টুকরো খবর |
দুর্ঘটনায় প্রিয় শিক্ষকের মৃত্যু, শোকের ছায়া
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
দুর্ঘটনায় প্রিয় শিক্ষক তপন বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে কাঁথির সরপাই হাইস্কুলে। প্রতি দিনের মত শনিবারেও কাঁথি থেকে স্কুলে যাওয়ার জন্য হাওড়াগামী বাসে চেপেছিলেন সরপাই হাইস্কুলের ইংরেজি শিক্ষক তপনবাবু। মারিশদা থানার দইসাইতে বাস দুর্ঘটনায় মৃত্যু হয় তাঁর। শনিবার রাতেই কাঁথিতে তপনবাবুর শেষকৃত্য অনুষ্ঠিত হয়। সোমবার স্কুলে তপনবাবুর স্মৃতিতে শোকসভার আয়োজন করা হয়েছে বলে পরিচালন সমিতির সম্পাদক বিকাশ বেজ জানান। অন্য দিকে, শনিবারের ওই দুর্ঘটনায় আহত হয়ে প্রাথমিক শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা দিতে পারলেন না নিমাই সেনাপতি, শুভাশিস মণ্ডল, সুখেন্দু গিরি, সুজিত বেরা ও তনুশ্রী পাণিগ্রাহী। তমলুকে মৌখিক পরীক্ষা দেওয়ার জন্য তাঁরা দেউলিহাট-হাওড়া রুটের ওই বাসটিতে চেপেছিলেন। বতর্মানে সকলেই কাঁথি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার সন্ধ্যায় বিধায়ক দিব্যেন্দু অধিকারী ও জেলা সহ-সভাধিপতি মামুদ হোসেন তাঁদের দেখতে হাসপাতালে যান। সেখানে পরে পরীক্ষা দেওয়া সম্ভব কি না তা নিয়ে প্রাথমিক বিদ্যালয় সংসদের সঙ্গে কথা বলবেন বলে মামুদ হোসেন আশ্বাস দেন। এ দিকে এখনও দুর্ঘটনায় নিহত অন্য ব্যক্তির পরিচয় জানা যায়নি। আহত ২২ জনেরই চিকিৎসা চলছে। পুলিশ বাসটিকে পুকুর থেকে তুলে বাজেয়াপ্ত করলেও চালক পলাতক।
|
কংগ্রেসকর্মীর বাড়ি ‘লুঠ’, পটাশপুরে অভিযুক্ত তৃণমূল
নিজস্ব সংবাদদাতা • এগরা |
কংগ্রেস কর্মীর বাড়িতে লুঠপাটের অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। শুক্রবার রাতে পটাশপুরের হাজিপুর গ্রামের ঘটনা। শিবপ্রসাদ দাস নামে ওই কংগ্রেস কর্মী শনিবার তৃণমূলের ২১ জন স্থানীয় নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। রবিবার প্রদেশ কংগ্রেস সম্পাদক ক্ষিতীন্দ্রমোহন সাহুর নেতৃত্বে দশ সদস্যের এক প্রতিনিধিদল ঘটনাস্থলে যায়। পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে। যদিও এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। স্থানীয় সূত্রে খবর, কয়েক মাস আগে কংগ্রেস কর্মী শিবপ্রসাদবাবুর সঙ্গে তাঁর ভাই তৃণমূল কর্মী সনাতন দাসের পারিবারিক বিবাদকে কেন্দ্র করে মারামারি হয়। সেই সময় শিবপ্রসাদবাবু তাঁর ভাই, ভাইয়ের স্ত্রী-সহ কয়েকজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ, এরপর থেকেই সনাতনবাবুর পক্ষ নিয়ে স্থানীয় তৃণমূল নেতারা মামলা প্রত্যাহার ও আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার জন্য তাঁকে চাপ দিতে থাকেন। শুক্রবার শিবপ্রসাদবাবুরা বাড়ি ছিলেন না। সেই সুযোগে লুঠপাট চলে বলে অভিযোগ। তৃণমূলের পটাশপুর-১ ব্লক সভাপতি তাপস কাজি বলেন, “কংগ্রেস নেতারা ওঁকে দিয়ে মিথ্যা অভিযোগ করিয়ে এলাকায় সমর্থন পাওয়ার ফন্দি আঁটছেন।” জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক মানস করমহাপাত্র বলেন, “তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলে কয়েকমাস আগে শিবপ্রসাদ-সহ কয়েকজন কংগ্রেসে যোগ দেন। শুক্রবার দলীয় ভাবে থানায় স্মারকলিপি দেওয়ার কর্মসূচিতে যোগ দেন শিবপ্রসাদবাবু। সেই আক্রোশেই তাঁর ঘর লুঠ করা হয়।”
