বিপত্তি হাওড়ায়
প্যান্টোগ্রাফ ভেঙে ৩ ঘণ্টা ট্রেন ঢোকেনি ৫ প্ল্যাটফর্মে
ঝামেলা যেন পিছু ছাড়ছে না রেলের। শিয়ালদহের দক্ষিণ ও উত্তর শাখায় রবিবার এবং মেন শাখায় মঙ্গলবারের বিপত্তির পরে বুধবার ভোগান্তি হাওড়া শাখায়।
স্টেশনে ঢোকার কিছু আগে ট্রেনের প্যান্টোগ্রাফ ভেঙে ওভারহেড তারের সঙ্গে জড়িয়ে যাওয়ায় এ দিন হাওড়ার পাঁচটি প্ল্যাটফর্মে প্রায় তিন ঘণ্টা কোনও ট্রেন ঢুকতে পারেনি। বেলা দেড়টা নাগাদ ঘটনাটি ঘটে পূর্ব রেলের হাওড়া স্টেশন ও টিকিয়াপাড়া কারশেডের মাঝামাঝি। পূর্ব রেল সরকারি ভাবে প্যান্টোগ্রাফ ভেঙে পড়ার কথা স্বীকার করেনি। কর্তৃপক্ষের দাবি, বৃষ্টিতে হাওড়া কারশেডের কাছে ওভারহেড তার ছিঁড়ে বাঘ এক্সপ্রেসের প্যান্টোগ্রাফের সঙ্গে জড়িয়ে যাওয়ার ফলেই ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে।
তবে পূর্ব রেল সূত্রেই জানা গিয়েছে, এ দিন বেলা দেড়টা নাগাদ বৃষ্টির মধ্যে ডাউন বাঘ এক্সপ্রেস স্টেশনে ঢুকছিল। লিলুয়া পেরোতেই ট্রেনটির প্যান্টোগ্রাফ ভেঙে যায়। সেখানেই দাঁড়িয়ে যায় ওই ট্রেন। হাওড়া স্টেশনের ৯ থেকে ১৩ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন চলাচল বন্ধ করে দিতে হয়। বাতিল হয় ৭টি লোকাল ট্রেন। স্টেশনে ঢুকতে না-পেরে দাঁড়িয়ে যায় দূরপাল্লার বেশ কয়েকটি ট্রেনও। চরম হয়রানির শিকার হতে হয় যাত্রীদের। তাঁদের অভিযোগ, স্টেশনের সামনে এসে প্রায় ৩ ঘণ্টা ট্রেনে বসে থাকতে হয়েছে। রেল-কর্তৃপক্ষ বিকল্প ব্যবস্থা করেননি। পূর্ব রেলের দাবি, দেড় ঘণ্টার মধ্যেই একটি ডিজেল ইঞ্জিনের সাহায্যে প্রথমে বাঘ এক্সপ্রেসকে ১৩ নম্বর প্ল্যাটফর্মে নিয়ে আসা হয়। দু’টি দূরপাল্লার ট্রেনকে এক ভাবে স্টেশনে ঢাকানো হয় বলে কর্তারা জানান।
বেলা ৩টে নাগাদ হাওড়া স্টেশনে গিয়ে দেখা যায়, ৯ থেকে ১৩ নম্বর প্ল্যাটফর্মের মধ্যে মাত্র দু’টি ট্রেন দাঁড়িয়ে রয়েছে। তার মধ্যে একটি বাঘ এক্সপ্রেস। এক আরপিএফ-কর্মী জানান, কিছু ক্ষণ আগেই একটা ডিজেল ইঞ্জিন বাঘ এক্সপ্রেসকে টেনে এনেছে। কারণ ট্রেনটির প্যান্টোগ্রাফ ভেঙে পড়ায় বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। সুধীর বাগ নামে এক যাত্রী বলেন, “প্রায় দেড় ঘণ্টা দাঁড়িয়ে আছি। কোনও ট্রেন পাচ্ছি না। কখন ট্রেন চলবে, সেই ব্যাপারে রেলের পক্ষ থেকে ঘোষণাও করা হচ্ছে না।”
পূর্ব রেলের এক কর্তার দাবি, আপ কর্ড লাইনে তার ছিঁড়ে প্যান্টোগ্রাফের সঙ্গে জড়িয়ে ভেঙে যাওয়াতেই এই বিপত্তি। সেই কারণেই ট্রেনগুলিকে ঘুরপথে নিয়ে গিয়ে বালি থেকে ফের কর্ড লাইনে তোলা হয়। এ ভাবে ট্রেন চালাতে গিয়ে দেরি হওয়ায় সাতটি লোকাল ট্রেন বাতিল করতে হয়েছে। সামান্য দেরি হয়েছে তিনটি দূরপাল্লার ট্রেনেরও। ৪টে নাগাদ ওভারহেড তার মেরামতির কাজ শেষ হয়। পরে ফের ট্রেন চলাচল শুরু হয় ওই লাইনে।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.