টুকরো খবর |
কংগ্রেসের সভা
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
তৃণমূল পুরপ্রধানের এলাকায় সভা করে তাঁকেই বিঁধল কংগ্রেস। শনিবার সন্ধ্যায় খড়্গপুর শহরের তালবাগিচায় ওই সভায় উপস্থিত ছিলেন শহর কংগ্রেস সভাপতি অমল দাস, প্রাক্তন পুরপ্রধান তথা কাউন্সিলর রবিশঙ্কর পাণ্ডে প্রমুখ। তৃণমূল পরিচালিত পুরসভার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে ইতিমধ্যে প্রচারে নেমেছে কংগ্রেস। এই সভা থেকেও পুরপ্রধান জহরলাল পালের বিরুদ্ধে সরব হন কংগ্রেস নেতৃত্ব। শহর কংগ্রেস সভাপতি বলেন, “তৃণমূলের পুরসভার কাজে স্বচ্ছতা নেই। টেন্ডার ছাড়াই একের পর এক কাজ হচ্ছে। শহরবাসীর উপর নানা ‘বোঝা’ চাপানো হচ্ছে।” একধাপ এগিয়ে প্রাক্তন পুরপ্রধানের বক্তব্য, “তৃণমূলের কাউন্সিলররাই পুরসভার কাজকর্মে অসন্তুষ্ট। তাই বোর্ডের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত সভায় ওদের ১৫ জন কাউন্সিলরের মধ্যে ৮ জনই আসেননি।”
|
সম্পাদক ও সভাপতি বদল
নিজস্ব সংবাদদাতা • দাঁতন |
ডিওয়াইএফ-এর দাঁতন জোনাল কমিটির সম্পাদক ও সভাপতি পদে বদল হল। শনিবার দাঁতন হাইস্কুলে ১১৫ জন সদস্য প্রতিনিধির উপস্থিতিতে ২৮ জনের যে জোনাল কমিটি গঠন করা হয়েছে, তাতে বিশ্বজিৎ পণ্ডার জায়গায় নতুন সম্পাদক করা হয়েছে পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সদানন্দ দাসকে। সভাপতি পদে নির্মল গিরির জায়গায় এসেছেন মোশাফ মল্লিক। সভায় উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সম্পাদক কমল পলমল, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য সুদীপ্ত সরকার, সভাপতি জয়ন্ত কয়োড়ী। তাঁদের দাবি নতুন মুখ তুলে আনার লক্ষ্যেই এই পরিবর্তন।
|
সিটুর হার
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
প্রায় তিরিশ বছর পর খড়গপুরের টাটা বিয়ারিং কারখানার শ্রমিক ইউনিয়ন হাতছাড়া হল সিটুর। বৃহত্তর গনতান্ত্রিক শ্রমিক জোট গড়ে কারখানার কর্মীরা ন’টি আসনেই বিপুল ব্যবধানে হারিয়ে দিলেন সি পি এমের শ্রমিক সংগঠনকে। সভাপতি ও সম্পাদক নির্বাচিত হলেন কল্যাণ মুখোপাধ্যায় ও অশোক ঘোষ।
|
সাধারণ সভা
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
রবিবার খড়্গপুর শহরের সাউথ সাইড বিদ্যাসাগর আবাসনে আয়োজিত হল খড়্গপুর প্রেস ক্লাব-এর বার্ষিক সাধারণ সভা। বিদায়ী সম্পাদক সুমন দাসের সম্পাদকীয় প্রতিবেদন পেশের মধ্য দিয়ে সভা শুরু হয়। সভার শেষে ১১ জনের একটি নতুন কমিটি গঠিত হয়।
|
আবৃত্তি অনুষ্ঠান
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
সম্প্রতি খড়্গপুর শহরের মালঞ্চয় বালাজি মন্দির পল্লী উন্নয়ন সমিতির সভাগৃহে আয়োজিত হল ‘শুধু কবিতার জন্য’ শীর্ষক আবৃত্তির অনুষ্ঠান। সঞ্চয় চৌধুরী ও মালিনী চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে ১২ জন স্থানীয় শিল্পী আবৃত্তি পরিবেশন করেন।
|
কোথায় কী |
শুক্রবার
সাংস্কৃতিক অনুষ্ঠান: খড়্গপুর ঘরোয়া-সাহিত্যবাসরের উদ্যোগে ‘সৃজনশীল ভাষা শিক্ষা-পাঠক্রমের’ সফলদের
পুরস্কার বিতরণ। হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। সন্ধে ৬ টায়, খড়্গপুর ননীগোপাল সংগীত মহাবিদ্যালয়ে।
শনিবার
নাটক: খড়্গপুরের নাট্যসংস্থা ‘আলকাপ’-এর উদ্যোগে প্রতি মাসের নাটক কার্যক্রমে এ মাসের নাটক
‘ওঝার ঘাড়ে ভূত’। মঞ্চস্থ করবে ঝাড়গ্রামের নাট্যসংস্থা ‘প্রয়াস’। অভিনীত হবে খড়্গপুরের ট্রাফিক
সেটলমেন্ট এলাকায় আলকাপের মহলা কক্ষে। সময় সন্ধে ৭ টা। |
|