|
|
|
|
কলকাতায় অপমৃত্যু তৃণমূল সমর্থকের |
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি |
২১ জুলাইয়ের সমাবেশে যোগ দিতে কলকাতায় গিয়ে রহস্যজনক ভাবে মৃত্যু হয়েছে জলপাইগুড়ির এক তৃণমূল সমর্থকের। বৃহস্পতিবার কলকাতার নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন জলপাইগুড়ি শহর লাগোয়া মোহিতনগরের বাসিন্দা রকেট সরকারের (৩৪) মৃত্যু হয়। দলীয় সূত্রে জানা গিয়েছে, তিনি ২১ জুলাই কলকাতায় পৌঁছে শিয়ালদহ স্টেশনেই অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ অবস্থায় তাঁকে নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পরে সুস্থ হয়ে ওঠায় তাঁকে হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া হয় বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। এরপরে সে দিন রকেটবাবুকে দলীয় সমর্থকরা খুঁজে পাননি বলে জানিয়েছেন। গত ২৪ জুলাই রকেটবাবু নীলরতন সরকার হাসপাতালে ভর্তি রয়েছেন বলে দলের নেতারা জানতে পারেন। দলের তরফে তখন হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে চিকিৎসার ব্যবস্থা করা হয়।
তবে ২২ জুলাই থেকে ২৪ জুলাই রকেটবাবু কোথায় ছিলেন তার কোনও হদিশ দল বা পরিবারের লোকেরা জানেন না বলে দাবি করেছেন। পরিবার সূত্রে জানানো হয়েছে, শিয়ালদহ স্টেশনের জিআরপি কর্মীরাই রকেটবাবুকে ফের হাসপাতালে ভর্তি করেন বলে জানা গিয়েছে। ২১ জুলাইয়ের দিনই শিয়ালদহ স্টেশন লাগায়ো এলাকায় একটি পথ দুর্ঘটনায় রকেটবাবু জখম হন বলে একটি সূত্রে জানা গিয়েছে। তাঁর হাতে এবং মাথায় চোট লাগে বলে জানানো হয়। বৃহস্পতিবার নীলরতন সরকার মেডিক্যাল কলেজে রকেট সরকারের মৃত্যু হয়। তবে কোথায় রকেটবাবুর দুর্ঘটনা হল তার কোনও নির্দিষ্ট তথ্য দল বা পরিবারের কাছে নেই। শুক্রবার রকেটবাবুর মৃতদেহ জলপাইগুড়ির মোহিতনগরের বাড়িতে পৌঁছয়। সেখানে তৃণমূলের তরফে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়। দলের তরফে মৃতের পরিবারকে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেসের জলপাইগুড়ি সাংগঠনিক জেলা সভাপতি চন্দন ভৌমিক বলেন, “খুবই দুঃখজনক ঘটনা। দলের তরফে মৃতের পরিবারকে দেখভাল করা হবে।” |
|
|
|
|
|