মানেসর-কাণ্ডে ‘দোষী’দের কড়া শাস্তি দেওয়া থেকে তাঁরা পিছু হটবেন না, ভারত সফরে এসেই তা স্পষ্ট করে দিয়েছিলেন সুজুকি-র চেয়ারম্যান ওসামু সুজুকি। মানেসরের ঘটনার মূল কারণ খুঁজে বার করার জন্য এ বার হরিয়ানার মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র সিংহ হুডার কাছে আর্জি জানালেন তিনি। প্রশাসনের কাছে তাঁর আর্জি, মানেসরে ঠিক কী ঘটেছিল এবং কেন ঘটেছিল, তা খুঁজে বার করুক এ ঘটনায় নিযুক্ত বিশেষ তদন্তকারী দল বা ‘সিট’।
হিংসাত্মক ঘটনায় এক মাস বন্ধ থাকার পরে সম্প্রতি মারুতি-সুজুকি-র মানেসরের কারখানা ফের চালু হলেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। বরং গোলমালের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে কর্তৃপক্ষ ৫০০ শ্রমিককে ছাঁটাই করায় বিতর্ক তৈরি হয়েছে। ইউনিয়নগুলি শ্রমিকদের পুনর্বহালের দাবি তুললেও কর্তৃপক্ষ এখনও নিজেদের সিদ্ধান্তে অনড়। সুজুকি চেয়ারম্যানেরও দাবি, এটি শিল্প-বিরোধ সংক্রান্ত সমস্যা নয়, বরং অপরাধমূলক ঘটনা। |
হরিয়ানার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে মারুতি সুজুকি চেয়ারম্যান
ওসামু সুজুকি। নয়াদিল্লিতে রবিবার। ছবি: পিটিআই |
এই পরিপ্রেক্ষিতে আজ হরিয়ানার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ওসামু সুজুকি। মারুতি-সুজুকির চেয়ারম্যান আর সি ভার্গব, এমডি এবং সিইও শিনজো নাকানিশি এবং সিইও (প্রশাসন) ওয়াই এস সিদ্দিকিও তাঁর সঙ্গে ছিলেন। বৈঠকের পরে ভার্গব বলেন, “সিট যাতে ওই ঘটনার মূল কারণ খুঁজে বার করে, সে জন্য মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছেন সুজুকি। দোষীদের শাস্তি দেওয়ার পক্ষে মত দেন মুখ্যমন্ত্রীও।” মুখ্যমন্ত্রীও পরে একই কথা জানান। তাঁর দাবি, মানেসরের ঘটনায় হরিয়ানা সরকারের ভূমিকা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন সুজুকি। সাত-দশ দিনের মধ্যে কারখানাটি পুরোদমে চালু হবে বলে জানান মুখ্যমন্ত্রী।
হুডার সঙ্গে বৈঠকের আগে গুজরাতের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন সুজুকি। সেখানে মারুতি-র নতুন কারখানা এলাকা পরিদর্শন করেন তিনি। সম্প্রতি জাপান সফরে গিয়ে মোদিও সুজুকি-র সঙ্গে দেখা করেছিলেন। মানেসরের ঘটনার পরে মারুতি হরিয়ানা থেকে কারখানা সরিয়ে নেবে কি না, তা নিয়ে যে-গুঞ্জন শুরু হয়েছিল, দু’জনের দু’দফার বৈঠকের পরে তা আরও মাথাচাড়া দেয়।
যদিও সেই জল্পনা উড়িয়ে দিয়ে ভার্গব দাবি করেন, গুজরাতে সংস্থাটির নতুন লগ্নি তাঁদের ব্যবসা সম্প্রসারণ পরিকল্পনার অন্তর্গত। এর সঙ্গে হরিয়ানা থেকে কারখানা স্থানান্তরের কোনও সম্পর্ক নেই। তিনি বলেন, “আগামী দিনে মানেসরেও থাকব। ইতিমধ্যেই সেই কারখানা খুলেছে।” |