কারাটকে ফোন মনমোহনের
আনসারিকেই রেখে দেওয়ার ভাবনা
র্বপল্লী রাধাকৃষ্ণনকে ছুঁতে পারেন হামিদ আনসারি।
এর আগে পর পর দু’বার উপরাষ্ট্রপতি হয়েছেন মাত্র এক জনই। অর্ধ শতাব্দী আগে সর্বপল্লী রাধাকৃষ্ণন। এ বার বর্তমান উপরাষ্ট্রপতি হামিদ আনসারিকে ফের মনোনয়ন দিতে পারেন কংগ্রেস নেতৃত্ব।
উপরাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী মনোনয়ন নিয়ে আলোচনার জন্য গত শনিবার প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়াকে ফোন করেন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। তার পর তাৎপর্যপূর্ণ ভাবে দেবগৌড়া জানিয়ে দেন, “উপরাষ্ট্রপতি নির্বাচনে হামিদ আনসারিকে সমর্থনে আমরা প্রস্তুত।” ইউপিএ-র শরিক, সমর্থক-সহ বিভিন্ন দলের সঙ্গেও আলোচনা শুরু করেছেন কংগ্রেস নেতৃত্ব। সিপিএম সাধারণ সম্পাদক প্রকাশ কারাটের সঙ্গেও কথা বলেছেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীকে কারাট জানিয়েছেন, কংগ্রেসের কোনও প্রার্থীকে সমর্থন করতে তাঁদের অসুবিধা হবে। সিপিএম সূত্রের বক্তব্য, এমনিতেই প্রণববাবুকে সমর্থন করায় দলের একাংশের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। বাম শিবিরে ভাঙনও ধরেছে। তাই উপরাষ্ট্রপতি নির্বাচনে চার বাম দলই যাতে এক অবস্থানে থাকে, তা নিশ্চিত করতে চাইছেন কারাট। কিন্তু আনসারি প্রার্থী হলে তাঁকে সমর্থন করতে বামেদের অসুবিধা নেই। কারণ, তিনি গত বার বামেদেরই প্রার্থী ছিলেন। তা ছাড়া, তাঁর সঙ্গে সরকারের উদার আর্থিক নীতির কোনও সম্পর্ক নেই।
বাম সূত্রে বলা হচ্ছে, আনসারিও রাজ্যসভার বেশ কয়েক জন বাম সাংসদকে ফোন করেছেন। তাঁদের আনসারি জানিয়েছেন, কংগ্রেস তাঁকে ফের মনোনীত করার ইঙ্গিত দিয়েছে। এই পরিস্থিতিতে তাঁরা যেন তাঁকে সমর্থন জানান।
রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী মনোনয়ন নিয়ে আলোচনার সময়েই হামিদ আনসারির নাম উঠে এসেছিল। সনিয়া গাঁধীর সঙ্গে সাক্ষাতের পর মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে সনিয়া গাঁধী দু’জনের নাম প্রস্তাব করেছেন। কংগ্রেসের প্রথম পছন্দ প্রণব মুখোপাধ্যায়। দ্বিতীয় পছন্দ হামিদ আনসারি।” শেষ পর্যন্ত প্রণববাবুকেই রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে মনোনীত করে ইউপিএ। এর পর থেকে দিল্লির রাজনৈতিক নেতাদের অনেকেই বলছিলেন, উপরাষ্ট্রপতি পদে দ্বিতীয় বার মনোনয়ন পেতে আনসারি আগ্রহী।
কংগ্রেসের এক শীর্ষ নেতার কথায়, আনসারি যে হেতু উপরাষ্ট্রপতি রয়েছেন, তাই তাঁকে ফের মনোনয়ন দিলে নির্বাচন প্রক্রিয়া সহজ হয়ে যেতে পারে। কয়েকটি অসুবিধা অবশ্য রয়েছে। কারণ তাঁকে রাষ্ট্রপতি পদে প্রার্থী করার ব্যাপারে আপত্তি তুলেছিলেন মমতা এবং সমাজবাদী পার্টি নেতা মুলায়ম সিংহ যাদব। সুতরাং আনসারিকে ফের উপরাষ্ট্রপতি করার প্রস্তাবে তাঁদের প্রতিক্রিয়া কী হয় সেটা দেখার। তবে আশা করা হচ্ছে, মুলায়ম শেষ পর্যন্ত রাজি হয়ে যাবেন। কারণ, গত নির্বাচনে তিনি হামিদ আনসারিকে সমর্থন করেছিলেন।
উপরাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা শুরু করেছে বিজেপি-ও। তার মাঝেই এনডিএ-র আহ্বায়ক শরদ যাদব আজ বলেছেন, “উপরাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদের উচিত সম্মিলিত কোনও মুখকে বাছা।” যা শুনে অনেকের ধারণা, শরদ নিজে প্রার্থী হতে আগ্রহী।
এরই মধ্যে রাষ্ট্রপতি নির্বাচনে সক্রিয়, সদ্য এনডিএ-তে যোগ দেওয়া জনতা পার্টির নেতা সুব্রহ্মণ্যম স্বামী আজ বলেন, “বিজেপি নেতাদের সঙ্গে উপরাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী নিয়ে এক প্রস্ত আলোচনা হয়েছে। বিজেপি-র মধ্যে অনেক যোগ্য নেতা রয়েছেন, যাঁরা দক্ষ হাতে রাজ্যসভা পরিচালনা করতে পারবেন। আপাত ভাবে তিন জনকে চোখের সামনে দেখা যাচ্ছে। আমি নিজেও চাই, বিজেপি-র মধ্যে থেকেই কেউ প্রার্থী হোন।” তিনটি নাম অবশ্য খোলসা করেননি স্বামী। তবে বিজেপি সূত্রের মতে, যশোবন্ত সিংহ, নাজমা হেপতুল্লা প্রার্থী হওয়ার দৌড়ে রয়েছেন। আবার পঞ্জাবের মুখ্যমন্ত্রী প্রকাশ সিংহ বাদলকে প্রার্থী করতে চান তাঁর ছেলে। এই পরিস্থিতিতে বিজেপি মুখপাত্র রবিশঙ্কর প্রসাদের মন্তব্য, “উপরাষ্ট্রপতি পদের প্রার্থী কে হবেন তা এনডিএ-তে আলোচনা করেই স্থির হবে।” তবে বিরোধী শিবিরে যাকেই প্রার্থী করুক, ইউপিএ প্রার্থীর জয় নিশ্চিত বলেই দাবি করেছেন সংসদ বিষয়ক মন্ত্রী পবন বনশল। আজ তিনি বলেন, “৭৯০টি ভোটের মধ্যে ইউপিএ ৪৫০ টি ভোট পাবে বলে আশা করা হচ্ছে।” কংগ্রেস সূত্রে বলা হচ্ছে, এই হিসেবের মধ্যে তৃণমূল নেই। মমতার সমর্থন পেলে ভোটের সংখ্যা আরও বাড়বে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.