টুকরো খবর |
টাইটলারের বিরুদ্ধে মামলা ওড়িশা পুলিশের
নিজস্ব সংবাদদাতা • ভুবনেশ্বর |
প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জগদীশ টাইটলারের বিরুদ্ধে মামলা রুজু করল ওড়িশা পুলিশ। বৃহস্পতিবার ভুবনেশ্বরে কংগ্রেসের ডাকা ‘বিক্ষোভ সমাবেশ’-কে ঘিরে মারমুখী হয়ে ওঠে কংগ্রেস সমর্থকরা। মারমুখী হয় পুলিশও। দু’পক্ষের খণ্ডযুদ্ধে জনা তিরিশেক কংগ্রেস কর্মী আহত হন। এক ডিসিপি-সহ আট পুলিশ কর্মী জখম হয়। এদের মধ্যে এক মহিলা কনস্টেবলকে বেধড়ক মারধর করে কংগ্রেস কর্মীরা। সেই ঘটনার জেরেই রাজ্য পুলিশ বিক্ষোভ সমাবেশের নেতৃত্বে থাকা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা ওড়িশার ভারপ্রাপ্ত এআইসিসি-র সাধারণ সম্পাদক জগদীশ টাইটলার ও প্রদেশ কংগ্রেস সভাপতি নিরঞ্জন পট্টনায়কের বিরুদ্ধে ফৌজদারি মামলা রুজু করেছে। ডিসিপি নীতীনজিৎ সিংহ জানিয়েছেন, এখনও পর্যন্ত ওই দিনের ঘটনায় ৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে। ওই এলাকায় বসানো ক্লোজড্ সার্কিট টিভির ছবি দেখে আরও যারা এই গোলমালে জড়িত ছিল তাদের চিহ্নিত করার চেষ্টা চলছে। দুই কংগ্রেস নেতার নামে মামলা করার মূল কারণ সম্পর্কে পুলিশের বক্তব্য, ওঁরাই তাঁদের সমর্থকদের ক্ষেপিয়ে গোলমাল বাধিয়েছে। সমাবেশের নেতৃত্বে ওঁরাই ছিলেন। উল্লেখ্য, যে সব অপরাধে তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে তার মধ্যে রয়েছে ষড়যন্ত্র, দাঙ্গা বাধানো, সরকারি সম্পত্তি নষ্ট করা ইত্যাদি। উল্লেখ্য, সরকারের তরফে এই মামলা করার পরেই ওড়িশা প্রদেশ কংগ্রেস নেতৃত্বও ভুবনেশ্বরের ক্যাপিটল থানায় মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক ও রাজ্য পুলিশের বিরুদ্ধে দু’টি পাল্টা-অভিযোগ দায়ের করেছে। |
অক্টোবরে বিহারে আসছেন রাষ্ট্রপতি
নিজস্ব সংবাদদাতা • পটনা |
এক দিনের জন্য বিহারে আসছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। সরকারি সূত্রে জানানো হয়েছে, আগামী ৩ অক্টোবর তাঁর রাজ্যে আসার কথা। পরের দিন সকালে তিনি দিল্লি ফিরে যাবেন। রাষ্ট্রপতি হওয়ার পরে প্রণববাবুকে বিহারে আসার জন্য আমন্ত্রণ জানান মুখ্যমন্ত্রী। সরকারি সূত্রে জানা গিয়েছে, বিহার সরকারের তৈরি কৃষি ‘রোড ম্যাপ’ প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। পাঁচ বছরের জন্য ৯০ হাজার কোটি টাকার কৃষি রোড ম্যাপ প্রকল্প তৈরি করেছে বিহার সরকার। এরপর দ্বারভাঙায় ললিত নারায়ণ মিশ্র বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে তাঁর যোগ দেওয়ার কথা। সেখান থেকে ফিরে রাজভবনে রাত কাটিয়ে পরের দিন রাষ্ট্রপতি দিল্লি ফিরে যাবেন।
|
বাল ঠাকরের পাক বিরোধিতা
সংবাদসংস্থা • মুম্বই |
