় বর্ধমানে এসে খেলাধুলো করলে তাতে কোনও অসুবিধা নেই। কিন্তু বেশ কিছু খেলোয়াড় একই সঙ্গে নানা জেলায় নানা রকম খেলায় যোগ দিয়ে থাকে, যা ঠিক নয়। এর ফলে স্থানীয় খেলোয়াড়েরা সুযোগ পান না। সে কারণেই এমন ওয়েবসাইটের উদ্যোগ বলে সংস্থার তরফে জানানো হয়।

চ্যাম্পিয়ন কাজোড়া
বক্তারনগর এফএ আয়োজিত ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল কাজোড়া পল্লিমঙ্গল। বক্তারনগর মাঠে তারা দক্ষিণখণ্ড এফসিকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারায়। নির্ধারিত সময়ে খেলার ফল ছিল গোলশূন্য। পুরস্কার বিতরণ করেন রাজ্যের আইন ও বিচার মন্ত্রী মলয় ঘটক এবং রানিগঞ্জের তৃণমূল কাউন্সিলর হেনা খাতুন। আয়োজক সংস্থার পক্ষে নির্মল পাল জানান, তাঁদের প্রতিযোগিতা ৩৭ বছর অতিক্রান্ত হল। ১৬টি দল যোগ দিয়েছিল।

নকআউট ফুটবল
জামগ্রাম, পানুড়িয়া, ইটাপাড়া পঞ্চায়েত আয়োজিত লিগ কাম নকআউট ফুটবল প্রতিযোগিতায় রবিবার দ্বিতীয় সেমিফাইনালে বিজয়ী হল সত্তা আদিবাসী ক্লাব। তারা মেঝানডিহি আদিবাসী ক্লাবকে ৩-০ গোলে হারায়। শনিবার প্রথম সেমিফাইনালে পানুড়িয়া বিবেকানন্দ ক্লাব মোহনপুর এফসিকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে ওঠে। সংস্থার সম্পাদক নিমাই রাউত জানান, ১৬ সেপ্টেম্বর ফাইনাল খেলা হবে।

হার রবীন্দ্রসঙ্ঘের
চিত্তরঞ্জন জোনাল স্পোটর্স আয়োজিত চিত্তরঞ্জন ফুটবল লিগের সোমবারের ওভাল মাঠের খেলায় জিতল ক্রিসেন্ট ক্লাব। রবীন্দ্র সঙ্ঘকে তারা ৩-২ গোলে হারায়। খেলার সেরা বিজয়ী দলের সুভাষ মণ্ডল। এই প্রতিযোগিতার এইচসিএল মাঠের খেলায় বিজয়ী হল দেশবন্ধু ক্লাব। তারা খুদিকা এসসিকে ৪-১ গোলে হারায়। এই খেলায় সেরা বিজয়ী দলের পঙ্কজ মল্লিক।

ডিভিশন ফুটবল
আসানসোল মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত সুপার ডিভিশন ফুটবল প্রতিযোগিতার সোমবারের খেলায় বিজয়ী হল পূর্ব রেল আসানসোল স্পোর্টস। রেল মাঠের খেলায় তারা এনইউসিএসিকে ৩ গোলে হারায়। এই প্রতিযোগিতার আসানসোল স্টেডিয়ামের খেলায় বিজয়ী হয় বার্নপুর ইউসি। তারা আড়াডাঙা এমবিজিকে ২-০ গোলে হারায়।

জয়ী বর্ধমান
আন্তঃমহকুমা অনূর্ধ্ব ১৬ ফুটবলে বর্ধমান ২-০ গোলে হারিয়ে দিল দুর্গাপুরকে। দু’টি গোলই করেন বিশ্বজিৎ বিশ্বাস। সেমিফাইনালে দুর্গাপুর ২ গোলে আসানসোলকে ও বর্ধমান ৫-০ গোলের ব্যবধানে কাটোয়াকে হারিয়েছিল।

হার সুতোডাঙার
বুধু কোড়া ও লক্ষ্মণ কোড়া স্মৃতি এক দিনের ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল মহিষাবুরী ক্লাব। মহিষাবুরী মাঠের খেলায় তারা সুতোডাঙাকে ৩-২ গোলে হারায়।

হারল মদনপুর
মদনপুর ফুটবল অ্যাসোসিয়েশন এবং জেএসএস আয়োজিত ফুটবল প্রতিযোগিতায় সোমবারের খেলায় বিজয়ী হল কাজোড়া পল্লীমঙ্গল ক্লাব। মদনপুর মাঠে তারা মদনপুর ফুটবল ক্লাবকে ২-১ গোলে হারায়।

স্মৃতি ফুটবল
চাঁদ ভৈরবী ক্লাব আয়োজিত নুনকুড়ি বাসকী স্মৃতি ফুটবল প্রতিযোগিতার সোমবারের খেলায় বিজয়ী হল পলাশডাঙা। রাজারামডাঙা মাঠের খেলায় তারা মণিডাঙাকে টাইব্রেকারে ৯-৮ গোলে হারায়। নির্ধারিত সময়ে খেলা ছিল গোলশূন্য।

জিতল নতুনডাঙা
শ্যামাপ্রসাদ রায়চৌধুরী ও মনতোষ পাল স্মৃতি ফুটবল প্রতিযোগিতার সেমিফাইনালে বিজয়ী হল নতুনডাঙা। তারা সরপী মাঠে লবঘনপুরকে টাইব্রেকারে ৩-২ গোলে হারায়।

এক দিনের ফুটবল
ভারতী ক্লাব আয়োজিত এক দিনের ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল বালানপুর চণ্ডী ক্লাব। শেখপুর মাঠের খেলায় তারা মহিষাবুরী ক্লাবকে ৫-৩ গোলে হারায়।

জয়ী সাতাশা
গোপালপুর ইউসি আয়োজিত ফুটবল প্রতিযোগিতার সোমবারের খেলায় বিজয়ী হল সাতাশা। গোপালপুর ইউসি মাঠের খেলায় তারা আয়োজক সংস্থাকে ৩-০ গোলে হারায়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.