প্রিপেড মোবাইল সংযোগে বন্ধ হতে চলেছে বিদেশে ফোন করার সুবিধা। সমস্ত টেলি পরিষেবা সংস্থাগুলিকে আগামী ১০ দিনের মধ্যে গ্রাহকদের কাছে এই মর্মে এসএমএস পাঠাতে বলেছে টেলিকম নিয়ন্ত্রক ট্রাই। এসএমএস পাঠানোর ৬০ দিনের মধ্যে এই পরিষেবা বন্ধ করতে বাধ্য থাকবে সংস্থা। সুবিধা বজায় রাখতে চাইলে, এসএমএস পাওয়ার দু’মাসের মধ্যে সংস্থার কাছে নিজের সম্মতি জমা দিতে হবে গ্রাহককে। অনেক সময় বিদেশের নম্বর থেকে গ্রাহকের কাছে লটারিতে টাকা জেতার খবর বা মিসড্ কল আসে। যার উত্তর দিতে অতিরিক্ত টাকা কাটা যায়। এটি বন্ধ করতেই ট্রাইয়ের এই নির্দেশ। পাশাপাশি, গ্রাহক যাতে এ ধরনের মিসড্ কল বা এসএমএসের উত্তর দেওয়া থেকে বিরত থাকেন, তার জন্য প্রতি ছ’মাসে তাঁদের কাছে এসএমএস পাঠাতে টেলি পরিষেবা সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছে ট্রাই।
|
অবশেষে ভারতের রানওয়ে ছুঁল এয়ার ইন্ডিয়ার ‘বোয়িং-৭৮৭ ড্রিমলাইনার’। ছ’বছর আগে বোয়িংয়ের কাছে ২৭টি এমন বিমানের বরাত দিয়েছিল এয়ার ইন্ডিয়া। কিন্তু তা হাতে পেতে দেরি হল চার বছর। দীর্ঘ প্রতীক্ষা শেষে শনিবার নয়াদিল্লির ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দরে বিকেল ৫:০৫টা নাগাদ এসে নামল প্রথম ড্রিমলাইনারটি। যার অপেক্ষাকৃত কম জ্বালানি পোড়ানোর প্রযুক্তিকে ব্যবহার করে দূরপাল্লার উড়ানে মুনাফার মুখ দেখতে চায় ওই রাষ্ট্রায়ত্ত বিমান পরিষেবা সংস্থা। জল-কামানে সেই বিমানের সাদর অভ্যর্থনা।
|
দেশে এই প্রথম কমলো মোবাইল-সংযোগের সংখ্যা। টেলিকম নিয়ন্ত্রক ট্রাইয়ের পরিসংখ্যান অনুযায়ী, জুলাইয়ে মোবাইল ও ল্যান্ডলাইন মিলিয়ে মোট সংযোগ কমেছে ২.০৭ কোটির বেশি। হয়েছে ৯৪.৪৮ কোটি। শুধু মোবাইল সংযোগ সংখ্যাই কমেছে প্রায় ২.০৬ কোটি। এর মধ্যে প্রায় ২.০৫ কোটিই হারিয়েছে অনিল অম্বানীর রিলায়্যান্স কমিউনিকেশন্স। তাদের অবশ্য দাবি, নয়া নম্বর দেওয়ার আগে ৬০ দিনের বেশি ব্যবহার না-করা সংযোগগুলি নিজেরাই বিচ্ছিন্ন করেছে তারা। ফলে এই সংখ্যা কমেছে।
|
অনলাইনে শেয়ার কেনা-বেচার নয়া পরিষেবা চালু করতে ক্যালকাটা স্টক এক্সচেঞ্জের সঙ্গে সমঝোতাপত্র সই করল ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আগামী মাসেই তা চালু হওয়ার কথা। ব্যাঙ্কের দাবি, এতে শেয়ার লেনদেন করতে পারবেন প্রত্যন্ত অঞ্চলের মানুষও। ব্যবহার করা যাবে ব্যাঙ্কেরই পোর্টাল। |