কুমলাই বাগানে অচলাবস্থা কাটল |
নিজস্ব সংবাদদাতা • মালবাজার |
অচলাবস্থা কাটল মালবাজারের কুমলাই চা বাগানে। শুক্রবার মালবাজার মহকুমাশাসকের দফতরে ত্রিপাক্ষিক বৈঠকে জট কাটে। গত একমাস ধরে বন্ধ ছিল চা বাগানের স্বাভাবিক কাজকর্ম। ওই সময়ে তিনজন মারাও যান। শ্রমিক সংগঠনগুলির অভিযোগ ছিল, অপুষ্টি থেকেই মৃত্যুর ঘটনা ঘটেছে। এদিন ত্রিপাক্ষিক বৈঠক শেষে মালিক পক্ষের প্রতিনিধি হিসেবে বৈঠকে যোগ দেওয়া কুমলাই টি কোম্পানির নির্বাহী হিসাবরক্ষক পূর্ণেন্দু চক্রবর্তী জানান, আজ, শনিবার শ্রমিকদের বকেয়া ১৫ দিনের বেতন দেওয়া হবে। স্টাফ ও সাব স্টাফদেরও একমাসের বকেয়া বেতন দেওয়া হবে। |
|
শুক্রবার মহকুমাশাসকের দফতরে ছবিটি তুলেছেন দীপঙ্কর ঘটক। |
১৬ ও ২৫ অগস্ট শ্রমিক ও কর্মীদের জুলাই মাসের বকেয়া বেতন মিটিয়ে দেওয়া হবে। মঙ্গলবার থেকেই ফের চা উৎপাদন শুরু হবে। মালবাজার ব্লক প্রশাসনের মাধ্যমে যাতে কুমলাই বাগানে ১০০ দিনের প্রকল্প চালু হয় সে জন্য এ দিন মালিক আর্জি জানান। বৈঠকে বিডিও প্রেম বিভাস কাঁসারী ও সহকারী শ্রম কমিশনার বলদেব মণ্ডল, এনইউপিডব্লিউ, প্রোগ্রেসিভ টি ওয়ার্কার্স ইউনিয়ন এবং সিটুর প্রতিনিধিরা ছিলেন। সিপিএমের মালবাজার বিধানসভার বিধায়ক বুলু চিকবরাইক ও চা বাগান মালিকপক্ষের সংগঠন ডিবিআইটিএর সচিব প্রবীর ভট্টাচার্যও ছিলেন। মহকুমাশাসক নারায়ণ বিশ্বাস বলেন, “আপাতত ব্লক প্রশাসনের মাধ্যমে বাগানে ১০০ দিনের কাজ হবে।” |
|