|
স্বামীর অপমৃত্যু, স্ত্রী আটক মেদিনীপুরে
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
স্বামীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় স্ত্রীকে আটক করল পুলিশ। রবিবার মেদিনীপুর সদর ব্লকের আবাসের বসন্তপুর পাটনায় মৃতের নাম রবি সিংহ (৪০)। এ দিন দুপুরে রবিবাবুর অস্বাভাবিক মৃত্যু হয়। পুলিশ এসে দেখে দেহটি মাটিতে শোয়ানো। বাসিন্দাদের অভিযোগ, স্ত্রী অমিতাই মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে রবিবাবুকে ‘খুন’ করেছেন। স্থানীয়দের একাংশের বক্তব্য, বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই এই ঘটনা। এ নিয়ে প্রায়ই ওই পরিবারে অশান্তি হত। সিংহ দম্পত্তির এক ছেলে ও এক মেয়ে রয়েছে। স্থানীয়দের এই বক্তব্যের প্রেক্ষিতেই স্ত্রীকে ‘আটক’ করেছে পুলিশ। তাঁকে কোতয়ালি থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় সব দিক খতিয়ে দেখা হচ্ছে।
|
চাঁদরায় তল্লাশি, উদ্ধার রাইফেল
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
|
চাঁদরায় উদ্ধার হওয়া অস্ত্র |
গোপন সূত্রে খবর পেয়ে মেদিনীপুর কোতয়ালি থানার অন্তর্গত চাঁদড়ার ঢঢরাশোলে তল্লাশি চালিয়ে ৭টি রাইফেল ও ৬ টি খালি ম্যাগাজিন উদ্ধার করল যৌথ বাহিনী। রবিবার সকালে এই তল্লাশি অভিযান হয়। গোপন সূত্রে পুলিশ খবর পেয়েছিল, ওই এলাকায় অবৈধ অস্ত্রশস্ত্র মজুত রয়েছে। তার ভিত্তিতেই তল্লাশি চালায় যৌথ বাহিনী। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া ৭ টি রাইফেলের সঙ্গে ম্যাগাজিন ছিলই, সঙ্গে আরও ৬ টি খালি ম্যাগাজিন পাওয়া গিয়েছে। কী ভাবে এই রাইফেল এখানে এল, তদন্তে তা খতিয়ে দেখা হচ্ছে।
|
দুর্ঘটনায় মৃত বাইক আরোহী
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মোটর সাইকেল আরোহীর। শনিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের নন্দকুমার থানার শ্রীধরপুরে, হলদিয়া-মেচেদা ৪১নম্বর জাতীয় সড়কে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম লাল্টু পাখিরা (২৪)। বাড়ি মেচেদার কাছে বড়গাছিয়া গ্রামে। গুরুতর আহত অবস্থায় তাঁর সঙ্গীকে নন্দকুমার ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। পেশায় গয়না তৈরির কারিগর লাল্টু ও তাঁর এক সঙ্গী মোটর সাইকেলে হলদিয়ার দিক থেকে বাড়ি ফিরছিলেন। রাত ১০টা নাগাদ শ্রীধরপুর চৌমাথার কাছে মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। রাস্তায় ছিটকে পড়েন দু’জনেই। ঘটনাস্থলেই মৃত্যু হয় লাল্টুর।
