টুকরো খবর
আজ শহরে আনন্দের সংবর্ধনা
একঝাঁক খুদে দাবাড়ুর সঙ্গে বিশ্ব চ্যাম্পিয়ন। বিরল এই সুযোগ বাংলার দাবাড়ুরা আজ বৃহস্পতিবার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে পেতে চলেছে। উপলক্ষ্য রাজ্য সরকারের দেওয়া সংবর্ধনা। বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে দেশে ফেরার পরে তামিলনাড়ু সরকার বিশ্বনাথন আনন্দকে সংবর্ধনা দিয়েছিল। দেশের দ্বিতীয় রাজ্য হিসেবে এগিয়ে এল পশ্চিমবঙ্গ। আজ সকালে শহরে আসছেন আনন্দ। বিকেলে সংবর্ধনায় সরকারের তরফে পাঁচ লক্ষ টাকা দেওয়া হবে। রাজ্য দাবা সংস্থাও সংবর্ধিত করবে আনন্দকে। বিশ্ব চ্যাম্পিয়নশিপের ম্যাচে আনন্দের একমাত্র ভারতীয় সেকেন্ড বাংলার সূর্যশেখর গঙ্গোপাধ্যায় সংবর্ধিত হবেন। দিব্যেন্দু বড়ুয়া ছাড়াও থাকবেন বাংলার বাকি নামী দাবাড়ুরাও। প্রদীপ বন্দ্যোপাধ্যায়, চুনী গোস্বামীদের মতো ব্যক্তিত্বদেরও থাকার কথা। ক্রীড়ামন্ত্রী মদন মিত্র জানাচ্ছেন, আনন্দকে অনুরোধ করা হবে মাঝেমাঝে কলকাতায় এসে যাতে আলেখিন চেস ক্লাবের মতো কোনও জায়গায় দাবার প্রশিক্ষণ দেন।

সিএবি সচিবকে প্রতিশ্রুতি ক্রীড়ামন্ত্রীর
সচিবের নামে বেরনো গ্রেফতারি পরোয়ানা নিয়ে স্বয়ং সিএবি যুগ্ম-সচিবকেই বুধবার সন্ধেয় মহাকরণে ডেকে পাঠালেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী মদন মিত্র। সেখানে সিএবি সচিব বিশ্বরূপ দে-কে ক্রীড়ামন্ত্রী বলে দেন, সিএবি স্বশাসিত সংস্থা এবং সেখানে কোনও ভাবেই সরকার নাক গলাতে চায় না। আগামী ২৮ জুলাই সিএবি-র বার্ষিক সাধারণ সভাতেও কোনও রকম সরকারি হস্তক্ষেপ হবে না। এর আগে আঠারোটি জেলা সংস্থাকে সরকারি নির্দেশে ভেঙে দেওয়ার পরে তাঁর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠেছিল। তার উপর গত মঙ্গলবার সিএবি সচিবের নামে হঠাৎ জামিন-অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া নিয়েও ময়দানে নানা মহলে নানা প্রশ্ন। ২০১০-এর ঘটনা হঠাৎ কে বা কারা টেনে বের করে আনলেন এবং কী উদ্দেশ্যে, তা নিয়ে প্রশ্ন তুলছেন সদস্যরাই। জানা গেল, ২৮ জুলাই বার্ষিক সাধারণ সভাতেও এই নিয়ে জলঘোলা হওয়ার সম্ভাবনা থাকছে।

ক্লার্কদের ৪-০ হারাল ইংল্যান্ড
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ওয়ান ডে-র সিরিজ ৪-০ জিতল ইংল্যান্ড। সিরিজে ৩-০ এগিয়ে থেকে ওল্ড ট্রাফোর্ডে পঞ্চম ম্যাচে নেমেছিল ইংল্যান্ড। বৃষ্টিতে ম্যাচ দাঁড়িয়েছিল ৩২ ওভারের। অস্ট্রেলিয়ার ১৪৫-৭ তাড়া করতে নেমে ডাকওয়ার্থ-লুইস নিয়মে সাত উইকেটে জিতে যায় ইংল্যান্ড। “বড় ওয়ান ডে টুর্নামেন্ট জিততে গেলে এই ছন্দটা ধরে রাখতে হবে,” বলেছেন কুক। টানা দশটা এক দিনের ম্যাচ জিতে ওয়ান ডে বিশ্ব র্যাঙ্কিংয়ে তিন নম্বরে ইংল্যান্ড। এক দিনের ক্রিকেটের চল্লিশ বছরের ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে সিরিজ হেরে লজ্জার রেকর্ড করল অস্ট্রেলিয়া।

চাকরি গেল মারাদোনার
চাকরি গেল দিয়েগো মারাদোনার। গোটা মরসুমে একটাও ট্রফি দিতে না পারায় কিংবদন্তি ফুটবলারকে কোচের পদ থেকে ছাঁটাই করে দিল দুবাইয়ের আল-ওয়াসল ক্লাব। গত বছরের মে মাসে মারাদোনা দায়িত্ব নেওয়ার পর ক্লাব প্রো-লিগে আট নম্বর হয়। প্রেসিডেন্টস কাপ এবং এমিরেটস কাপে পৌঁছোয় শেষ আটে।

আমেদ, পাশাকে স্বীকৃতি ইস্টবেঙ্গলের
কিংবদন্তি আমেদ খানকে ক্লাবের সর্বোচ্চ পুরস্কার ভারত গৌরব দিচ্ছে ইস্টবেঙ্গল। তাঁকে সম্মান জানাতে পদ্মশ্রী অথবা অর্জুনের জন্য প্রস্তাব করতে চলেছে ইস্টবেঙ্গল। আমেদ খান বেঙ্গালুরুতে থাকেন। খুব অসুস্থ। তাই ১ অগস্ট ইস্টবেঙ্গলের জন্ম দিনের অনুষ্ঠানে তাঁর আসার সম্ভাবনা কম। চেষ্টা করা হচ্ছে আমেদের ছেলেকে আনার। তা না হলে ক্লাবের এক প্রতিনিধি দল আমেদের বাড়িতে গিয়েই তাঁকে পুরস্কার তুলে দেবেন। আমেদের পাশাপাশি ১ অগস্ট বেঙ্গালুরু নিবাসী আর এক প্রাক্তন, ডিফেন্ডার ইলিয়াস পাশাকেও সম্মান জানাবে ইস্টবেঙ্গল।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.