টুকরো খবর
পড়শির হাতে জখম প্রৌঢ়
একটি রাস্তা কেন্দ্র করে বিবাদে প্রতিবেশীর হাতে প্রহৃত হলেন রাজ্যধর ঘোষ নামে এক ব্যক্তি। রাজ্যধরবাবুর বাড়ি খড়গ্রামের খেঁসর অঞ্চলে। রবিবার দুপুরে তিনি বাড়িতে একাই ছিলেন। অভিযোগ, তাঁর প্রতিবেশী হারাধন ঘোষ ও তাঁর সঙ্গে আরও কয়েকজন বাড়িতে আক্রমণ করে। অন্য প্রতিবেশীরা চিৎকার চেঁচামেচি শুনে গিয়ে তাঁকে উদ্ধার করেন। রাজ্যধরবাবু কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। রাজ্যধরবাবুর স্ত্রী মিনতি ঘোষ পুলিশের কাছে হারাধনবাবু-সহ ছ’জনের বিরুদ্ধে অভিযোগ করেছেন। হারাধনবাবুকে গ্রেফতারও করা হয়েছে। রাজ্যধরবাবুর ভাই দুর্যোধন ঘোষ বলেন, “আমাদের ব্যক্তিগত রাস্তা দিয়ে ওদের গরু ছাগল যেত। তারই প্রতিবাদ করায় দাদাকে আক্রমণ করেছে।” খড়গ্রামের বিধায়ক কংগ্রেসের আশিস মার্জিতের বক্তব্য, “রাজ্যধরবাবু আমাদের কর্মী। সিপিএম চক্রান্ত করে হামলা চালিয়েছে।” সিপিএমের খড়গ্রামের জোনাল কমিটির সম্পাদক আবু হোসেনের কথায়, “অভিযোগ মিথ্যা। পারিবারিক বিবাদে ওই ঘটনা ঘটেছে। এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই।” মুর্শিদাবাদের পুলিশ সুপার হুমায়ুন কবীরের বক্তব্য, “রাস্তা নিয়ে গণ্ডগোল হয়েছে। এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই।”
প্রাণহানির আশঙ্কা, নালিশ। দশ বছরের ছেলে ও নিজের জীবনহানির আশঙ্কা রয়েছে বলে পুলিশকে জানালেন নবদ্বীপের ফাঁসিতলার বাসিন্দা এক মহিলা। নবদ্বীপ থানার আইসি শঙ্করকুমার রায়চৌধুরী বলেন, “মামলা শুরু হয়েছে। অভিযুক্তেরা পলাতক। তাঁদের খোঁজ চলছে।”

ক্রীড়া সংস্থার পক্ষে রায়
জেলা ক্রীড়া সংস্থা ভেঙে দেওয়ার সিদ্ধান্তকে অবৈধ, দায়িত্বজ্ঞানহীন এবং অধিকার লঙ্ঘন বলে রায় দিল আদালত। রাজ্য সরকারের জেলা ক্রীড়া সংস্থার কমিটি ভেঙে দেওয়ার প্রতিবাদে সংস্থা কর্তৃপক্ষ হাইকোর্টের দারস্থ হয়। শুক্রবার বিচারপতি দীপঙ্কর দত্ত জেলা ক্রীড়া সংস্থার পক্ষে এই রায় দেন। এর আগে হুগলি, উত্তর দিনাজপুর, নদিয়া, উত্তর ২৪ পরগণা, হাওড়া, বর্ধমান, পুরুলিয়া ও বাঁকুড়া জেলার ক্রীড়া সংস্থা ভেঙে দেওয়ার প্রতিবাদে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আদালতে মামলা দায়ের করে। প্রতিক্ষেত্রেই আদালত সংগঠণের পক্ষে রায় দেয়।

খুনের ঘটনায় ধৃত আরও ২
একই পরিবারের চার সদস্য খুনের ঘটনায় মৃতা রিনা পাত্রের ছেলে যতীন্দ্রনাথ পাত্র ও ভাড়াটে পলাশ হালদারকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে হরিণঘাটার সুবর্ণপুর থেকে ওই দু’জনকে ধরে পুলিশ। জেলা পুলিশ সুপার সব্যসাচীরমণ মিশ্র বলেন, “এই নিয়ে ওই ঘটনায় তিন জনকে ধরা হল। পুলিশ তদন্ত করছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখনও পর্যন্ত মনে হচ্ছে সম্পত্তি নিয়ে বিবাদের জেরেই ওই পরিবারের চারজনকে খুন করা হয়েছে।” প্রসঙ্গত চলতি বছেরের ১৭ এপ্রিল নগরউখড়ার বাড়ি থেকে রিনা পাত্র, তাঁর ছেলে রবীন্দ্রনাথ পাত্র ও পুত্রবধূ সুনিতা পাত্র ও মেয়ে রিনির মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

কাশির ওষুধ
বহরমপুর থানার আয়েশবাগের কাছে লবণ বোঝাই লরি থেকে ৩৫ হাজার বোতল কাশির ওষুধ উদ্ধার করল কেন্দ্রীয় শুল্ক দফতরের গোয়েন্দা বিভাগ। এই লরিতে দশ টন লবণ ছিল। রবিবার সকালে গোয়েন্দারা লরিটি আটক করে তা উদ্ধার করেন। কাউকে অবশ্য গ্রেফতার করা হয়নি। ওই দফতরের সুপারিন্টেন্ডেন্ট প্রবীর ভদ্র বলেন, “আটক ওই ওষুধের মূল্য প্রায় ৭০ লাখ টাকা। আখেরিগঞ্জে যাচ্ছিল লরিটি। সীমান্ত পেরিয়ে পাচার করে দেওয়া হত। লরিটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। লরির মালিক বহরমপুরের বাসিন্দা। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”

