সহকর্মীদের ‘ঠাট্টা’ সহ্য করতে না পেরে ‘অপমানে’ আত্মঘাতী হলেন এক ভ্যানচালক। মৃতের জামার পকেট থেকে পাওয়া ‘সুইসাইড নোট’ থেকে এ কথা জানতে পেরেছে পুলিশ। শনিবার ঘটনাটি ঘটেছে গুপ্তিপাড়ার তেলিপাড়ায়। বাড়ির পাশে আমবাগানে ঝুলন্ত অবস্থায় রবীন্দ্রনাথ দফাদার (৫৯) নামে ওই ভ্যানচালকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। |
ডিএসপি (শৃঙ্খলা ও প্রশিক্ষণ) দেবশ্রী সান্যাল বলেন, “আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। মৃতের পরিবারের তরফে নির্দিষ্ট অভিযোগ পেলে পুলিশ সেই মতো তদন্ত করবে।” ডিএসপি জানান ‘সুইসাইড’ নোটের বিষয়টিও পুলিশ তদন্ত করে দেখছে। ওই নোটে ৩ জন ভ্যানচালকের নাম রয়েছে।
|
রবীন্দ্রনাথ। |
মৃতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবীন্দ্রনাথবাবু আগে খেতমজুরের কাজ করতেন। বছর তেরো ধরে ভ্যান চালাচ্ছিলেন। গত বুধবার বিকেলে গুপ্তিপাড়া স্টেশনের কাছে দাঁড়িয়ে ছিলেন ওই প্রৌঢ়। সে সময়ে তাঁর পকেট থেকে বিড়ির প্যাকেট মাটিতে পড়ে যায়। তিনি নিচু হয়ে সেটি তোলেন। তখন কয়েক জন ভ্যানচালক ‘মজা করে’ বলতে থাকেন, ‘রাস্তায় পড়ে থাকা টাকা কুড়িয়ে নেন রবীন্দ্রনাথবাবু’।
শুধু তখনই নয়, এর পর থেকে ক্রমাগত বিষয়টি নিয়ে ওই সহকর্মীরা তাঁকে ‘উত্যক্ত’ করতে থাকেন। তাঁর স্ত্রী ঊর্মিলাদেবী বলেন, “বিষয়টি নিয়ে অপমানিত বোধ করেন স্বামী। আমাকেও সে কথা বলেছিলেন। মনমরা হয়ে পড়েছিলেন।” গুপ্তিপাড়া স্টেশন ভ্যানচালক সমিতির সদস্য মনোরঞ্জন দাসের আক্ষেপ, “উনি যদি আমাদের কাছে বিষয়টি বলতেন, তবে যাঁরা ওঁকে খেপাচ্ছিলেন তাঁদের নিষেধ করে তা বন্ধ করতে পারতাম।”
|