অধ্যক্ষ ঘেরাও
নিজস্ব সংবাদদাতা • ফালাকাটা |
ফালাকাটা কলেজে ঘেরাও। ছবি: রাজকুমার মোদক। |
লাগোয়া ব্লক ও কোচবিহার জেলার ছাত্র ছাত্রীদের ভর্তির দাবিতে ফালাকাটা কলেজের অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ দেখাল এসএফআই। বুধবার বেলা ১২টা থেকে বিকেল পর্যন্ত ওই আন্দোলন চলে। এসএফআই নেতৃত্বের অভিযোগ, গত বছর ফালাকাটা লাগোয়া এলাকার ছাত্রছাত্রীরা ওই কলেজে ভর্তির সুযোগ পেয়েছে। এ বার তাঁদের ভর্তি নেওয়া হচ্ছে না। |
বিশ্ব জনসংখ্যা নিয়ন্ত্রণ দিবসে নানা কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা• শিলিগুড়ি |
জেলা স্বাস্থ্য দফতর এবং শিলিগুড়ি পুরসভার উদ্যোগে বিশ্ব জনসংখ্যা নিয়ন্ত্রণ দিবস পালন করা হল শিলিগুড়ি মহকুমার বিভিন্ন এলাকায়। বুধবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতাল, বিভিন্ন ব্লকে জন সংখ্যা নিয়ন্ত্রণে প্রচার কর্মসূচি হয়। ফাঁসিদেওয়ায় স্বাস্থ্য মেলা হয়েছে। মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মসূচিতে অংশ নেন বিধায়ক তথা এসজেডিএ-র চেয়ারম্যান রুদ্রনাথ ভট্টাচার্য। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, ১১-২৪ জুলাই জেলার বিভিন্ন ব্লকে এই কর্মসূচি চলবে। পুরসভার উদ্যোগে মাতৃসদনে প্রসূতি মায়েদের মধ্যে জন সংখ্যা নিয়ন্ত্রণে প্রচার চালান স্বাস্থ্য কর্মীরা। |
বামেদের অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
ওয়ার্ড কমিটির কাজের জন্য পুরসভার তরফে কাগজ, পেন, পিনের মতো সামগ্রীর সঠিক সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ তুলেছেন বিরোধী বাম কাউন্সিলরদের একাংশ। বুধবার পুরসভায় গিয়ে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের কাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে হবে সে ব্যাপারে তালিকা ‘জেরক্স’ করাতে গিয়েছিলেন ফরওয়ার্ড ব্লক কাউন্সিলর অমরনাথ সিংহ। জেরক্স-এর কাগজ নেই জানিয়ে তাঁকে কতগুলি ব্যবহার করা কাগজে তালিকা ‘জেরক্স’ করে দেওয়া হয় বলে অভিযোগ। বিরোধী দলনেতা নুরুল ইসলামকে জানালে তিনি পুর কর্তৃপক্ষকে জানান। পুর কর্তৃপক্ষ সমস্যা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। |
কর্মবিরতি
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
হায়ার এডুকেশন অ্যান্ড রিসার্চ বিলের কপি পোড়ালেন শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশনের আইনজীবীরা। বুধবার মহকুমাশাসকের দফতরের সামনে বিলের কপি পোড়ান তাঁরা। হায়ার এডুকেশন অ্যান্ড রিসার্চ বিল থেকে আইনি পেশা ও শিক্ষা সংক্রান্ত অংশ বাদ দেওয়ার দাবিতে বার কাউন্সিলের ডাকে এ দিন থেকে দেশ জুড়ে দু’দিনের কর্মবিরতি শুরু হয়েছে। শিলিগুড়ি আদালতের আইনজীবীরাও কর্মবিরতিতে যোগ দিয়ে বিলের কপি পোড়ান ও প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি পাঠান। শিলিগুড়ি ট্যাক্সেশন বার অ্যাসোসিয়েশন এ দিন বিক্ষোভ দেখায়। |
ইন্দিরা আবাস প্রকল্পের ঘর প্রাপকদের তালিকায় দুর্নীতির অভিযোগ তুলে সিপিএম প্রধানকে পাঁচ ঘন্টা ঘেরাও করে বিক্ষোভ দেখাল তৃণমূল যুব কংগ্রেস। দফতরে তালাও ঝুলিয়ে দেওয়া হয়। বুধবার আলিপুরদুয়ার-১ ব্লকের বিবেকানন্দ দুই পঞ্চায়েত অফিসে ঘটনাটি ঘটে। |