উত্তরবঙ্গ |
গুরুঙ্গের সঙ্গে বৈঠকে বিভেদ মুছলেন মুখ্যমন্ত্রী |
|
অনিন্দ্য জানা, কালিম্পং: মেলালেন তিনি মেলালেন।
তিনি নেপালি কবি ভানুভক্ত।
জিটিএ নির্বাচনে লড়াই নিয়ে গোর্খা জনমুক্তি মোর্চার সঙ্গে তৃণমূলের সম্পর্কে যে সাম্প্রতিক ‘টানাপোড়েন’ তৈরি হয়েছিল, শুক্রবার তা মিটে গেল মোর্চা প্রধান বিমল গুরুঙ্গের সঙ্গে তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে। যে বৈঠকের পরে গুরুঙ্গ বললেন, “গত দু’তিন দিনে যে দূরত্ব তৈরি হয়েছিল, তা মিটে গিয়েছে।” |
|
সঞ্জয় চক্রবর্তী, শিলিগুড়ি: উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকার বন্যা ও নদী ভাঙন রোধের জন্য ৬টি প্রকল্প বাবদ ব্রহ্মপুত্র বোর্ড থেকে দ্রুত অন্তত ১৬০ কোটি টাকা বরাদ্দ আদায় করতে উদ্যোগী হয়েছে রাজ্য সেচ দফতর। সরকারি সূত্রের খবর, সেচমন্ত্রী মানস ভুঁইয়াও তাড়াতাড়ি টাকা দেওয়ার জন্য কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রী পবন বনশালকে একাধিকবার অনুরোধ করেছেন। ওই কাজ ত্বরান্বিত করতে রাজ্য সরকারের তরফে সেচ দফতরের শিলিগুড়ির এগজিকিউটিভ ইঞ্জিনিয়র সমর সরকারকে ‘নোডাল অফিসার’ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। |
ভাঙন রোধে
১৬০ কোটির প্রকল্প |
|
স্কুলের কাছেই
গুলিবিদ্ধ তরুণ |
|
|
অনিয়মিত হাজিরার নালিশ,
শিক্ষকদের ঘরে তালা |
নগদে উঠছে নাম,
নালিশ ঘর-প্রাপকের |
|
টুকরো খবর |
|
শিলিগুড়ি-জলপাইগুড়ি |
বৌভাতের আসরে গ্রেফতার
নেতার ভাইপো |
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি: প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও ফের দ্বিতীয় বিয়ের অভিযোগ। এ বার বৌভাতের আসর থেকে গ্রেফতার হয়েছেন দার্জিলিঙের প্রাক্তন কংগ্রেস সাংসদ কৃষ্ণবাহাদুর ছেত্রীর ভাইপো রমেশ ছেত্রী। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটে শিলিগুড়ি থানার পানিট্যাঙ্কি মোড়ে পুরসভার একটি অতিথি নিবাসে। পুলিশ জানায়, রমেশের বাড়ি কার্শিয়াঙের দিলারামে। |
|
কৌশিক চৌধুরী, শিলিগুড়ি: শহরের একটি বেসরকারি ম্যানেজমেন্ট কলেজের ছাত্রী সাথী। গত বছর সেপ্টেম্বর মাস শিলিগুড়ির পাসপোর্ট দফতরে নতুন পাসপোর্টের জন্য আবেদন করেন। মাস ছয়েক পরেও পাসপোর্ট না পেয়ে তিনি তাঁকে দৌড়াদৌড়ি করতে হয় কলকাতার দফতরেও। একই অবস্থার মধ্যে পড়েন দার্জিলিঙের বাসিন্দা বিকাশ রাই। দুই জনই শেষে কেন্দ্রীয় সরকারের নির্দিষ্ট বিভাগে অভিযোগ দায়ের করেন। |
পাসপোর্ট সেবাকেন্দ্র
চায় শিলিগুড়ি শহর |
|
কমিশনারের থেকে রিপোর্ট তলব মন্ত্রীর |
|
রাস্তা নিয়ে জনস্বার্থে মামলা হল |
দলমোড়ের রানি ঠাঁই পেল হোমে |
|
টুকরো খবর |
|
চিত্র সংবাদ |
|
|