সুব্রত কাপ স্কুল ফুটবলে বর্ধমান ক্লাষ্টার থেকে মূল পর্বে গেল নদিয়ার গঁংনা হাইস্কুল ও উত্তর ২৪ পরগনার কল্যাণগড় হাইস্কুল। বর্ধমানের স্পন্দন মাঠে অনূর্ধ্ব ১৪ দলে গঁংনা ২-১ গোলে হারায় উত্তর ২৪ পরগনার বন্দিপুর আইডিয়াল অকাডেমিকে। অনূর্ধ্ব ১৭ দলে উত্তর ২৪ পরগনার কল্যাণগড় ৬-০ গোলে মুর্শিদাবাদের সিন্দ্রি হাইস্কুলকে হারায়। ১৬ জুলাই এই দু’টি স্কুল যুবভারতী ক্রীড়াঙ্গনে মূল পর্বে অংশ নেবে।
|
বর্ধমান সদর নক-আউট কোয়ার্টার ফাইনালে বাস্কেট বলে কল্যাণস্মৃতি সঙ্ঘ এ দল শিবাজি সঙ্ঘ বি দলকে হারাল ৬২-৩৬ পয়েন্টে। রাজ্য জুনিয়র বাস্কেট বলে কোয়ার্টার ফাইনালে উঠেছে বর্ধমান। বৃহস্পতিবার তারা খেলবে কলকাতার সেন্ট অ্যান্টনির ক্লাবের সঙ্গে।
|
প্রগতি আয়োজিত বিবেকানন্দ গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতায় বুধবারের খেলায় জয়ী হল সেল আইএসপি। আসানসোল স্টেডিয়ামের খেলায় তারা দুর্গাপুর আমরা ক’জন বয়েজ ক্লাবকে টাইব্রেকারে ৪-২ গোলে হারায়। নির্ধারিত সময়ে খেলার ফল ছিল ১-১। এদিনের খেলার সেরা হন বিজয়ী দলের চন্দন প্রামাণিক।
|
ডায়মন্ড ক্লাব আয়োজিত লিগ কাম নক-আউট ফুটবল প্রতিযোগিতায় বুধবারের খেলায় বিজয়ী হল বিসওয়াল একাদশ। রহমতনগর ডায়মন্ড ক্লাবের মাঠে তারা স্পোর্টস স্টারকে ১-০ গোলে হারায়। |