টুকরো খবর
ইভটিজিং, প্রতিবাদ করায় প্রহৃত বাবা
মেয়েকে উত্যক্ত করছে দেখে এগিয়ে এসেছিলেন বাবা। প্রতিবাদ করায় নবম শ্রেণির ওই ছাত্রীকে ছেড়ে এ বার তার বাবা মাঝ বয়সী নীলমণি দেবের উপরেই চড়াও হয় দুষ্কৃতীরা। পড়তে থাকে অবিরাম চড়, কিল, ঘুঁষি। গুরুতর জখম নীলমণিবাবুকে হাসপাতালে ভর্তি করানো হয়। রাতে অবশ্য তাঁকে ছেড়ে দেওয়া হয় বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। শুক্রবার সন্ধের ওই ঘটনা রায়গঞ্জের সুভাষগঞ্জ এলাকায়। তবে রাতেই এলাকায় তল্লাশি চালিয়ে পুলিশ এক কিশোরকে গ্রেফতার করেছে। প্রকাশ দাস নামে ওই কিশোর দশম শ্রেণির ছাত্র। আদালতে তার জামিন না-মঞ্জুর হয়েছে। তবে প্রাপ্ত বয়স্ক না হওয়ায় ওই কিশোরকে জুভেনাইল বোর্ডের হেফাজতে পাঠানো হয়েছে। ওই ঘটনায় আরও কয়েক জনের খোঁজ করছে পুলিশ। ওই দিন রাতে টিউশন নিয়ে নীলমণিবাবুর সঙ্গেই ফিরছিল ওই ছাত্রী। বাড়ির সামনে পৌঁছে এক পড়শির সঙ্গে কথা বলছিলেন তিনি। পাশে দাঁড়িয়েছিল মেয়ে। তাঁদের সামনেই ওই ছাত্রীকে ‘বিরক্ত’ করা শুরু করে ওই যুবকেরা। নীলমণিবাবু প্রতিবাদ করায় ফল হয় উল্টো। বাড়ির সামনেই তাঁর উপরে চড়াও হয় যুবকেরা।

দোকানে ট্রাক, মৃত্যু
পণ্যবোঝাই ট্রাক রাস্তার পাশের চা দোকানে ঢুকে পড়ায় একজনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন ৭ জন। শুক্রবার রাতে ইংরেজবাজার থানার মধুঘাটের ঘটনা। মৃতের নাম সাবিউল শেখ (৪০)। বাড়ি সুজাপুরের বাখরপুরে। আহতদের মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ জানায়, ট্রাকটি কলকাতা থেকে শিলিগুড়ি যাচ্ছিল। মধুঘাটের কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে চা দোকানে ঢুকে পড়ে। ওই সময় দোকানে ভিড় ছিল। ঘটনাস্থলে মৃত্যু হয় সাবিউলের। জেলা পুলিশ সুপার জয়ন্ত পাল জানান, ট্রাকটি আটক করা হয়েছে। ট্রাকের চালক ও খালাসি পলাতক।

তৃতীয় দিনে অনশন
চুক্তি নবিকরণের দাবিতে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের (এনবিএসটিসি) চুক্তি ভিত্তিক কন্ডাক্টরদের রিলে অনশন তৃতীয় দিনে পড়ল। বৃহস্পতিবার থেকে নিগমের কোচবিহার ডিভিসনের ম্যানেজারের দফতরের সামনে রিলে অনশন শুরু করেন নবীকরণ না হওয়া চুক্তি ভিত্তিতে নিযুক্ত কন্ডাক্টাররা। শনিবার শিলিগুড়িতেও ২০ জন কন্ডাক্টর রিলে অনশন শুরু করেন। সংস্থার ম্যানেজিং ডিরেক্টর সি মুরুগণ বলেন, “কর্মদক্ষতা দেখে ২৯ জনকে বহাল না করার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু কাউকে এখনও কাজ থেকে বসানো হয়নি। তার পরেও আন্দোলন কাম্য নয়।”

ব্যাহত পরিষেবা
লোডশেডিং-এর সময় জেনারেটর বিকল হয়ে প্রায় ৬ ঘন্টা ব্যাহত হয়েছে রায়গঞ্জ জেলা হাসপাতালের চিকিৎসা পরিষেবা। শনিবার সকালে শহরের বিদ্যুৎ লাইন মেরামতের কাজ চলছিল। লোডশেডিং হওয়ায় জেনারেটর চালানোর চেষ্টা করা হয়। সেটি বিকল থাকায় ব্লাডব্যাঙ্ক, স্টোররুমের ফ্রিজ বন্ধ হয়ে রক্ত, শিশুদের ওষুধ সংরক্ষণের কাজে সমস্যা দেখা দেয়। দুপুর ১টায় বিদ্যুৎ আসে। হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার সোমনাথ চট্টোপাধ্যায় বলেন, “জেনারেটরটি বিকল হয়ে যাওয়াতেই সমস্যা দেখা দেয়। সেই সময় অবশ্য কোনও অস্ত্রোপচার হয়নি।”

