টুকরো খবর
ভর্তির দাবিতে বন্ধ, অবরোধ
স্নাতক স্তরে ছাত্রছাত্রীদের ভর্তির দাবিতে শনিবার কদমতলায় পথ অবরোধ এবং শুক্রবার থেকে বাগডোগরা কলেজে অনির্দিষ্টকাল বন্ধ ডাকল ছাত্র পরিষদ। শনিবার বেলা ১২টা থেকে প্রায় আড়াই ঘন্টা অবরোধ চলে কদমতলায়। গত শুক্রবার সিপি অসম মোড় অবরোধ করে। এ দিন অবরোধের পরে প্রশাসনের তরফে সমস্যা খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে। একই দাবিতে টিএমসিপিও আন্দোলনে নেমেছে। শুক্রবার সন্ধ্যে পর্যন্ত সংগঠনের সমর্থকরা আনন্দচন্দ্র কলেজের অধ্যক্ষকে ঘেরাও করে। অন্য দিকে, স্নাতক বর্ষে আরও এক হাজার ছাত্রছাত্রীর ভর্তির দাবিতে বন্ধ ডাকল সিপি। দলের দার্জিলিং জেলা সভাপতি অমিত তালুকদার বলেন, “ওই ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। এটা মানা যায় না।” কলেজ কর্তৃপক্ষ জানান, এখনও ভর্তি প্রক্রিয়া চলছে।

দু’জায়গায় কাজ, নালিশ
প্রায় ১০ বছর ধরে একযোগে দু’টি সরকারি প্রকল্পের সহায়িকা হিসেবে কী ভাবে এক প্রয়াত সিপিএম নেতার স্ত্রী কাজ করছেন, সেই প্রশ্ন তুলে সরব হল তৃণমূল। শুক্রবার তৃণমূল কংগ্রেসের তরফে ফালাকাটা ব্লকের বিডিও-র কাছে বিষয়টি নিয়ে স্মারকলিপি দেওয়া হয়। তৃণমূলের অভিযোগ, দেওগাঁ পঞ্চায়েতে এক মহিলা একইসঙ্গে আইসিডিএস ও শিশু শিক্ষা কেন্দ্রের সহায়িকার পদে কাজ করছেন। যা নিয়মবিরুদ্ধ। বিডিও সুশান্ত মণ্ডল বলেন, “অভিযোগ পেয়েছি। ওই মহিলাকে কারণ দর্শাতে বলা হয়। তিনি জবাব দিয়েছেন। সব কিছু খতিয়ে দেখা হবে।” সিপিএম নেতারা জানিয়েছেন, দশ বছর আগে ওই মহিলার স্বামী, যিনি প্রায় সর্বক্ষণের দলীয় কর্মী ছিলেন তাঁর মৃত্যু হয়। দুটি মেয়েকে মহিলাটি অথৈ জলে পড়ে যান। মানবিকতার কথা ভেবে সে সময় গ্রামের লোকজনের আর্জি মত সারাদিনে পর্যায়ক্রমে দুটি প্রকল্পে সহায়িকার কাজ দেওয়া হয়। এতদিন দুটি পদ মিলিয়ে মাসে হাজার দুয়েক টাকা পেতেন। ফালাকাটা জোনাল সম্পাদক শ্যামল কলি বসু বলেন, “এটা কোনও সরকারি চাকরি নয়। গ্রামের সকলের মত নিয়ে মানবিকতার খাতিরে একযোগে দুটি কাজ দেন প্রকল্পের কর্তারা।” তৃণমূল নেতা যতীন রায় জানান, বিধি অমান্য করার জন্য কড়া ব্যবস্থা নিতে হবে।

সার্কিট বেঞ্চ আবাসন সংস্কারে বরাদ্দ
সার্কিট বেঞ্চের অস্থায়ী ভবন এবং বিচারপতিদের আবাসন সংস্কারের জন্য ৪০ লক্ষ টাকা বরাদ্দ করল রাজ্য সরকার। শনিবারই দরপত্র আহ্বানের প্রক্রিয়া শুরু হয়েছে। পূর্ত দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী ১৮ অগস্ট জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনের শিলান্যাস করতে আসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি জয়নারায়ণ পটেলও শিলান্যাসে উপস্থিত থাকতে পারেন বলে জানা গিয়েছে। ২০০৫ সালে প্রস্তুত হওয়া সার্কিট বেঞ্চের অস্থায়ী ভবন তথা জেলা পরিষদ ডাকবাংলো, বিচারপতিদের থাকার জন্য দুটি আবাসন রয়েছে। একটি তিস্তা ভবন অন্যটি সার্কিট হাউসের সম্প্রসারিত অংশ। দীর্ঘদিন অব্যহৃত ওই দু’টি ভবনে সংস্কার প্রয়োজন। অন্যদিকে সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনের জমিতে পাঁচিলের কাজের সমস্যা সমাধানে এবং বেঞ্চের পরিকাঠামো সংক্রান্ত প্রস্তুতি খতিয়ে দেখতে সোমবার উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব জলপাইগুড়িতে বৈঠক করবেন।