|
ধর্ষণের ঘটনায় ধৃত
নিজস্ব সংবাদদাতা • এগরা |
পুরনো একটি ডাকাতি ও ধর্ষণের ঘটনায় অভিযুক্ত এক দুষ্কৃতীকে শ্বশুরবাড়ি থেকে গ্রেফতার করল পুলিশ। ধৃত সেলিম ঘরামি দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজারের মল্লিকপুরের বাসিন্দা। ২২ অগস্ট মল্লিকপুরের একটি বাড়িতে ডাকাতি ও ধর্ষণের ঘটনা ঘটে। পরে স্থানীয় বাসিন্দাদের গণপিটুনিতে মারা যায় দু’জন দুষ্কৃতী। বাকিরা পালিয়ে যায়। পুলিশ জানায়, সেলিম ডাকাতির পর পটাশপুরের লালবাগানে শ্বশুরবাড়িতে আত্মগোপন করে। খবর পেয়ে পটাশপুরে আসে মন্দিরবাজার থানার পুলিশ। রবিবার দুপুরে সেলিম ধরা পড়ে। সেলিমকে সোমবার ডায়মন্ড হারবার মহকুমা আদালতে তোলা হবে।
|
জিতল তৃণমূল
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
দু’টি স্কুল নির্বাচনে জয়ী হল তৃণমূল। রবিবার কেশপুরের ধলহারা উচ্চতর বিদ্যালয়ের পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচন ছিল। ৬ টি আসনের জন্য তৃণমূল সমর্থিত ৬ জন প্রার্থী ছিলেন। অন্যদিকে, কংগ্রেস ও নির্দল সমর্থিত ৩ জন করে প্রার্থী ছিলেন। তবে সবক’টি আসনেই জয়ী হয়েছেন তৃণমূল সমর্থিতেরা। ডেবরার কুলডিহা হাইস্কুলের পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচনে ৬ টি আসনের মধ্যে ৫ টি পেয়েছেন তৃণমূল সমর্থিতেরা, ১ টিতে জয়ী হয়েছেন সিপিএম সমর্থিত প্রার্থী।
|
জয়ী বামেরা
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
‘পরিবর্তনে’র বছর ঘুরলেও সরকারি গ্রন্থাগারের পরিচালন সমিতির নির্বাচনে প্রার্থী দিতে পারল না ডানপন্থীরা। রবিবার ছিল হলদিয়ার বাড়ঘাষিপুর ব্রতীসঙ্ঘ গ্রামীণ গ্রন্থাগারে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। ডানপন্থীদের তরফে কেউ মনোনয়ন পত্র জমা না দেওয়ায় কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন বামপন্থী প্রার্থীরা। এলাকার সিপিএম লোকাল কমিটির সম্পাদক প্রণব সামন্ত বলেন, “এটা আমাদের জয়ের ধারা বজায় রাখার ছোট ইঙ্গিত।”
|
আলোচনা সভা
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
ভারতীয় গণনাট্য সংঘ ও পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির উদ্যোগে ‘বিপন্ন শিক্ষা-সংস্কৃতি-সম্ভ্রম গণতান্ত্রিক অধিকার: সময়ের আহ্বান’ বিষয়ক আলোচনা সভা হল মেদিনীপুরে। শহরের বিদ্যাসাগর হলে আয়োজিত সভায় ছিলেন অধ্যাপক অশোক মুখোপাধ্যায়, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র প্রমুখ।
|
ফুটবল টুর্নামেন্ট
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
শহরের পাটনাবাজার স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট হল। রবিবার বিকেলে ফাইনাল খেলাটি হয়। চ্যাম্পিয়ন হয়েছে মেদিনীপুর তরুণ সঙ্ঘ (মিস্ত্রিপাড়া)। রানার্স হয়েছে এনএসএস তমলুক। সবমিলিয়ে ১৬ টি দল টুর্নামেন্টে যোগ দিয়েছিল। এরমধ্যে জঙ্গলমহল এলাকার কয়েকটি দলও ছিল। ফুটবল টুর্নামেন্ট ঘিরে এলাকায় উৎসাহ দেখা দেয়।
