টুকরো খবর
অনুপ্রবেশে ধৃত ৫ সন্দেহভাজন, আশ্রয়
দেওয়ায় গ্রেফতার হোটেল মালিক-সহ তিন
বেআইনি ভাবে সীমান্ত টপকে এ পারে ঢুকে শিলিগুড়ি একটি হোটেলে আশ্রয় নিয়ে থাকা সন্দেহভাজন পাঁচ বাংলাদেশিকে পুলিশ গ্রেফতার করেছে। সেই সঙ্গে ওই হোটেলের মালিক, তার ছেলে এবং এক দালালকে ধরেছে পুলিশ। শনিবার রাতে এনজেপি ফাঁড়ির এনজেপি স্টেশন লাগোয়া এলাকায় ওই হোটেলে ফাঁড়ির ওসি বাসুদেব সরকারের নেতৃত্বে অভিযান চালানো হয়। শিলিগুড়ির ডেপুটি পুলিশ কমিশনার (সদর) ওজি পাল বলেন, “ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা ঠিক কী উদ্দেশ্যে এ দেশে ঢুকেছিল তা দেখা হচ্ছে।” পুলিশ জানিয়েছে, ধৃত বাংলাদেশিদের নাম লিটন রায়, নিমাই রায়, পলাশ বর্মন, প্রদীপ বর্মন এবং স্বপন শীলশর্মা। প্রত্যেকের বাড়িই বাংলাদেশের ঠাকুরগাঁও জেলায়। ধৃতদের হেফাজত থেকে পাঁচটি বাংলাদেশের গ্রামীণ টেলিফোনের নম্বর সংবলিত মোবাইল টেলিফোন উদ্ধার হয়েছে। এ ছাড়া ধৃত হোটেল মালিকের নাম সুশীল সাহা এবং তার ছেলে সুভাষ সাহার বাড়ি এলাকায়। ধৃত দালাল শঙ্কর সরকারের বাড়ি জংশন এলাকায়। গত ২৪ অগস্ট হিলি সীমান্ত দিয়ে ধৃত দালালের মাধ্যমে বাংলাদেশি পাঁচ যুবক বালুরঘাটে পৌঁছয়। তার পরে সড়ক পথে গতকাল এনজেপি এসে হোটেলে আশ্রয় নিয়েছিল। এই দেশে কাজের খোঁজে তারা এসেছে বলে পুলিশের কাছে দাবি করলেও ঠিক কী উদ্দেশ্যে তারা এসেছিল তা তদন্তকারী অফিসারেরা খতিয়ে দেখছেন।

দলে প্রশ্ন, অসন্তোষ
এসএফআইয়ের রাজ্য কমিটির খোলনলচে পাল্টানোর ঘোষণা হতে সংগঠনের মধ্যেই নানা প্রশ্ন ও ক্ষোভ দানা বাধছে। রবিবার আলিপুরদুয়ারে রাজ্য সম্মেলনের সমাপ্তি পর্বে সংগঠনের নতুন রাজ্য কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে ৫৫ জনই নতুন মুখ। সম্মেলনের শেষে ছাত্র প্রতিনিধিদের একাংশ বিদায়ী রাজ্য সম্পদক সায়নদীপ মিত্রকে ঘিরে নতুন কমিটি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। সায়নদীপ বলেন “কিছু প্রতিনিধি বিষয়টি বুঝতে চান। আমি তা বুঝিয়েছি। সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠিত হয়েছে।” এসএফআই সর্বভারতীয় সম্পাদক ঋতব্রত বন্দোপাধ্যায় জানান, রাজ্য সম্পাদক হয়েছেন দেবজ্যোতি দাস এবং সভানেত্রী মধুজা সেনরায়। সংগঠনের মুখপত্র ‘ছাত্র সংগ্রামের’ সম্পাদক হয়েছেন সৌগত পান্ডা। ৯৪ জনের কার্যকরী কমিটি ৮৯ জনের হয়েছে। ২৯ জনের সম্পাদকমণ্ডলী হয়েছে। জেলার নির্বাচিত ৫০০ প্রতিনিধির মত নিয়ে নয়া কমিটি গড়া হয় বলে তাঁর দাবি। সংগঠনেরসদ্য দায়িত্বপ্রাপ্ত রাজ্য সম্পাদক দেবজ্যোতি দাস বলেন, “আসন্ন কলেজ নির্বাচনে সংগঠন লড়াই করবে। তৃণমূল ছাত্র পরিষদ কলেজে হিংসার বাতাবরণ তৈরি করেছে তা তারা রুখবেন।”

