নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
ডুয়ার্সের বক্সা ব্যাঘ্র প্রকল্প লাগোয়া এলাকা থেকে চিতাবাঘের দেহ উদ্ধার হয়েছে। বক্সা ব্যাঘ্র প্রকল্প সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে চিনচুলা চা বাগান এলাকায় চিতাবাঘের দেহটি মেলে। শনিবার দেহটি পড়ে থাকতে দেখে এলাকার লোক বনকর্মীদের খবর দেন। বনকর্তাদের সন্দেহ, চিতাটি বয়সজনিত কারণে মারা গিয়েছে। অন্য দিকে, রাজাভাতখাওয়া চা বাগান এলাকা থেকে উদ্ধার করা সম্বর হরিণটি এ দিন মারা যায়। রাজাভাতখাওয়ার রেঞ্জার জগন্নাথ গঙ্গোপাধ্যায় বলেন, “হরিণটির পিছনের পায়ে ক্ষত ছিল। মনে হচ্ছে সেই সংক্রমণে হরিণটি মারা যায়।”
|
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
শহরে মিলল মৃত চিতাবাঘের দেহ। গত কাল রাতে গুয়াহাটির ফাটাশিল এলাকায় ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, সন্ধ্যা থেকে এলাকার মানুষ দুর্গন্ধ পাচ্ছিলেন। পরে পুলিশ এসে টিলার একটি পাথরের খাঁজে পূর্ণবয়স্ক চিতাবাঘটির দেহ দেখতে পায়। খবর পেয়ে বন বিভাগের কর্মীরা এসে দেহটি ময়না তদন্তের জন্য নিয়ে যায়। চিতাবাঘটির মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। |