এক অলঙ্কার ব্যবসায়ীকে অপহরণ করে ১০ লক্ষাধিক টাকা মুক্তিপণ চেয়ে দুষ্কৃতীরা তাঁর ছেলের মোবাইলে ফোন করল। শুক্রবার রাতে মাটিগাড়ার ওই ব্যবসায়ীর ছেলে অভিযোগ জানান। পুলিশ জানায়, ওই ব্যবসায়ীর নাম রামাশ্রয় প্রসাদ সরাব। তাঁর বাড়ি শিলিগুড়ি থানার বিধানমার্কেটের সোনাপট্টিতে। হিলকার্ট রোডে তাঁর একটি দোকান রয়েছে। তিনি সুদের কারবারের সঙ্গেও জড়িত রয়েছেন বলে পুলিশ জানায়। শিলিগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার এ রবীন্দ্রন বলেন, “একটি অপহরণের মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।”
রামাশ্রয়বাবুর ছেলে জিতেন্দ্রপ্রসাদু পুলিশের কাছে অভিযোগ করেন, ব্যবসার সংক্রান্ত লেনদেন নিয়ে প্রায় প্রতি দিন মাটিগাড়ার কদমতলায় যেতেন ওই ব্যবসায়ী। এ দিন সকালে সিটি অটোতে চেপে কদমতলায় রওয়ানা দেন তিনি। তার পর থেকে তিনি আর ফেরেননি। সন্ধ্যা ৬টা নাগাদ জিতেন্দ্রপ্রসাদের মোবাইলে ফোন করে তাঁর বাবাকে কদমতলা থেকে অপহরণ করা হয়েছে বলে দাবি করা হয়। তাঁকে কোচবিহারে নিয়ে যাওয়া হয়েছে বলে জানায় অপহরণকারীরা। পাশাপাশি মুক্তিপণ হিসেবে ১০ লক্ষ টাকাও দাবি করা হয়। ওই ফোন পাওয়ার পর শিলিগুড়ি থানায় যোগাযোগ করেন জিতেন্দ্রপ্রসাদ। সেখান থেকে তাঁকে মাটিগাড়া থানায় পাঠিয়ে দেওয়া হয়। পুলিশ ও অপহৃতের পরিবারের লোকজন রামাশ্রয়বাবুর মোবাইলে বার বার যোগাযোগ করার চেষ্টা করেন। কিন্তু তাঁর মোবাইল বন্ধ ছিল।
পুলিশ জানায়, যে এলাকা থেকে ওই ব্যবসায়কে অপহরণ করা হয়েছে বলে দাবি, সেখানকার কোনও লোকজনেরই অপহরণ করার মতো ঘটনা নজরে পড়েনি। সে ক্ষেত্রে তাঁকে কী অন্য কোথাও থেকে অপহরণ করা হয়েছে? শিলিগুড়ি পুলিশের এক কর্তা বলেন, “ওই ব্যবসায়ী শিলিগুড়ি থেকে মাটিগাড়া প্রায় নিয়মিতই যাতায়াত করেন। সে ক্ষেত্রে প্রধান সড়ক ধরেই তাঁর যাতায়াত। কোনও জায়গা থেকে তাঁকে অপহরণ করা হলে কারও চোখে তা পড়ার কথা। তিনি বলেন, “সব দিকই খতিয়ে দেখা হচ্ছে।” |