কোনও পরিচিত ব্যক্তি বা আত্মীয় তোমার শহরে এসেছেন। তাঁকে নিয়ে তুমি কোনও রেস্তোরাঁয় খেতে গিয়েছ। সেখানে খাওয়া-দাওয়ার বিভিন্ন পর্বে অর্থাৎ স্টার্টারে, মেন কোর্সে এবং ডেসার্ট বা শেষ পাতে তিনি কী নিতে পারেন সেই বিষয়ে তাঁকে তুমি পরামর্শ দিতে চাও। কী ভাবে দেবে?
সাধারণত চেনাশোনা লোকের সঙ্গে দেখা হলেই হরেক রকমের সামাজিক কথোপকথন চালাতে হয়। হয়তো তুমি কোনও ব্যাপারে তাঁকে সাহায্য করতে চাইছ, কিংবা কোথাও যাওয়ার জন্য তাঁকে আমন্ত্রণ জানাচ্ছ। যেমন,
I’ll show you to his office.
Let me pick you up at your hotel.
Would you like me to recommend something?
Can I get you a taxi?
Could I invite you to dinner?
তেমন, সেই ব্যক্তিও হয়তো তোমার সাহায্য নিলেন বা আমন্ত্রণ গ্রহণ করলেন। যেমন,
That’s very kind of you.
Thank you, I’d like that very much.
Yes please, if it’s no bother/trouble.
That would be wonderful.

এ বার এই সব কথোপকথনের একটা অনুশীলন দিলাম তোমাদের। কথোপকথনটির বেশ কিছু বাক্য অসমাপ্ত। যথার্থ শব্দগুচ্ছ বসিয়ে বাক্যগুলি পূর্ণ করো তো।
Here’s the menu, Mr Clarke.
Thank you. Goodness, it’s all in Greek!
Yes, I’m afraid so ........................ recommend something?

দ্বিতীয় কথোপকথন:
A: Well, I believe you’re meeting my colleague after lunch?
B: Yes, that’s right.
A: At what time?
B: Well, appointment is for two o’clock.
A: Right. Well, I’ll take you to his office. It’s on the 4th floor.
B: Thank you.
A: My pleasure.
ছবি: সুমন চৌধুরী
এ বার এই কথোপকথন দু’টি থেকে নীচের বাক্যগুলি সত্য না অসত্য, তা নির্ণয় করো
১) The guest asks A to recommend something on the menu.
২) Both of them choose fish.
৩) A invites the guest to dinner the next evening.
৪) The guest offers to collect A at eight o clock.
৫) B has an appointment at 2.30.
যেমন, প্রথম বাক্যটি অসত্য। কারণ কথোপকথন দেখলে বুঝতে পারবে যে A নিজেই B-কে খাবারের ব্যাপারে পরামর্শ দিতে আগ্রহ দেখিয়েছেন। কিন্তু অনুশীলনের বাক্যে দেওয়া রয়েছে উল্টো। এ বার বাকিগুলি তোমরা করো।

এ বার যে কথোপকথনগুলি পড়ে আগের অনুশীলনটি করলে সেগুলি আবার এক বার পড়ো। তার পর নীচের বাক্যগুলি সম্পূর্ণ করো।
1)……………………………………recommend something?
2) ……………………………….have 'sorshe' fish.
3)I …………………………your meal.
4) ……………………….from your hotel at eight o' clock.
5) ……………………….to his office.
যেমন, প্রথম বাক্যটিতে তুমি যোগ করতে পারো Can you. তা হলে বাক্যটি দাঁড়াবে Can you recommend something?
তোমার দেশের কয়েকটি পরিচিত খাবারের একটি তালিকা তৈরি করো। তার পর কোনও বন্ধুর সঙ্গে কয়েকটি বিষয়ে কথোপকথন চালাও। বিষয়গুলি: Invite a visitor to lunch.
Recommend something on the menu.
Invite him/her to dinner that evening.
Offer transport for the evening


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.