বেড়া নিয়ে বিবাদ
বেড়া দিয়ে রাস্তা আটকে দেওয়ার পুরনো অভিযোগ নিয়ে কংগ্রেস ও সিপিএম সমর্থকদের সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল মালদহের চাঁচলের টেংরিয়াপাড়া। পুলিশ জানায়, এই ঘটনায় ১২টি বাড়ি ভাঙচুর হয়েছে। জখম হয়েছেন দুই মহিলা সহ ৯ জন। এদের মধ্যে ২ জন চাঁচল হাসপাতালে ভর্তি। মালদহের পুলিশ সুপার জয়ন্ত পাল বলেন, “দুই প্রতিবেশীর বেড়া দেওয়া নিয়ে পুরনো বিবাদের জেরে মারামারি, বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে।”

ফের কংগ্রেসে
তৃণমূলে যোগ দেওয়া কালচিনি পঞ্চায়েত সমিতির দুই সদস্য ফের কংগ্রেসে ফিরলেন। শনিবার ডুয়ার্সের হ্যামিল্টনগঞ্জে এক অনুষ্ঠানে ওই দুই পঞ্চায়েত সমিতির সদস্যের হাতে কংগ্রেস নেতৃত্ব দলীয় পতাকা তুলে দেন। কালচিনি ব্লক কংগ্রেস সভাপতি মোহন শর্মা বলেন, “ওঁরা ভুল করে তৃণমূলে গিয়েছিলেন। এ দিন দলে ফিরেছেন।” তৃণমূল নেতৃত্ব জানান, দলের কোনও সদস্য কংগ্রেসে ফিরেছেন, তা তাঁদের জানা নেই।

সড়ক অবরোধ
সংস্কারের দাবিতে ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা। শনিবার কোচবিহারের বক্সিরহাট থানার ঝিঙ্গাপুনি এলাকায় সকাল ১০টা থেকে অবরোধ চলে। এক ঘন্টার অবরোধে এ দিন অসম-কোচবিহার রুটে যান চলাচল বিঘ্নিত হয়। নাকাল হন নিত্যযাত্রীরা। পরে পুলিশ গিয়ে অবরোধ তুলে দেয়।

জাল নোট-সহ ধৃত
সাড়ে ৩ হাজার টাকার জালনোট-সহ এক বাংলাদেশি দম্পত্তিকে গ্রেফতার করল পুলিশ। শনিবার দুপুরে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম সংলগ্ন একটি বেসরকারি লজ থেকে দু’জনকে ধরা হয়। ধৃত মকবুল হোসেন ও হাজেরা খাতুনের বাড়ি বাংলাদেশের ময়মনসিংহের হালুয়াঘাট থানার গোবরাকুড়া এলাকায়। দম্পতির কাছ থেকে ১০ হাজার টাকার বাংলাদেশি নোটও মিলেছে। পুলিশ জানায়, গত বৃহস্পতিবার ওই দম্পত্তি কোচবিহারের চ্যাংরাবান্ধা সীমান্ত দিয়ে ভারতে ঢোকে।

আন্দোলনে কংগ্রেস
এনবিএসটিসি-র কর্মীদের নিয়মিত বেতন, ইসলামপুর মহকুমার বিভিন্ন রুটে বাস চালানো-সহ ৬ দফা দাবিতে আন্দোলনে নামল যুব কংগ্রেস। শনিবার যুব কংগ্রেসের ইসলামপুর বিধানসভা কমিটির পক্ষ থেকে স্মারকলিপিও দেওয়া হয়েছে।

পাইপগান-সহ ধৃত
পাইপগান-সহ এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার কোচবিহারের বক্সিরহাট থানার কাশিয়াবাড়ি এলাকা থেকে ওই ব্যক্তিকে ধরা হয়। পুলিশ জানায়, ধৃতের নাম গঙ্গা রবি দাস। বাড়ি বালাকুঠি গ্রামে।

ছাই গুদাম
পুড়ে ছাই হয়ে গিয়েছে পাটের গুদাম। শুক্রবার রাতে ফালাকাটার ভৈরবহাটের ঘটনা। ধূপগুড়ি দমকল কেন্দ্র থেকে একটি ইঞ্জিন পৌঁছানোর আগেই স্থানীয় বাসিন্দারা আগুন নিভিয়ে ফেলেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.