ভিজলেন ‘কৃতজ্ঞ’ মুখ্যমন্ত্রীও
মমতার দেখা পেতে ঝাঁপিয়ে পড়ল কাকভেজা কোচবিহার
তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ ঘোষ মঙ্গলবার রাতেই জাঁক করে বলেছিলেন, “ভাসাইয়া দিমু!”
বুধবার ভাসল বটে কোচবিহার। বারিধারা এবং জনস্রোতে।
মঙ্গলবার গভীর রাত থেকে যে প্রবল প্রাকৃতিক দুর্যোগ শুরু হয়েছিল শহরে, তা জারি রইল যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুপুর আড়াইটে নাগাদ ভিড় থইথই রাজবাড়ির মাঠ ছেড়ে বেরিয়ে আসছেন। গত বিধানসভা ভোটেও এই শহরের রং ছিল লাল (কোচবিহার উত্তর এবং দক্ষিণ দু’টি বিধানসভা আসনই জিতেছিল ফরওয়ার্ড ব্লক)। এ দিন তা বদলে গিয়ে হল ‘ছাতারে’ কালো!
মমতাকে দেখার জন্য ছাতায় ছাতাক্কার শহর!
একটা সাদা এসইউভি-কে ঘিরে কালো কালো ছাতার ভিড়।
অচেনা মুহূর্ত। সভামঞ্চে দোতারা হাতে। ছবি: অশোক মজুমদার।
হাওয়া অফিস বলছে, শহরে বৃষ্টিপাতের পরিমাণ ২০০ মিলিমিটারেরও বেশি। গোটা শহর জলে ভাসছে। কিন্তু তিনি মমতা বন্দ্যোপাধ্যায় তো আবার বৃষ্টিতেই প্রবল স্বচ্ছন্দ। ঘড়ি ধরে বেলা ১১টায় তিনি প্রশাসনিক বৈঠকে। আবার ঘড়ি মেলানোর মতো সময়ে বেলা ১টায় রাজবাড়ির মাঠে।
পরিস্থিতিটা গত বছর একুশে জুলাইয়ের ব্রিগেড সমাবেশের মতো। গোটা মাঠে জল উপচে পড়ছে। গোড়ালি-ডোবা জলে কার্যত নাকানিচোবানি খাচ্ছেন মানুষ। কিন্তু তা-ও তাঁরা নড়ছেন না!
দুর্যোগের আশঙ্কায় উদ্যোক্তারা গোটা মাঠে সামিয়ানা খাটিয়েছিলেন। লোক ভিড় করেছিল তার তলায়। কিন্তু সামিয়ানা ছাপিয়ে মাঠের গ্যালারিতে ছাতা-মাথায় লোক। সামিয়ানার বাইরে নিরাপত্তা বেষ্টনীর ব্যারিকেডে ধাক্কা মারছে কাকভেজা জনস্রোত। যা দেখে মমতাও মঞ্চের আচ্ছাদন থেকে বেরিয়ে পড়লেন মাথার উপর দুটো হাত তুলে।
বৃষ্টিতে প্রায় সপসপে ভিজে গিয়েছে পরনের শাড়ি (সম্ভবত এই প্রথম কোনও মুখ্যমন্ত্রী সভাস্থল ছেড়ে পরবর্তী গন্তব্যে রওনা হওয়ার আগে মঞ্চের পিছনে গিয়ে পরিধেয় বদলাতে বাধ্য হলেন। কারণ, তার পরেও তাঁকে প্রায় তিন ঘণ্টা গাড়িতে সফর করতে হবে)। পায়ের ফটফটে সাদা হাওয়াই চপ্পল (ইদানীং আর পরিচিত আকাশি নীল-সাদা হাওয়াই পরছেন না মমতা। ঘনিষ্ঠ মহলে কারণ কিছু জানাননি। হতে পারে, কলকাতা-সহ গোটা রাজ্যে আকাশি নীল-সাদা রংয়ের কম্বিনেশনকে তাঁর পায়ের আটপৌরে হাওয়াইয়ের রংয়ের সঙ্গে মিলিয়ে এক নেত্রী কটাক্ষ করার ফল) কাদা-প্যাচপ্যাচ।
কিন্তু মমতা কবে আর জনতা দেখলে নিজের তোয়াক্কা করেছেন!