যাত্রীদের অভিযোগ
সংগঠনের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে যাওয়া নিয়ে ট্রেনের সংরক্ষিত কামরার যাত্রীদের জোর করে নামিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল এবং ছাত্র পরিষদের সমর্থকদের বিরুদ্ধে। রবিবার সন্ধ্যায় এনজেপি স্টেশনে ঘটনাটি ঘটেছে। রেল সূত্রের খবর, তিস্তা তোর্সা এবং উত্তরবঙ্গের এক্সপ্রেসের সংরক্ষিত কামরার যাত্রীদের নামিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ওই ছাত্র কর্মী, সমর্থকেরা কোচবিহার এবং আলিপুরদুয়ার থেকে ট্রেন দুটিকে উঠে আসন দখল করে বসেছিলেন বলে অভিযোগ। এনজেপিতে যাত্রীরা জায়গা না পেয়ে বিক্ষোভে ফেটে পড়েন। এদের মধ্যে বহু পর্যটকও ছিলেন। তাঁরা সিকিম, দার্জিলিং ঘোরার পর বাড়ি ফিরছিলেন। পরে রেল পুলিশ এবং রেলের কর্তাদের মধ্যস্থতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। কিছু যাত্রীকে পদাতিক এক্সপ্রেসে ব্যবস্থা করে দেওয়া হয়। তবে ২৫ যাত্রী যেতে পারেননি বলে অভিযোগ। তাঁদের আজ, সোমবার অন্য কোনও ট্রেনের ব্যবস্থা করে দেওয়া হবে বলে রেল সূত্রের খবর। খবরটি পৌঁছেছে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেবের কাছেও। তিনি বলেন, “এই ধরনের অনুষ্ঠানে কেউ সংরক্ষিত কামরায় আগাম বুকিং করা টিকিট ছাড়া যেতে পারবেন না। দলের তরফে নির্দেশও রয়েছে। বিষয়টি দেখছি।” আগামী, ২৮ অগস্ট কলকাতায় ওই প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান হবে।

চারটি স্কুলে জয়ী বামেরা
শিলিগুড়ি এবং লাগোয়া এলাকার চারটি স্কুল নির্বাচনে বড় সাফল্য পেল বামেরা। রবিবার চারটি স্কুল নির্বাচনের ফলাফল ঘোষণার পর দেখা গিয়েছে মোট ২৪টি আসনের মধ্যে ১৫টি আসন পেয়েছে বামেরা। দুটি স্কুলের পরিচালন সমিতির দখলও এসেছে তাঁদের হাতে। সিপিএম নেতা তথা রাজ্যের প্রাক্তন পুরমন্ত্রী অশোক ভট্টাচার্য বলেন, “এই জয় অত্যন্ত তাৎপর্যপূর্ণ। রাজ্য সরকারের কাজকর্ম মানুষ যে বীতশ্রদ্ধ হয়ে উঠছে এ তার প্রমাণ। কারণ ২৪টি আসনের মধ্যে তৃণমূল একটি আসনও পায়নি।” তিনি জানান, গোঁসাইপুর হাইস্কুলের ৬টি আসনের মধ্যে ৫টি বামেরা এবং একটি কংগ্রেস, শিউমঙ্গল হাইস্কুলের ২টি বামেরা এবং ৪টি কংগ্রেস, বেলগাছি হাই স্কুলে ২ বামেরা এবং ২টি করে কংগ্রেস এবং আদিবাসী বিকাশ পেয়েছে। আর বিধাননগর মুরলিগছ হাইস্কুলে ৬টি আসনই বামেরা পেয়েছে।

লরির ধাক্কায় দু’জনের মৃত্যু
ট্রাকের ধাক্কায় দুই বাইর আরোহীর মৃত্যু হয়েছে। রবিবার রাতে বাগডোগরা থানার ৩১ নম্বর জাতীয় সড়কে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, বাইকটিতে দুই আরোহী ছিলেন। ট্রাকটি মুখোমুখি বাইকটিকে ধাক্কা মারে। গঙ্গারাম চা বাগান এবং বাগডোগরা বিমানবন্দরের মধ্যে এলাকার জাতীয় সড়কে দুর্ঘটনাটি হয়েছে। মৃত বাইক আরোহীদের পরিচয় উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.