|
মনোরঞ্জন ১... |
|
পাটায়ায় হইচই |
তাইল্যান্ডে বাংলা ছবির পুরস্কার অনুষ্ঠান। তারাদের আড্ডা। ঝলক। সঙ্গে ছিলেন ইন্দ্রনীল রায় |
গলদা চিংড়ি, কাঁকড়া, তাই চিকেন থেকে মোহিটো, নানা রকমের খাবার, পানীয় কিছুরই অভাব ছিল না। সঙ্গে ছিল পাঁচতারা হোটেলে থাকা। ঘোরার জন্য সবার আলাদা গাড়ি। ব্যবস্থায় কোনও ত্রুটি রাখেননি আইবিএফ-এর আয়োজক জেট সেটার্স-এর কর্ণধার তারকেশ্বর সিংহ। কিন্তু তা সত্ত্বেও একটা ব্যাপারে তাল কাটলো। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সঞ্চালক হয়ে গেলেন আয়োজক নিজেই। তাতে পুরো অনুষ্ঠানটার জৌলুস কিছুটা হলেও কমল। প্রযোজক কৌস্তুভ রায় তো মঞ্চ থেকেই বললেন, “পরের বছর কায়রোতে যেন পেশাদার সঞ্চালক আনা হয়।”
|
|
বিচ পার্টিতে অঞ্জন দত্ত, নীল ‘গোডো’ দত্ত আর অপর্ণা সেন। খাওয়াদাওয়া, হইচইয়ের মধ্যে হঠাৎ
অঞ্জন ধরলেন লিওনার্ড কোহেন-এর ‘সুসান’ গানটি। সঙ্গে অপর্ণার যুগলবন্দিতে গানের কথা। গিটারে নীল।
|
|
অপর্ণা আর কল্যাণ রায়ের সঙ্গে আড্ডা মারলেন মুনমুন সেন।
|
|
অ্যাওয়ার্ড-এর দিন সকালে পুল-সাইডে জমল আড্ডা। অঞ্জন দত্ত শোনালেন তাঁর ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে
প্রথম যাওয়ার অভিজ্ঞতা। অনিরুদ্ধ রায়চৌধুরী শোনালেন নাটক করার সময় তিনি
কী অম্লানবদনে লাইন
ভুলে যেতেন।
|
|
সারাক্ষণ একসঙ্গে রইলেন চন্দ্রবিন্দুর অনিন্দ্য চট্টোপাধ্যায় আর
অনুপম রায়। এমনকী
সমুদ্রে স্নানও করলেন একসঙ্গে
রিয়া সেন।
|
|
|
|
|
|
|
কাঞ্চনা মৈত্র |
যীশু সেনগুপ্ত |
পাওলি দাম |
রিয়া সেন |
|
|
|
|
পরিচালক সৃজিত মুখোপাধ্যায়,
সঙ্গে রাইমা সেন |
রেড কার্পেটে রাহুল আর প্রিয়ঙ্কা। তখন রাহুলের চিন্তা
রাতে ইউরো
কাপ ফাইনালে
কে জিতবে |
|
|
|
নীল দত্তর সঙ্গে পার্টিতে
পার্নো ‘রঞ্জনা’ মিত্র |
কৌশিক আর চূর্ণী গঙ্গোপাধ্যায়: এমনই নকল করলেন
কৌশিক
যে বাকিরা একমত হল কোনও দিন তাই ছবিতে
অনায়াসে
ডাবিং করতে পারেন তিনি। |
|
|
|