জননেত্রী
কোচবিহার স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী। বুধবার অশোক মজুমদারের তোলা ছবি।
আর এই মমতা আবার মুখ্যমন্ত্রী হিসেবে কোচবিহারে প্রথম এলেন! শেষ বার এসেছিলেন বিধানসভা নির্বাচনের প্রচারে। তখন তিনি ‘ভাবী’ প্রশাসক। আর এই ১৪ মাস পর তিনি রাজ্যের মুখ্য প্রশাসকের চেয়ারে। সেই মমতাকে দেখতে দুর্যোগ উপেক্ষা করে ঝাঁপিয়ে পড়ল কোচবিহার শহর। যে মমতা জল ঠেঙিয়ে সভার মাঠে আসতে-আসতে দেখলেন ট্র্যাফিক সামলাতে ব্যস্ত পুলিশ কনস্টেবল কোমর পর্যন্ত গর্তে পড়ে গিয়ে পায়ে চোট পেয়েছেন এবং গাড়ি থামিয়ে পদস্থ অফিসারদের ডেকে তাঁকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করলেন। যে মমতা একগাদা সরকারি উন্নয়ন প্রকল্প ঘোষণা করার পাশাপাশি বললেন, “আমার কোচবিহারবাসী মা-ভাই-বোনেরা। আমি খুশি যে, এত দুর্যোগেও আপনারা এসেছেন। প্রবল বর্ষণে প্রায় বন্যার মতো অবস্থা। তা-ও যে কী করে এলেন! আমার তো উচিত আপনাদের পায়ে হাত দিয়ে প্রণাম করা! আমার কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। পশ্চিমবঙ্গ সরকারের তরফে আপনাদের কাছে আমাদের কৃতজ্ঞতা রইল।” আর বললেন, “মানুষই পারেন দুর্যোগকে হারাতে।” জানালেন, বন্যা-পরিস্থিতির মোকাবিলার জন্য তিনি এ দিনই প্রশাসনকে নির্দেশ দিয়ে গিয়েছেন।
‘পিছিয়ে-পড়া’ জেলা কোচবিহারের জন্য মমতার উন্নয়নের ঘোষণা তো ছিলই, সঙ্গে ছিল ‘রাজনীতি’ও। মমতা বিলক্ষণ জানেন, গত বিধানসভা ভোটে জেলার ৯টি আসনের মধ্যে সিপিএম একটিতেও নেই। কিন্তু কংগ্রেসের একটি আসন আছে। বাকি আটটির মধ্যে ৪-৪ ভাগ করে নিয়েছে তৃণমূল এবং ফব। এই পরিস্থিতিতে যে মমতা এখানে এসেছেন, তিনি আরও জানেন, পঞ্চায়েত ভোটের আগে কোচবিহারকে তাঁর যথেষ্ট ‘দেওয়ার’ আছে। দিয়েছেনও। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে পাশে নিয়ে পঞ্চানন বর্মার নামে বিশ্ববিদ্যালয়ের শিলান্যাস, রেলমন্ত্রী মুকুল রায়কে সঙ্গে রেখে একাধিক ট্রেন। পাশাপাশি প্রশাসনিক বৈঠকে জেলার বিভিন্ন থানার একেবারে ওসি বা আইসি-দের নির্দেশ। এক প্রশাসনিক অফিসার পরে বলছিলেন, “পঞ্চায়েতের মতো প্রশাসনেরও তিনটে স্তরকে নিয়ে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী।”
কোচবিহার থেকে রাতে ডুয়ার্সের গরুমারা অভয়ারণ্যের পাশে রাত্রিবাস করতে এসেছেন মমতা। আসার পথে সংক্ষিপ্ত বৈঠক করেছেন বন দফতরের অফিসারদের সঙ্গে। আজ, বৃহস্পতিবার আবার বৈঠক করবেন। তার পর তাঁর যাওয়ার কথা পাহাড়ে।
কোচবিহারে ছিলেন প্রশাসক ও রাজনীতিক। জিটিএ ভোটের আগে পাহাড়েও যাবেন একাধারে প্রশাসক ও রাজনীতিক। কোচবিহারের মঞ্চে উত্তরবঙ্গ-সফররতা মমতাকে উপহার দেওয়া হল দোতারা। প্রতীকী। এক তারে বাঁধা রাজনীতি। অন্য তারে প্রশাসন। দোতারা হাতেই উত্তরবঙ্গ সফর জারি রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.