টুকরো খবর |
গণপ্রহারে হত দুষ্কৃতী
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
গণপিটুনিতে মৃত্যু হল এক দুষ্কৃতীর। রবিবার দুপুরে ঘটনাটি ঘটে বসিরহাট থানার বাগুন্ডি গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম বজু শেখ (৩৮)। তার বিরুদ্ধে পুলিশের খাতায় নানা দুষ্কর্মের অভিযোগ ছিল। সম্প্রতি সে বিভিন্নজনকে ভয় দেখাচ্ছিল বলে অভিযোগ। এ দিন মোটর সাইকেলে করে যাওয়ার সময় স্থানীয় লোকজন তাকে তাড়া করে ধরে ফেলে। শুরু হয় গণধোলাই। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বসিরহাট থানার আইসি শুভাশিস বণিক জানান, বজুর বিরুদ্ধে ডাকাতির অভিযোগ থাকায় কলকাতার আমহার্স্ট স্ট্রিট থানার পুলিশ তাকে গ্রেফতার করেছিল। চার বছর কারাদণ্ড হয় তার। ছাড়া পেওয়ার পর সম্প্রতি সে ফের নানা অসমাজিক কাজে জড়িয়ে পড়েছিল। তবে গণপ্রহারে তার মৃত্যুর ঘটনায় কারা জড়িত তার তদন্ত হচ্ছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় বজু কয়েকজনকে নিয়ে গোটরা অঞ্চলের অনন্তপুরে তৃণমূলের একটি পার্টি অফিসে ঢুকে কয়েকজনকে মারধর করে। চেয়ার-টেবিল ভাঙচুর করে। স্থানীয় তৃণমূল নেতা অহিদুল সাহাজির অভিযোগ, রাত সাড়ে ১২টা নাগাদ বজু লোকজন ও আগ্নেয়াস্ত্র নিয়ে তাঁর বাড়িতে হামলা চালায়। পরিস্থিতি বেগতিক বুঝে তিনি পিছনের দরজা দিয়ে পালিয়ে যান। পরে পুলিশের কাছে তিনি অভিযোগ দায়ের করেন। পুলিশ জানিয়েছে, সম্প্রতি এলাকায় ফিরে বজু লোকজনদের ভয় দেখাচ্ছিল। আগে থেকেই তার উপরে বাসিন্দাদের ক্ষোভ ছিল। তার উপর এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়। রবিবার দুপুরে এলাকায় তাকে দেখে লোকজন তাড়া করে। ধরে ফেলে মারধর শুরু করে। ঘটনাস্থলেই বজু মারা যায়।
|
মন্দিরবাজারে ডাকাতি, মূল অভিযুক্ত ধৃত
নিজস্ব সংবাদদাতা • মন্দিরবাজার |
গত বুধবার রাতে দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজারে ডাকাতির ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। রবিবার দুপুরে পূর্ব মেদিনীপুরের পটাশপুর থানার লালবাগান থেকে সেলিম ঘরামি নামে ওই দুষ্কৃৃতীকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, গত বুধবার রাতে মন্দিরবাজারের চৌগরি গ্রামে একটি বাড়িতে হানা দেয় একদল দুষ্কৃতী। বাড়ির এক প্রৌঢ়কে ধারাল অস্ত্র দিয়ে জখম করে লুঠপাট চালিয়ে অন্যরা পালিয়ে গেলেও গ্রামবাসীদের হাতে দু’জন ধরা পড়ে যায়। গণপ্রহারে তাদের মৃত্যু হয়। সেদিন যারা পালিয়ে যায় তাদের মধ্যে পাশের গ্রামের বাসিন্দা সেলিম ঘরামিকে চিনতে পেরে যান গ্রামের মানুষ। পুলিশের কাছে তার বিরুদ্ধে অভিযোগ জানানো হয়। তদন্তে নেমে পুলিশ জানতে পারে সেলিম পূর্ব মেদিনীপুরের পটাশপুরের লালবাগানে রয়েছে। এর পর সেখানে ধাওয়া করে তাকে গ্রেফতার করে পুলিশ। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (পশ্চিম) অলোক রাজুরিয়া বলেন, “ধৃত সেলিম ক’দিন আগে চৌঘরি গ্রামে জাতির ঘটনায় সেলিম মূল পান্ডা ছিল। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।”
|
প্রশাসনের নির্দেশে নির্বাচন বন্ধ স্কুলে
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
