অফিসে বসে ফেসবুক! চলবে না। শুধু কথার কথা নয়, কর্মীদের কাছে রীতিমতো কড়া বার্তা পাঠিয়েছে তাইল্যান্ড সরকার। আগামী ১ অক্টোবর থেকে চালু হবে নয়া নিয়ম। সকাল সাড়ে আটটা থেকে দুপুর বারোটা এবং তার পর আবার দুপুর ১টা থেকে বিকেল সাড়ে চারটে পর্যন্ত ফেসবুকে ‘সাইন ইন’ এক্কেবারে না। তাইল্যান্ডের অভ্যন্তরীণ মন্ত্রকের তরফে সমস্ত প্রদেশের গভর্নরের কাছে নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে। ফেসবুকের জন্য এমন সময় বেঁধে দেওয়ার কারণটা ঠিক কী? নির্দেশিকায় বলা হয়েছে, এ ধরনের সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের অত্যধিক ব্যবহারের ফলে ইন্টারনেট ‘জ্যাম’ হয়ে যাচ্ছে। বিভিন্ন সংস্থার সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রয়োজনীয় তথ্যবিনিময় করে মন্ত্রক। প্রধানমন্ত্রী ইংলাক শিনাওয়াতরা বিভিন্ন প্রদেশের গভর্নরদের সঙ্গে ভিডিও কনফারেন্সেই যোগাযোগ রাখেন। তরঙ্গদৈর্ঘের অভাবে সমস্ত সরকারি কাজকর্ম ভেঙে পড়ছে। অভ্যন্তরীণ মন্ত্রকের তথ্যপ্রযুক্তি কেন্দ্রের ডিরেক্টর মানরাত রাত্তানাসুকোঞ্জ জানান, বেশ কিছু অভিযোগ পেয়ে তাঁরা তদন্ত করতে নেমে দেখেন, মন্ত্রকের কর্মীরা কাজের সময়েই ফেসবুক করে চলেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে তাই এই জরুরি ব্যবস্থা। প্রাথমিক ভাবে ফেসবুকের উপর নিষেধাজ্ঞা জারি হলেও, ‘লাল সঙ্কেত’ রয়েছে ইউ টিউব ও আরও বেশ কিছু সাইটের দিকেও। কাজের সময় ইউ টিউবের গতি কমিয়ে আপাতত মুক্তি দেওয়া হলেও, বাকি সাইটগুলিকে প্রয়োজন হলেই নির্দিষ্ট সময়ের জন্য বন্ধ করে দেওয়া হবে বলে জানানো হয়েছে মন্ত্রকের তরফে। তাদের একটাই যুক্তি, “প্রধানমন্ত্রীর জন্য সব চলবে।”
|
সম্পর্ক টিকিয়ে রাখতে মহিলারাই বেশি পরিশ্রম করেন। এই মত অভিনেত্রী মেরিল স্ট্রিপের। মেরিলের দাবি, সম্পর্ক নষ্ট করতে চান না মহিলারা।
|
শিখদের অধিকার রক্ষায় দু’টি আইন করবে ক্যালিফোর্নিয়া। নতুন আইনে শিখ ধর্ম ও ক্যালিফোর্নিয়ায় শিখদের ইতিহাস সম্পর্কে জানবে ছাত্রেরা।
|
একে অপরকে ডাক নামেই ডাকেন ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি। পিটের কাছে অ্যাঞ্জেলিনা ‘মিফি’। অ্যাঞ্জেলিনা পিটকে ডাকেন ‘কিটি’ বলে।
|
ফের স্থগিত হয়ে গেল ২৬/১১-র শুনানি। পাক সন্ত্রাস দমন আদালতের বিচারক আগামী এক সপ্তাহের জন্য স্থগিত করে দিলেন এই মামলার শুনানি।
|
ছেলে মেয়েকে চুরি করে প্রমোদতরণীতে পালাচ্ছিলেন বাবা। তাদের উদ্ধার করল ক্যালিফোর্নিয়া পুলিশ।
|
উত্তর-পশ্চিম চিনের গানসু প্রদেশের কয়লাখনিতে দুর্ঘটনায় মারা গেলেন ১০ শ্রমিক। |