ট্রাক থামিয়ে ছিনতাই জাতীয় সড়কে
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
লোহার ফালি রাস্তায় ফেলে জাতীয় সড়কের উপর দিয়ে চলাচলকারী ট্রাক চালকদের কাছে থেকে মোবাইল ও টাকাপয়সা ছিনতাইয়ের চেষ্টা চালাল এক দল দুষ্কৃতী। শনিবার গভীর রাতে ৬০ নম্বর রানিগঞ্জ-মোড়গ্রাম জাতীয় সড়কে, রামপুরহাট থানার তানাচুরা সেতুর উপর ওই ঘটনাটি ঘটে। জেলার পুলিশ সুপার হৃষিকেশ মিনা বলেন, “ফালিবাজদের দৌরাত্ম্যে ট্রাক চালকরা হয়রান হচ্ছেন। শনিবার গভীর রাতে এরকম ভাবে ট্রাক চালকদের মারধর করে তাঁদের কাছে থেকে টাকা ও মোবাইল ছিনতাই করার চেষ্টা চালানো হয়েছে এ কথা ঠিক। তবে এখনও পর্যন্ত সুনির্দিষ্ট কোনও অভিযোগ হয়নি।” প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরে ৬০ নম্বর রানিগঞ্জ-মোড়গ্রাম জাতীয় সড়কে ফালিবাজদের দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় ট্রাক চালকেরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। ভুক্তভোগীরা ভয়ে পুলিশের কাছে এ নিয়ে কোনও অভিযোগও জানাতে পারছেন না। স্থানীয় সূত্রের খবর, শনিবার রাতের ঘটনায় রামপুরহাটের তানাচুরা সেতুর কাছে অন্তত ছয় থেকে সাতটি ট্রাকের চাকায় লোহার ফালি ফেলে ট্রাক আটকে চালকদের aকাছে থেকে ছিনতাইয়ের চেষ্টা চালানো হয়। এক ট্রাক চালকের দাবি, “ফালিবাজদের দৌরাত্ম্যে আমার ট্রাকের চাকা খারাপ হয়ে গেলে মেরামত করতে নামি। তখনই রাস্তার ধারে ঝোঁপের আড়ালে থাকা কয়েকজন দুষ্কৃতী বেরিয়ে এসে আক্রমণ করে। আমাকে মারধর করে টাকা ও ২টি মোবাইল নিয়ে নেয়। আমার অবস্থা দেখে পেছনের ট্রাক চালকেরা ভয়ে ট্রাক থামাতে সাহস করেননি।” তাঁর আরও দাবি, দূরদূরান্ত থেকে ট্রাকে করে মাল নিয়ে যাই বলে পুলিশি হয়রানির মধ্যে দিয়ে তাঁদের যেতে হয়। তাই পুলিশের কাছে অভিযোগ জানিয়ে ঝামেলা বাড়াতে চান না কেউই। |
প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন বোলপুরে
নিজস্ব সংবাদদাতা • বোলপুর |
একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে রাজ্যের প্রথম খাদ্য প্রক্রিয়াকরণ এবং সংরক্ষণ প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন হল। শনিবার শান্তিনিকেতনে ওই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান বিভাগের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। মন্ত্রীর দাবি, “গ্রাম ও শহরের অসংগঠিত মানুষকে স্বনির্ভর করার লক্ষ্যে রাজ্য সরকারের বিভিন্ন পদক্ষেপের মধ্যে এই প্রশিক্ষণ কেন্দ্র অন্যতম। খাদ্য বা ফসলকে বিশেষ প্রক্রিয়াকরণের মাধ্যমে সুস্বাদু খাদ্যে রূপান্তরিত করা এবং উপযুক্ত বাজার তৈরি করার লক্ষ্যে এই প্রশিক্ষণ কেন্দ্রের পরিকল্পনা।” ছিলেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের পরিসংখ্যান ও পরিকল্পনা রূপায়ণ মন্ত্রী চন্দ্রনাথ সিংহও। এ দিনের অনুষ্ঠানে প্রশিক্ষকদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়।
|
বেহুঁশ করে লুঠের অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • দুবরাজপুর |
কাজ সেরে বাড়ি ফেরার পথে মারধর করে এক ব্যক্তির টাকাপয়সা, মোবাইল ও সাইকেল ছিনতাই করে পালাল একদল দুষ্কৃতী। রবিবার সকালে দুবরাজপুর থানায় এই মর্মে একটি অভিযোগ দায়ের করেছেন স্থানীয় একটি বেসরকারি হাসপাতালের কর্মী শেখ হুসামুদ্দিন। দুবরাজপুরের শিমুলডিহি গ্রামের বাসিন্দা ওই যুবকের দাবি, “শনিবার রাত আটটা নাগাদ বাড়ি ফেরার পথে হেতমপুর রাজবাড়ির কাছে জনা পাঁচেক দুষ্কৃতী আমাকে আটকায়। সঙ্গে থাকা জিনিসপত্র কেড়ে নেওয়ার পর পালাতে চেষ্টা করলে ওই দুষ্কৃতীরা আমার হাত-পা বেঁধে অজ্ঞান করে রাস্তার ধারে জঙ্গলে ফেলে রেখে পালায়।” সারা রাত তিনি ওই ভাবে জঙ্গলেই পড়ে ছিলেন বলে জানিয়েছেন। রবিবার সকালে জ্ঞান ফিরলে পথচারীদের সাহায্যে নিজেকে মুক্ত করে তিনি দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি হন। পরে পুলিশে অভিযোগ জানান। পুলিশ ঘটনার তদন্ত শুরু করছে।
|
পুলিশকে ট্রাকের ধাক্কা
নিজস্ব সংবাদদাতা • দুবরাজপুর |
পাথর ভর্তি ট্রাকের ধাক্কায় জখম হলেন এক কর্তব্যরত পুলিশকর্মী। শনিবার বিকালে ঘটনাটি ঘটেছে রানিগঞ্জ-মোরগ্রাম ৬০ নম্বর জাতীয় সড়কে, দুবরাজপুর থানার গড়গড়া কালী মন্দিরের কাছে। বিদ্যাসাগর উপাধ্যায় নামে দুবরাজপুর থানার ওই পুলিশকর্মীকে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ জানিয়েছে, এ দিন বিকালে এলাকায় যানবাহন নিয়ন্ত্রণের দায়িত্বে ছিলেন বিদ্যাসাগরবাবু। সেই সময় তিনি পাথরের একটি ট্রাককে দাঁড় করিয়েছিলেন। কিন্তু ওই গাড়িটি হঠাৎই তাঁকে ধাক্কা মেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ অবশ্য গাড়িটিকে ধরে ফেলেছে।
|
কিশোরীকে ‘ধর্ষণ’
নিজস্ব সংবাদদাতা • মুরারই |
পড়শি দুই যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করল এক কিশোরী। শনিবার রাতে মুরারই থানা এলাকার ঘটনা। ঘটনায় পুলিশ অভিযুক্ত দুই যুবককে আটক করেছে। বীরভূম জেলার পুলিশ সুপার বলেন, “ওই কিশোরীর মেডিক্যাল টেস্ট করানোর ব্যবস্থা করা হচ্ছে। আমরা ঘটনার তদন্ত শুরু করেছি।” ওই কিশোরীর পরিবারের সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত ৯টা নাগাদ বাড়িতে শৌচাগার না থাকার জন্য বাড়ির প্রাচীর লাগোয়া একটি জায়গায় ওই কিশোরী গিয়েছিল। তখনই দুই পড়শি যুবক তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। |