স্কুলের পরিচালন সমিতিতে অভিভাবক প্রতিনিধি নির্বাচনের কয়েক ঘণ্টা আগে নোটিস দিয়ে নির্বাচন বন্ধ করে দিল প্রশাসন। রবিবার সকালে উত্তর ২৪ পরগনার বসিরহাটের বেঁকিতে শ্রীনগর আদর্শ পঞ্চপল্লি বিদ্যালয়ে এই ঘটনাকে কেন্দ্র করে রাস্তা অবরোধে, মিছিলের জেরে উত্তেজনা ছড়ায়। পরিস্থিত সামাল দিতে বসিরহাটের এসডিপিও আনন্দ সরকার বিশাল বাহিনী নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেন। নির্বাচনে অংশ নেওয়া কংগ্রেস এবং সিপিএমের অভিযোগ, পরাজয় নিশ্চিত জেনে প্রশাসনকে কাজে লাগিয়ে তৃণমূল এই ভোট বন্ধ করেছে। যদিও অভিযোগ অস্বীকার করে তৃণমূলের বক্তব্য, প্রার্থী তালিকায় কারচুপির জন্য তাঁরা প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছিলেন। প্রশাসন যা উচিত মনে করেছে তাই করেছে। এ ব্যাপারে মহকুমাশাসক শ্যামল মণ্ডল বলেন, “গণ্ডগোলের আশঙ্কায় ওই স্কুলে নির্বাচন বন্ধ রাখা হয়েছে।”
|
বাদুড়িয়ায় দু’টি দোকানে ডাকাতি
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
সোনার দোকানে হামলা চালিয়ে লোহার সিন্দুক নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া থানার আড়বেলিয়া গ্রামে শনিবার গভীর রাতে একটি সোনার ও একটি বিদ্যুতের সরঞ্জামের দোকানে হামলা চালায় দুষ্কৃতীরা। রবিবার সকালে দোকান খুলতে এসে ডাকাতির ঘটনা চোখে পড়ে দোকান মালিকের। পুলিশ তদন্ত শুরু করলেও এখনও কেউ গ্রেফতার হয়নি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার গভীর রাতে দুষ্কৃতীরা প্রথমে আড়বেলিয়া বাজারে কাছে একটি সোনার দোকানে হামলা চালায়। সাটার, গ্রেল ভেঙে দোকানে ঢুকে লোহার সিন্দুক গাড়িতে তুলে নেয়। এর পরে তারা পাশেই একটি বিদ্যুতের সরঞ্জামের দোকানে লুঠপাট চালিয়ে পালিয়ে যায়। সোনার দোকানের মালিক অমল গায়েন ও বিদ্যুতের সরঞ্জামের দোকানের মালিক লরিফুল ইসলাম পুলিশকে জানান, তাঁদের দোকান থেকে প্রায় লক্ষাধিক টাকার জিনিসপত্র লুঠ হয়েছে। এ দিকে শনিবার রাতে বাদুড়িয়ার পশ্চিম জয়নগর গ্রাম থেকে নজরুল ইসলাম নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ।
|
দুর্ঘটনায় মৃত শিশু
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
গাড়ি চাপা পড়ে মৃত্যু হল একটি শিশুর। হাসনাবাদের কুমারপুকুর গ্রামের কাছে রবিবার সকালে ওই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম রেহান গাজি (৫), বাড়ি হাসনাবাদের মাখালগাছায়। এ দিন ভেবিয়ার দিকে যাওয়ার সময় একটি গাড়ি তাকে পিষ দেয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে টাকি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে সেখানে সে মারা যায়।
|
ডিস্ট্রিবিউটরদের সম্মেলন বনগাঁয়
নিজস্ব সংবাদদাতা • বনগাঁ |
বনগাঁ সাবডিভিশনাল ডিস্ট্রিবিউটরস অ্যাসোসিয়েশনের ২২ তম মহকুমা সম্মেলন হয়ে গেল রবিবার। সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনের সম্পাদক কল্যাণ দাস। উপস্থিত ছিলেন বিধায়ক বিশ্বজিৎ দাস, মহকুমা শাসক অভিজিৎ ভট্টাচার্য, এসডিপিও রূপান্তর সেনগুপ্ত প্রমুখ। সম্মেলনে নতুন কমিটি গঠন-সহ কর- ঠামো নিয়ে আলেচনা হয়।
|
সিপিএমের দলীয় অফিসে ভাঙুচুর
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
গোষ্ঠীদ্বন্দ্বের জেরে সিপিএমের দলীয় অফিস ভাঙচুর করা হল। রবিবার সকালে হাড়োয়া থানার মাদারতলায় ওই ঘটনায় দু’জন জখম হয়েছেন। |
|