কলেজে কটূক্তি শিক্ষিকাদের |
নিজস্ব সংবাদদাতা • হাসনাবাদ |
কলেজের সামনে কয়েক জন শিক্ষিকার প্রতি কটূক্তি এবং অশালীন আচরণের অভিযোগ উঠল কয়েক জন ‘বহিরাগতের’ বিরুদ্ধে। শুক্রবার টাকি কলেজের ঘটনা। চার জনের নামে পুলিশের কাছে অভিযোগ করেন কলেজ কর্তৃপক্ষ। শুক্রবার ছিল কাউন্সেলিং এবং ভর্তির শেষ দিন। এক প্রতিবন্ধী ছাত্রীর কাউন্সেলিং নিয়ে আপত্তি তোলে কয়েক জন ‘বহিরাগত’। কলেজ গেটে বিক্ষোভ চলার সময় কয়েক জন শিক্ষিকা বেরিয়ে এলে তাঁদের প্রতি কটূক্তি এবং অশালীন আচরণ করা হয় বলে অভিযোগ। শিক্ষিকারা লিখিত ভাবে অধ্যক্ষকে জানান। ভর্তি প্রক্রিয়া শেষ হতে রাত হয়ে যায়। পুলিশ প্রহরায় শিক্ষিকাদের বাড়ি পৌঁছে দেওয়া হয়। জেলাশাসক, পুলিশ সুপার এবং এসডিপিও-কেও ঘটনার কথা জানান কলেজ কর্তৃপক্ষ। অধ্যক্ষ নারায়ণচন্দ্র সাহা বলেন, “এক ছাত্রীর ভর্তি নিয়ে পদ্ধতিগত কিছু সমস্যা হয়। কিন্তু তা নিয়ে যা হল, তা লজ্জার। শিক্ষিকাদের যারা কটূক্তি করেছে, তাদের নাম আমরা প্রশাসনকে জানিয়েছি।”
|
হাওড়ার নরসিংহ দত্ত কলেজে তৃণমূল ছাত্র সংগঠনের দু’টি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে মাথা ফাটল এক ছাত্রের। পুলিশ পিকেট বসেছে কলেজে। |