দেশে পাকিস্তানের ক্রিকেটারদের খেলতে আসা নিয়ে আপত্তি জানালেন শিবসেনা প্রধান বাল ঠাকরে। সম্প্রতি দলীয় মুখপত্রে দেওয়া সাক্ষাৎকারে ঠাকরে জানান, তাঁর এই বক্তব্য শোধরানোর প্রশ্নই নেই। উল্টে তাঁর দাবি, যদি তাঁকে ভারতীয় সেনাবাহিনীর দায়িত্ব দেওয়া হত এক মাসের মধ্যে দেশের সব সমস্যা মিটে যেত। অসমে গোষ্ঠী সংঘর্ষের বিরুদ্ধে ১১ অগস্ট মুম্বইয়ের আজাদ ময়দানে প্রতিবাদ জমায়েতে যে হিংসা হয়েছিল তা পূর্ব পরিকল্পিত বলে তাঁর মত। বাবরি মসজিদ ভাঙচুরের পরে মুম্বই দাঙ্গায়ও পাক মদতপুষ্ট জঙ্গিদের হাত ছিল বলে তাঁর বিশ্বাস। |
ছাই ৪০টি বাড়ি
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
আগুন লেগে পুড়ে গেল ৪০টি বাড়ি। ঘটনাটি ঘটেছে, গুয়াহাটির ফাটাশিল আমবাড়ি এলাকায়। পুলিশ জানায়, আজ বেলা দেড়টা নাগাদ আমবাড়ির হরিজন কলোনিতে আগুন লাগে। এখানকার অধিকাংশ বাসিন্দাই পুরসভার ঠিকাকর্মী। বেশিরভাগ বাড়ি দরমা, বাঁশ, কাঠের তৈরি। তাই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। দমকলের পাঁচটি গাড়ি আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে অবশ্য ৪০টি বাড়ি ছাই হয়ে গিয়েছে। আগুন লাগার প্রকৃত কারণ এখনও জানা যায়নি।
|
ইম্ফলে বিস্ফোরণ, জখম জওয়ান
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
ফের বিস্ফোরণ ইম্ফলে। এ বারও জখম হলেন এক জওয়ান। বৃহস্পতিবার ইম্ফলের কেইসমপট এলাকায় বিস্ফোরণ ঘটিয়েছিল জঙ্গিরা। জখম হয়েছিলেন আসাম রাইফেল্স-এর দুই জওয়ান। এরপর নিরাপত্তা আরও বাড়ানো হয়। কিন্তু তাতেও জঙ্গিদের থামানো গেল না। আজ ইম্ফল-বিমানবন্দর রোডে, সেনা বাহিনীর গাড়ি লক্ষ্য করে বিস্ফোরণ ঘটানো হয়। এক সেনা-জওয়ান জখম হন। আগের বিস্ফোরণটির পরে, ইউএনএলএফ দায় স্বীকার করে জানায়, মণিপুরে ভূমিপুত্রদের উপরে ভারতীয় নিরাপত্তাবাহিনীর বাড়াবাড়ি তারা মানবে না। তাই নিরাপত্তাবাহিনীর উপরে আঘাত হানা চলবে। এ দিনের ঘটনার পিছনেও ইউএনএলএফ-এর হাত রয়েছে বলেই পুলিশের সন্দেহ।
|
গ্রেনেড হামলায় হত দুই,আহত দশ
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
গুয়াহাটির পল্টনবাজার এলাকায় গ্রেনেড হামলায় নিহত হলেন এক সিআরপিএফ জওয়ান-সহ দু’ জন। আহত দুই জওয়ান-সহ অন্তত দশ জন।গুয়াহাটির পল্টনবাজার এলাকার থানার পাশ দিয়ে গুয়াহাটি স্টেশনের কাছে টহল দিচ্ছিল কিছু সিআরপিএফ জওয়ান। তাদেরকে লক্ষ করেই গ্রেনেড ছোড়ে আততায়ী। ঘটনাস্থলেই মারা যান ভবানী সিংহ নামে এক জওয়ান। জখম হন দুই জওয়ান-সহ অন্তত দশ জন। উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন ডিজি। পুলিশ সন্দেহ করছে, পরেশপন্থী আলফার হাত থাকতে পারে এই হামলার পিছনে।
|
চুল কেটে নির্বাসন
সংবাদসংস্থা • সম্বলপুর |