|
পুলিশের যোগশিবির
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
শারীরিক ও মানসিক ভাবে সুস্থ থাকার জন্য পুলিশ কর্মী-আধিকারিকদের যোগ প্রশিক্ষণের ব্যবস্থা করছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। শনিবার তমলুকে জেলা পুলিশ লাইনে শিবিরের উদ্বোধন করেন এসপি সুকেশ কুমার জৈন। কোলাঘাটের একটি যোগব্যায়াম সংস্থার সদস্যরা ১২০ জনকে প্রশিক্ষণ দেন। সুকেশ কুমার জৈন বলেন, “প্রতি সপ্তাহে পুলিশ লাইনে অথবা মহকুমা পুলিশ সদরে যোগ প্রশিক্ষণের শিবির হবে।”
|
হলদিয়ায় কারামন্ত্রী
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
রাজ্যের প্রতিটি মহকুমায় সংশোধনাগার খোলার পরিকল্পনার কথা জানালেন কারামন্ত্রী শঙ্কর চক্রবর্তী। শনিবার হলদিয়ার উপ-সংশোধনাগারে বঙ্গীয় কারারক্ষী সমিতির অনুষ্ঠানে ৯৯ জন বন্দিকে বস্ত্র বিতরণ ও কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। উপস্থিত ছিলেন সাংসদ শুভেন্দু অধিকারী, কারা দফতরের যুগ্ম সচিব স্বপন দাস, ডিআইজি শোভন দিন, হলদিয়া উপ-সংশোধনাগারের কন্ট্রোলার দেবাশিস প্রামাণিক প্রমুখ।
|
লোক আদালত
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
লোক আদালতে জমে থাকা ১৮২টি মামলার নিষ্পত্তি হল রবিবার। হলদিয়া মহকুমা আদালতে আয়োজিত ওই আদালতে জেলা দায়রা বিচারক শ্যামল গুপ্ত, হলদিয়া আদালতের এসিজেএম সুদীপ্ত ভট্টাচার্য, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিশ্বনাথ প্রামাণিক, ফাস্ট ট্র্যাক সেকেণ্ড কোর্টের বিচারক সোমনাথ চক্রবর্তী, ডিএসপি ট্রাফিক এম এম হাসান প্রমুখ ছিলেন।
|
অবৈধ মদ বিক্রি, ধৃত
নিজস্ব সংবাদদাতা • এগরা |
বেআইনি ভাবে মদ বিক্রির অভিযোগে শুক্রবার রাতে দুই ব্যবসায়ীকে গ্রেফতার করল পুলিশ। ধৃতেরা হলেন পটাশপুরের মণিনাথপুরের শিবু মল্লিক ও পঁচেট গ্রামের খোকন মাইতি। তাদের শনিবার কাঁথি এসিজেএম আদালতে তোলা হলে ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়।
|
সেই মহিলা হোমে
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
দাসপুরের কুলটিকরি গ্রামের এক কোণে পড়ে থাকা নয় মাসের অন্তঃসত্ত্বা মানসিক ভারসাম্যহীন সেই মহিলাকে সরকারি হোমে পাঠানোর নির্দেশ দিল আদালত। শনিবার তাঁকে ঘাটাল আদালতে তোলা হলে বিচারক মেদিনীপুরের রাঙামাটিতে সরকারি হোমে পাঠানোর নির্দেশ দেন।
|
ব্যবসায়ীর অপমৃত্যু |
বাড়ির পিছন থেকে উদ্ধার হল এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ। কোলাঘাটের দেনান গ্রামের ঘটনা। মৃতের নাম সঞ্জিত মণ্ডল (৩৫)। তমলুকের কাঁকটিয়া বাজারে ইমারতি সরঞ্জামের দোকান রয়েছে তাঁর। অন্য দিনের মতোই শুক্রবার রাতে দোকান থেকে বাড়ি ফিরে খাওয়া-দাওয়ার পর ঘুমিয়ে পড়েন সঞ্জিত। ভোরবেলায় তাঁর বাবা দেখতে পান বাড়ির পিছন দিকে টালির চালাঘরের কড়িকাঠ থেকে গলায় গামছার ফাঁস লাগানো অবস্থায় সঞ্জিতের দেহ ঝুলছে। |
|