নিউটাউনের প্রস্তাবিত অর্থতালুকে (ফিনান্সিয়াল হাব) বিনিয়োগ টানতে এ বার পথে নামছে কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রক।
গত মার্চ মাসে ফিনান্সিয়াল হাবের উদ্বোধন হয়েছে। তার পর থেকে এখনও পর্যন্ত তিন বার বিজ্ঞাপন দিয়েও বিনিয়োগের জন্য কার্যত কোনও আর্থিক প্রতিষ্ঠানকে রাজি করাতে পারেনি হিডকো। পরিস্থিতি যে খুব আশাব্যঞ্জক নয়, তা স্বীকারও করে নিয়েছেন সরকারি কর্তারা। এই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য সরকারের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে উদ্যোগী হয়েছেন কেন্দ্রীয় নগরোন্নয়ন প্রতিমন্ত্রী তথা তৃণমূলেরই সাংসদ সৌগত রায়।
শনিবার সৌগতবাবু জানান, সরকারি-বেসরকারি বিভিন্ন ব্যাঙ্ক-সহ বিমা সংস্থাগুলিকে সঙ্গে নিয়ে খুব শীঘ্রই একটি বৈঠকে বসবেন তিনি। এ দিন হিডকো আয়োজিত নগরোন্নয়ন বিষয়ক এক আলোচনাসভায় হাজির ছিলেন সৌগতবাবু। সেখানে তিনি বলেন, “অর্থতালুকে বিনিয়োগের জন্য আর্থিক প্রতিষ্ঠানগুলির কাছ থেকে রাজ্য সরকার তেমন সাড়া পাচ্ছে না। আমরা নগরোন্নয়ন মন্ত্রকের পক্ষ থেকে ব্যাঙ্কগুলিকে আলোচনায় ডাকব। যাতে তারা রাজারহাটে প্রস্তাবিত অর্থতালুকে অফিস খোলার জন্য জায়গা নেয়।” নিউটাউনে অর্থতালুক তৈরির পরিকল্পনা বাম আমলের। তখন সেটি ছিল যৌথ উদ্যোগের প্রকল্প। সেখান থেকে সরে এসে নিজেরাই অর্থতালুক তৈরি করবেন বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই ঘোষণার পরে আগ্রহী বিনিয়োগকারীদের কাছ থেকে আবেদনপত্র চেয়ে তিন-তিন বার বিজ্ঞাপন দিয়ে সময়সীমা বাড়িয়েছে হিডকো কতৃর্পক্ষ। কিন্তু তেমন সাড়া পাওয়া যায়নি।
রাজ্যের নগরোন্নয়ন দফতরের মন্ত্রী ফিরহাদ হাকিম এ দিন জানান, অর্থতালুকে জায়গা নেওয়ার ব্যাপারে আর্থিক প্রতিষ্ঠানগুলি এখনও পর্যন্ত বিশেষ আগ্রহ দেখায়নি। সৌগতবাবু উদ্যোগী হয়েছেন সব প্রতিষ্ঠানগুলিকে সঙ্গে নিয়ে আলোচনায় বসার। এর ফলে প্রতিষ্ঠানগুলির বক্তব্য জানা যাবে বলে আশা করছেন ফিরহাদ। বাম আমলে হিডকোর তৎকালীন চেয়ারম্যান গৌতম দেব কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে অর্থতালুকের কাজ অনেকটাই এগিয়ে নিয়ে যান। মহাকরণ সূত্রের খবর, নতুন সরকারও সহযোগিতা চেয়ে অর্থ মন্ত্রক এবং রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরকে চিঠি দিয়েছে। কিন্তু তাতে এখনও সাড়া না মেলায় রাজ্যের পাশে দাঁড়ানোর কথা জানাল নগরোন্নয়ন মন্ত্রক। কারণ মন্ত্রকের নিজস্ব এমন একটি দফতর রয়েছে, যাদের সঙ্গে বিভিন্ন ব্যাঙ্কের আর্থিক লেনদেন সংক্রান্ত কাজ হয়। ফলে দেশের প্রথম সারির ব্যাঙ্ক কর্তাদের বৈঠকে ডাকতে নগরোন্নয়ন মন্ত্রকের সমস্যা হওয়ার কথা নয়। মন্ত্রকের সচিব সুধীর কৃষ্ণও সৌগতবাবুকে সব রকম সহযোগিতা করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। |