পুলিশ ‘নিষ্ক্রিয়’, ইভটিজিং চলছেই
পুলিশি নিষ্ক্রিয়তার জেরে রায়গঞ্জের বন্দর এলাকার গার্লস হাইস্কুলের সামনে দুষ্কৃতী-দৌরাত্ম্য বেড়ে চলার অভিযোগ উঠেছে। শুক্রবার দুপুরে বোনকে নিয়ে স্কুল থেকে ফেরার পথে গুলিবিদ্ধ হন সুভাষগঞ্জের দ্বাদশ শ্রেণির ছাত্র সুমন দত্ত। কংগ্রেস-তৃণমূল নেতৃত্ব এবং স্কুল পরিচালন সমিতির কর্তাদের অভিযোগ, দুষ্কৃতীদের দৌরাত্ম্যের কথা পুলিশকে বারবার জানিয়ে কোনও লাভ হয়নি। ব্যবস্থা নেওয়া হলে শুক্রবারের ঘটনা ঘটত না। কংগ্রেস কাউন্সিলর কিশোর গোস্বামী বলেন, “দীর্ঘদিন ধরে স্কুলের সামনে দুষ্কৃতীদের আড্ডা চলছে। বাইকের দাপাদাপি চলছে। ছাত্রীদের উত্ত্যক্ত ও কটুক্তি করার অভিযোগও অনর্গল। পুলিশকে জানিয়ে লাভ হয়নি।” স্কুল পরিচালন সমিতির সভাপতি তৃণমূলের গিরিধারি অগ্রবালের একই অভিযোগ।

মূর্তি ভাঙা, অবরোধ
মালদহের হরিশ্চন্দ্রপুরের তুলসিহাটায় নেতাজি মূর্তিতে ভাঙচুরের ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে প্রায় ঘণ্টা তিনেক ধরে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। শনিবার সকালে দেখা যায় তুলসিহাটা বাস স্ট্যান্ডের ওই নেতাজি মূর্তির চশমা ভেঙে নীচে পড়ে আছে। আশপাশে ছড়িয়ে রয়েছে ইটের টুকরো। এরপরেই শুরু হয় অবরোধ।

গাড়িতে যুবকের দেহ
গাড়িতে পড়ে থাকা এক যুবকের দেহ মিলল রাজগঞ্জের শিকারপুরে। শনিবার সকালে দেহটি পাওয়া যায়। মৃত যুবকের নাম মহম্মদ হাবিদ (২৮)। শিকারপুরের পুরাতন হাট এলাকার বাসিন্দা। নিজের গাড়িতে তাঁর রক্তাক্ত দেহ পড়েছিল। ব্যবসায়িক কারণে বিবাদের জেরেই খুন বলে সন্দেহ।

দ্বিতীয় বিয়ে, জেল
প্রথম স্ত্রী থাকা সত্বেও দ্বিতীয় বিয়ের অভিযোগে ধৃত রমেশ ছেত্রীর ১৩ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। শনিবার শিলিগুড়ি এসিজেএম আদালতের বিচারক সুপ্রিয়া খাঁ ওই নির্দেশ দেন। আদালত সূত্রের খবর, ওই ঘটনায় সহযোগিতার অভিযোগে ধৃত অনা জনকে অবশ্য এ দিন জামিন দেওয়া হয়েছে। আগামী ২৬ জুলাই রমেশবাবুকে ফের আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার শিলিগুড়ি থানায় অভিযোগ করে হেমাদেবী জানান, তাঁর উপর শারীরিক নির্যাতন করতেন রমেশ।

বজ্রাঘাতে মৃত ৩
গঙ্গারামপুরের চালুন এবং জাহাঙ্গীরপুরে বজ্রাঘাতে তিন জনের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় বজ্রাঘাতে জখম হয়েছেন আরও ১২ জন। তাঁরা গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে ভর্তি। পুলিশ জানিয়েছে, রামপদ রায়ের (৪২) বাড়ি চালুনে। অন্য দু’জন মাহমুদ আলি (২৫) ও রহমত আলি (২৬) জাহাঙ্গীরপুরের হাটপুকুরের বাসিন্দা। এ দিন মাঠের কাজ সেরে বাড়ি ফিরছিলেন তাঁরা।

কংগ্রেসের বিক্ষোভ
দলের নেতা-কর্মীদের ষড়যন্ত্র করে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে বলে অভিযোগ তুলে শনিবার চাঁচল থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালেন কংগ্রেস কর্মী সমর্থকরা। চাঁচলের কংগ্রেস বিধায়ক আসিফ মেহবুব বলেন, “পুলিশ নিরপেক্ষ হয়ে তদন্ত করবে এটাই কাম্য। কিন্তু চাঁচল এলাকায় পুলিশের নিরপেক্ষতা বলে কিছু নেই। তৃণমূলের চাপে সাধারণ কর্মীদের পাশাপাশি দলীয় নেতাদেরও মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে।” মালদহের পুলিশ সুপার জয়ন্ত পাল অবশ্য পক্ষপাতের অভিযোগ অস্বীকার করেছেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.