টুকরো খবর
দুর্ঘটনা, মৃত ৩
ম্যাটাডরের ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির। বুধবার ভোরে, ব্রেবোর্ন রোডে। মৃতের নাম জনাব মহম্মদ ইউসুফ। তিনি মুটিয়ার কাজ করতেন। পুলিশ জানায়, দ্রুত গতিতে আসা একটি ম্যাটাডর আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথে উঠে যায়। দুই ব্যক্তি ম্যাটাডরের ধাক্কায় গুরুতর জখম হন। হাসপাতালে ইউসুফকে মৃত ঘোষণা করা হয়। এ দিনই নাকতলায় একটি তেলের ট্যাঙ্কারের ধাক্কায় এক সাইকেল আরোহীর মৃত্যু হয়। পুলিশ জানায়, মৃতের নাম গোপাল মাইতি (৩৫)। গাড়িটি আটক হয়েছে। অন্য দিকে, এ দিন জোড়াবাগানের রামধন খান লেনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় কাশীনাথ সরকার নামে এক ব্যক্তির।

ঝুলন্ত দেহ উদ্ধার
বাড়ি থেকে এক যুবকের ঝুলন্ত দেহ মিলল। মঙ্গলবার রাতে, হরিদেবপুরের শকুন্তলা পার্ক এলাকায়। পুলিশ জানায়, মৃত পঙ্কজ মিত্র নিয়োগী (২৭) একটি বেসরকারি সংস্থায় চাকরি করতেন। পুলিশের অনুমান, পারিবারিক বিবাদের জেরে পঙ্কজবাবু আত্মঘাতী হয়েছেন। কোনও সুইসাইড নোট মেলেনি। অন্য দিকে, বুধবার চিৎপুর রোড থেকে এক সংজ্ঞাহীন নবজাতক কন্যাসন্তানকে উদ্ধার করে পুলিশ। আরজিকরে তাকে মৃত ঘোষণা করা হয়।

টাকা-গয়না চুরি
ফ্ল্যাট থেকে সোনার গয়না ও নগদ টাকা চুরির অভিযোগ উঠল। পুলিশ জানায়, উল্টোডাঙার রাধাকান্ত জিউ স্ট্রিটের ওই ফ্ল্যাটের মালিক অয়ন চক্রবর্তী। অয়নবাবু জানান, মঙ্গলবার সকালে বাড়ির সকলে কাজে বেরিয়েছিলেন। সন্ধ্যায় ফিরে তিনি দেখেন, ফ্ল্যাটের তালা খোলা। অভিযোগ, আলমারি থেকে গয়না, লাখ খানেক টাকা, ল্যাপটপ, ক্যামেরা ও হাতঘড়ি চুরি গিয়েছে। ‘মাস্টার কি’ দিয়ে ওই আলমারিটি খোলা হয়েছিল বলে প্রাথমিক তদন্তে অনুমান।

হকারদের জন্য
হকারদের জন্য সুদৃশ্য স্টল বানিয়ে শহরের সৌন্দর্যবৃদ্ধির পরিকল্পনা করছে সরকার। এ ব্যাপারে শীঘ্রই গড়িয়াহাটে ‘পাইলট প্রকল্প’ করা হবে। পুরমন্ত্রী ফিরহাদ হাকিম এ কথা জানিয়ে বলেন, “হকারদের জন্য পথচারীদের সময়বিশেষে অসুবিধা হলেও হকার উচ্ছেদ হবে না। তাঁরা সমাজেরই অঙ্গ। রুটি-রুজির অধিকার সকলেরই আছে।”

অতীনকে ‘হুমকি’
ফোনে তাঁকে হুমকি ও গালিগালাজ দেওয়া হয়েছে বলে পুলিশে অভিযোগ দায়ের করেছেন কলকাতা পুরসভার মেয়র পারিষদ অতীন ঘোষ। যুগ্ম কমিশনার (অপরাধ দমন) পল্লবকান্তি ঘোষ গোয়েন্দা বিভাগের গুন্ডাদমন শাখাকে এ বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, রবিবার নয়াদিল্লির একটি পাবলিক বুথের ল্যান্ডলাইন থেকে ওই ফোনটি অতীনবাবুর কাছে এসেছিল।

জরুরি অবতরণ
এক যাত্রী অসুস্থ হয়ে পড়ায় বুধবার রাতে মুম্বই উড়ে যাওয়া জেটের বিমান কলকাতায় জরুরি অবতরণ করে। বিমানবন্দর সূত্রের খবর, ভরত আনন্দ শুক্ল নামে মুম্বইবাসী ওই যাত্রীর হৃদ্যন্ত্রে সমস্যা দেখা দিয়েছে। অবস্থা আশঙ্কাজনক। তাঁকে বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.