|
|
|
|
জট বাড়ছে শিলিগুড়িতে |
কমিশনারেটের উদ্বোধনের দিনেই শুনানি হাইকোর্টে |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
শিলিগুড়ি পুলিশ কমিশনারেট নিয়ে আইনগত সমস্যা ঘোরালো হয়ে উঠেছে।
ওই কমিশনারেট তৈরি নিয়ে পদ্ধতিগত আপত্তি তুলে কলকাতা হাইকোর্টে মামলা করেছেন দুই আইনজীবী। শুনানির জন্য শুক্রবার মামলাটি ওঠে বিচারপতি দীপঙ্কর দত্তের এজলাসে। আবেদনকারীদের তরফে আইনজীবী সুব্রত মুখোপাধ্যায় বলেন, প্রস্তাবিত শিলিগুড়ি কমিশনারেটে পাশের জেলা জলপাইগুড়ি থেকে একটি থানা (ভক্তিনগর)-কেও অন্তর্ভুক্ত করা হয়েছে। আইনে কোনও জেলার থানাকে অন্য জেলার পুলিশ কমিশনারেটের অন্তর্ভুক্ত করা যায় না।
সুব্রতবাবু তাঁর সওয়ালে বলেন, ওই কমিশনারটে গড়া নিয়ে জলপাইগুড়ি আদালতে আইনজীবীরা কর্মবিরতি শুরু করেছেন। ৬ অগস্ট, সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই কমিশনারেট উদ্বোধন করার কথা আছে। আদালত এ ব্যাপারে হস্তক্ষেপ করুক। বিচারপতি দীপঙ্কর দত্ত রাজ্য সরকারের কাছে মামলার আবেদনের প্রতিলিপি পাঠাতে বলেন। সেই সঙ্গে বিচারপতি জানিয়ে দেন, ৬ অগস্টই তিনি মামলাটি শুনবেন।
রাজ্য সরকার শিলিগুড়ি পুলিশ কমিশনারেট তৈরির যে-সিদ্ধান্ত নিয়েছে, সেই ব্যাপারে হাইকোর্টের সম্মতি চাওয়াটা একটা প্রথা। সেই সম্মতি চেয়ে বৃহস্পতিবারেই চিঠি পৌঁছেছে হাইকোর্টে। অসুস্থতার জন্য প্রধান বিচারপতি দু’দিন হাইকোর্টে আসেননি। শুক্রবারেও আসতে পারেননি। তবে সরকারি চিঠির প্রতিলিপি প্রধান বিচারপতির তরফে সব বিচারপতির কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। হাইকোর্ট সূত্রের খবর, পুলিশ কমিশনারেট তৈরির ব্যাপারে হাইকোর্টের সম্মতি নেওয়াটা একটা প্রথাগত ব্যাপার। হাইকোর্টের সম্মতি পেতে কোনও সমস্যা হওয়ার কথাও নয়। কিন্তু ওই কমিশনারেট গঠন নিয়ে যে-আইনি সমস্যা তৈরি হয়েছে এবং তা নিয়ে যে-মামলা দায়ের হয়েছে, তার বিচার চলবে পৃথক ভাবে। মামলার শুনানি চলবে বিচারপতি দীপঙ্কর দত্তের এজলাসে।
মহাকরণ সুত্রের খবর, সমস্যা মেটাতে সরকার দু’টি বিকল্প প্রস্তাব নিয়ে ভাবছে।
এক) ভক্তিনগর থানা এলাকাকে দার্জিলিং জেলার অন্তর্ভুক্ত করা।
দুই) শিলিগুড়ি পুলিশ কমিশনারেট থেকে ভক্তিনগরকে বাদ দেওয়া।
সে-ক্ষেত্রে দার্জিলিং জেলার চারটি থানা নিয়ে হবে শিলিগুড়ি কমিশনারেট। শিলিগুড়ি মহকুমায় আরও অন্তত দু’টি নতুন থানা তৈরির প্রস্তাবও রয়েছে। নতুন দু’টি থানাকে শিলিগুড়ি কমিশনারেটে যুক্ত করে দেওয়া হবে। যদিও ভৌগোলিক ভাবে ভক্তিনগর থানা একেবারে শিলিগুড়ি শহরেরই লাগোয়া। |
|
|
|
|
|