মেয়ে যার সঙ্গে ঘর ছেড়েছিল, সেই ছেলের হঠাৎ মৃত্যুতে শাশুড়ির উপর কোপ গ্রামবাসীদের। ডাইনি অপবাদে মারধর করে, পাঁচচুলো করে তাঁকে গ্রামছাড়া করা হয়েছে। ঘটনায় ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। |
উদ্ধার মাইন
সংবাদসংস্থা • ফুলবনি |
ওড়িশার কন্ধমালে অল্পের জন্য বাঁচল নিরাপত্তা বাহিনী। টহল সেরে ফেরার পথে রাস্তায় পোঁতা ল্যান্ডমাইন উদ্ধার করল তারা। সন্দেহ, এটা মাওবাদীদেরই কাজ।
|
ফাঁসির সাজা
সংবাদসংস্থা • বদায়ুঁ |
বৃদ্ধ বাবা-মাকে খুনের অপরাধে এক ব্যক্তির মৃত্যুদণ্ডের নির্দেশ দিল স্থানীয় আদালত। বাবা-মাকে মেরে তাঁদের দেহ পুড়িয়ে দিয়েছিল ওই ব্যক্তি।
|
সত্যাগ্রহের ফল মিলল মধ্যপ্রদেশে
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
এক গলা জলে দাঁড়িয়ে দীর্ঘ প্রতিবাদের পরে অবশেষে আশ্বাস মিলল। মধ্যপ্রদেশ সরকার জানাল, ওঙ্কারেশ্বর বাঁধের জলস্ফীতির বিষয়টি অবশ্যই খতিয়ে দেখা হবে। |
বিষের অস্তিত্ব
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
ভিসেরা রিপোর্টে বিষের অস্তিত্ব মিলল ফিজা ওরফে অনুরাধা বালির দেহে। বিষটি সম্ভবত ইঁদুর মারার। গত ৬ অগস্ট চণ্ডীগড়ের বাড়িতে মিলেছিল ফিজার দেহ। |
কৃষকদের আত্মহত্যা
সংবাদসংস্থা • যবতমাল |
চলতি সপ্তাহের বৃষ্টিতে নষ্ট হয়ে গিয়েছিল ফসল। তাই কীটনাশক খেয়ে আত্মহত্যা করলেন ঋণে জর্জরিত চার কৃষক। যবতমাল জেলার ঘটনা।
|
অভিনেত্রীর মৃত্যু
সংবাদসংস্থা • মুম্বই |
গাড়ির ধাক্কায় মৃত্যু হল নীরল ভরদ্বাজ নামে এক টিভি অভিনেত্রীর। গাড়ির চালককে গ্রেফতার করেছে পুলিশ। তিনি মদ্যপ ছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। |
ডিভিডিতে ‘হরিশ্চন্দ্র’
সংবাদসংস্থা • পুণে |
ভারতের প্রথম পূর্ণ দৈর্ঘের ছায়াছবি ‘রাজা হরিশ্চন্দ্র’ এ বার ডিভিডিতে। ১৯১৩ সালে মুক্তি পেয়েছিল দাদাসাহেব ফালকে পরিচালিত ছবিটি। |
রিপোর্ট তলব
সংবাদসংস্থা • শিবকাশী |
বাজি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনার রিপোর্ট চেয়ে পাঠাল জাতীয় মানবাধিকার কমিশন। চার সপ্তাহের মধ্যে রিপোর্ট দিতে হবে তামিলনাড়ু সরকারকে। |
রাজধানীতে নিগ্রহ
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
চব্বিশ ঘণ্টার মধ্যে এক বালক ও এক বালিকাকে নিগ্রহের ঘটনা ঘটল রাজধানীতে। অভিযুক্ত শিশুদের স্কুল বাসের চালক। এক চালককে ধরা হয়েছে। |
সইফকে জেরা
সংবাদসংস্থা • মুম্বই |
অভিনেতা সইফ আলি খানকে জেরা করলেন এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের অফিসারেরা। ২০০৪ সালে কেনা একটি গাড়ির বিষয়েই এই জিজ্ঞাসাবাদ বলে জানা গিয়েছে। |
শিশুকে ধর্ষণ
সংবাদসংস্থা • বালিয়া |
চার বছরের এক দলিত শিশুকে ধর্ষণের অভিযোগ উঠল। আদর গ্রামের ঘটনা। রাকেশ নামে এক কিশোরকে ধরেছে পুলিশ। |
|