|
|
|
|
স্কুল ভোট নিয়ে গণ্ডগোল
নিজস্ব সংবাদদাতা • এগরা |
স্কুল ভোট নিয়ে রাজনৈতিক দলগুলির মধ্যে চাপানউতোর চলছেই। দুই মেদিনীপুরেই বিভিন্ন স্কুলে পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচন ছিল রবিবার। কম-বেশি সর্বত্রই গণ্ডগোল হয়।
সবচেয়ে বেশি গোলমাল হয় ভগবানপুরের শিউলিপুরের পশ্চিমবাড় হাইস্কুলের ভোট ঘিরে। শনিবার রাতে প্রচার করে ফেরার পথে শিউলিপুর স্লুইস গেটের কাছে সিপিএমের এক প্রার্থীকে তৃণমূলের লোকেরা তুলে নিয়ে গিয়ে মারধর করেন বলে অভিযোগ। তাপস বেরা নামে সিপিএমের ওই স্থানীয় নেতা তমলুক জেলা হাসপাতালে চিকিৎসাধীন। সিপিএমের জেলা কমিটির সদস্য সুব্রত মহাপাত্রের অভিযোগ, “পুলিশকে খবর দেওয়া হলেও তারা অনেক দেরিতে ঘটনাস্থলে পৌঁছয়।” সিপিএমের ভগবানপুর জোনাল কমিটির সদস্য মধুসূদন গুছাইত বলেন, “হামলা করে সন্ত্রাস ছড়ানোর চেষ্টা করছে তৃণমূল।” অন্য দিকে, ভগবানপুরের তৃণমূল নেতা স্বপন রায়ের পাল্টা দাবি, “সিপিএমের গোষ্ঠীদ্বন্দ্বেই এই ঘটনা। ওই ব্যক্তির প্রার্থী হওয়া নিয়ে দলের একাংশেরই আপত্তি ছিল। এখন হার নিশ্চিত বুঝে সহানুভূতি আদায় করতে চাইছে সিপিএম।” এই ঘটনার পরে প্রিসাইডিং আধিকারিক প্রতাপরঞ্জন হাজরার কাছে লিখিত ভাবে ভোট বয়কটের আর্জি জানিয়েছিলেন বামপ্রার্থীরা। তবে ভোট হয়েছে স্বাভাবিক ভাবেই। ছ’টি আসনেই জিতেছেন তৃণমূল প্রার্থীরা। রবিবার স্থানীয় বিভীষণপুর হাইস্কুলের ভোটে চারটি আসনে জেতে তৃণমূল, দুটিতে সিপিএম।
মোহনপুর ব্লকের শিয়ালসাই শ্রীপতিনাথ হাইস্কুল ও দাঁতন ২ ব্লকের গড়হরিপুর গজেন্দ্রনারায়ণ হাইস্কুলে এ দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতে তৃণমূল। শ্রীপতিনাথ হাইস্কুলে গত তিন দশক ধরে ক্ষমতায় ছিল বামেরা। তবে এ বার তারা প্রার্থী দিতেই পারেনি। গজেন্দ্রনারায়ণ হাইস্কুলে গতবারেও তৃণমূলই ক্ষমতায় ছিল। মোহনপুরের সাউটিয়া হাইস্কুলের ভোটে পাঁচটি আসনে জিতেছে তৃণমূল। মাত্র একটি আসন পেয়েছে সিপিআই।
দাঁতন ভাগবতচরণ হাইস্কুলের পরিচালন সমিতির নির্বাচন ঘিরে আবার গণ্ডগোল বাধে রবিবার সন্ধ্যায়। স্কুলভোট নিয়ে এলাকায় মিছিল করছিল দাঁতন সিপিএম। সেই সময় পাশের দাঁতন বীণাপাণি গার্লস হাইস্কুলে তৃণমূলের কর্মিসভা হচ্ছিল। মিছিলের স্লোগানকে ঘিরে দু’পক্ষের মধ্যে বচসা বাধে। হাতাহাতি হয়। উভয়পক্ষেরই তিন জন করে ৬ জন জখম হয়েছেন। দাঁতন থানার আইসি মিহিরলাল নস্কর জানিয়েছেন, ডিসিপিএম মিছিল করার জন্য অনুমতি নেয়নি। |
|
|
|
|
|