ভুয়ো পরীক্ষার্থী ধৃত কল্যাণীতে
সুপ্রকাশ মণ্ডল নামে এক ভুয়ো পরীক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার পাবলিক সার্ভিস কমিশনের একটি পরীক্ষায় শ্যামল সরকার নামে এক ব্যক্রির জা।গা। পরীক্ষা দিচ্ছিল সুপ্রকাশ। ধৃতের বাড়ি ধানতলার বরণবেরিয়ায়। কল্যাণী ইউনিভার্সিটি এক্সপেরিমেন্টাল হাইস্কুল থেকে তাকে ধরে পুলিশ। পুলিশ জানিয়েছে, জেরায় টাকার বিনিময়ে পরীক্ষা দিতে আসার কথা স্বীকার করেছে সে। তদন্ত হচ্ছে।

বাজারে পরিদর্শন, আটক দাঁড়িপাল্লা
বাজার আগুন। পরিস্থিতি খতিয়ে দেখতে রবিবার কল্যাণীর ১ নম্বর, ২ নম্বর ও সপ্তপর্ণী বাজার পরিদর্শনে যান প্রশাসনিক কর্তারা। কল্যাণীর মহকুমাশাসক শৈবাল চক্রবর্তী, পুরপ্রধান প্রদীপকুমার সুর, কল্যাণী থানার আইসি দিলীপ পাল বাজার ঘুরে দেখেন। এ দিন বাজার থেকে বেশ কয়েকটি দাঁড়িপাল্লাও আটক করেন ওই কর্তারা। ওজনে গরমিলের জেরেই ওই দাঁড়িপাল্লাগুলি আটক করা হয়। বিক্রেতাদের সঙ্গে কথা বলে তাঁরা সঠিক দামে সঠিক পরিমান সামগ্রী বিক্রির কথা বলেন।

অস্বাভাবিক মৃত্যু
রেল লাইনের ধার থেকে কালু সরকার (৫৫) নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে চাকদহের মদনপুর স্টেশনের কাছ থেকে মৃতদেহটি মেলে। দেহটি রানাঘাট মহকুমা হাসপাতালে ময়না-তদন্তের জন্য পাঠানো হয়েছে। ওই ব্যক্তি আত্মঘাতী হয়েছেন বলেই প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

মারধরের নালিশ, গ্রেফতার দুই ভাই
এক ব্যক্তিকে মারধরের অভিযোগে অজিত বসাক ও অনন্ত বসাক নামে দু’জনকে রবিবার বিকেলে গ্রেফতার করে পুলিশ। তারা শান্তিপুরের দত্তপাড়ার বাসিন্দা। অভিযোগ, এক ব্যক্তিকে আটকে রেখে তারা মারধর করে। পুলিশ জানায়, শনিবার থেকে অজিতের ছেলে সঞ্জয় বসাক নিখোঁজ। পড়শি ১৫ বছরের এক কিশোরীরও দেখা মিলছে না সে দিন থেকেই। কিশোরীর বাবাকে অজিত ও তাঁর ভাই অনন্ত মারধর করে বলে অভিযোগ।

লরির ধাক্কায় যুবকের মৃত্যু
লরির ধাক্কায় মৃত্যু হয়েছে জসিমউদ্দিন মণ্ডল (৩৮) নামে এক যুবকের। বাড়ি চাপড়ায়। শনিবার মোটর সাইকেলে কৃষ্ণনগরে যাওয়ার সময়ে করিমপুর-কৃষ্ণনগর রাজ্য সড়কে চাপড়ার সাতমাইলের কাছে একটি লরি ধাক্কা মারলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। গুরুতর আহত হয়েছেন জসিমউদ্দিনের এক সঙ্গী। তাকে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ জানায়, তদন্ত শুরু হয়েছে।

উল্কাপিণ্ড উদ্ধার
তথ্য: শুভাশিস সৈয়দ। ছবি: গৌতম প্রামাণিক।
রবিবার ভোরে জলঙ্গির সরকারপাড়া ও কালীগঞ্জ গ্রামে দু’টি পাট খেতে জলন্ত উল্কাপিণ্ড পড়তে দেখেন স্থানীয় বাসিন্দারা। সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানেরা এসে উল্কাপিণ্ড দু’টি উদ্ধার করেন। পুলিশ ও ব্লক প্রশাসনিক কর্তারা ঘটনাস্থলে যান। উল্কা দেখতে ভিড় উপচে পড়ে। জেলাশাসক রাজীব কুমার বলেন, “সরকারপাড়া ও চোঁয়াপাড়া গ্রামের দূরত্ব প্রায় দু-কিলোমিটার। প্রায় দেড় কিলোর একটি উল্কাপিণ্ড সরকারপাড়ার খেতে পড়ে। ১০ ইঞ্চি গর্ত হয়ে গিয়েছে।” উল্কাপিণ্ডগুলি কলকাতায় সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সে পাঠানো হবে।”

দেহ উদ্ধার
অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃতদেহ উদ্ধার করল পুলিশ। শনিবার কোতোয়ালির কালীনগরের একটি মাঠ থেকে বছর ত্রিশের ওই যুবকের রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন এলাকার মানুষ। পুলিশের অনুমান ওই যুবককে খুন করা হয়েছে।

বামেদের বিক্ষোভ
রেলগেটের উপরে দু’টি উড়ালপুলের দাবিতে রবিবার ভোর ৬টা থেকে বহরমপুর স্টেশন রোডে বামফ্রন্টের নেতা-কর্মীরা অবস্থান করেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.