টুকরো খবর
শিশুরা মাতৃক্রোড়েই সুন্দর, রায় কোর্টের
নাবালক সন্তানের অভিভাবক হিসেবে মায়ের কোনও বিকল্প হতে পারে না বলে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। দুই শিশুসন্তানের দাবি নিয়ে মায়ের আবেদনের শুনানির পরে হাইকোর্টের বিচারপতি কনোয়ালজিৎ সিংহ অহলুওয়ালিয়া জানিয়েছেন, বাবা-মা, ঠাকুরদা-ঠাকুরমা সকলেই সু-অভিভাবক। কিন্তু সন্তানের সর্বশ্রেষ্ঠ অভিভাবক মা। যেখানে মা-বাবার মধ্যে বিচ্ছেদ হয়ে গিয়েছে, সেখানে সন্তানেরা প্রাপ্তবয়স্ক না-হওয়া পর্যন্ত মায়ের কাছেই থাকবে। ২০১০ সালে তিলজলা রোডের বাসিন্দা আয়াজ আহমেদ এবং শাহ জবিন আহমেদের তালাক হয়ে যায়। তাঁদের দুই নাবালিকা কন্যার এক জনের বয়স তখন ৩, অন্য জনের ৭। তারা বাবার হেফাজতেই থেকে যায়। সন্তানদের নিজের কাছে রাখতে চেয়ে মা আলিপুর আদালতের দ্বারস্থ হন। আলিপুর আদালত মায়ের আবেদন খারিজ করে দেয়। তার পরেই হাইকোর্টে আবেদন করেন শাহ জবিন আহমেদ। তিনি উচ্চ আদালতে জানান, তাঁর শিশুসন্তানেরা তাঁকে ছেড়ে মোটেই ভাল নেই। তিনি নিজেও সন্তানদের ছেড়ে থাকতে পারছেন না। সন্তানদের বাবা দ্বিতীয় বার বিয়ে করেছেন বলেও তিনি আদালতে জানান। আয়াজ আহমেদের পক্ষ থেকে সন্তানদের নিজের হেফাজতে রাখার দাবি জানানো হয়। দু’পক্ষের বক্তব্য শোনার পরে বিচারপতি বলেন, আইন অনুযায়ী মা নাবালক সন্তানদের স্বাভাবিক অভিভাবক। স্বীকার করতেই হবে, মায়ের হেফাজতেই সন্তান অনেক নিশ্চিন্তে, অধিক স্নেহে পালিত হয়। সন্তান পালনের কাজে মায়ের চেয়ে কেউ বেশি যোগ্য হতে পারে বলে মনে করে না আদালত। অবিলম্বে ওই দুই নাবালিকাকে মায়ের হেফাজতে তুলে দেওয়ার নির্দেশ দেয় হাইকোর্ট।

গুলি করে ‘খুনের চেষ্টা’
এক ব্যক্তিকে গুলি করে পালাল দুষ্কৃতীরা। রবিবার সকাল ছ’টা নাগাদ, ভবানীপুরের যোগেশ মিত্র রোডে। মনোজ সাউ নামে ওই ব্যক্তি পিজি-তে ভর্তি। তাঁর অভিযোগের ভিত্তিতে একটি ‘খুনের চেষ্টা’র মামলা রুজু করেছে পুলিশ। সন্তোষ ও ভূষণ নামে চক্রবেড়িয়া রোডের দুই বাসিন্দা এই ঘটনার পিছনে আছে বলে জেনেছে পুলিশ।পুলিশ জানায়, মনোজ নির্মাণকাজের সঙ্গে যুক্ত। আগে ওই এলাকায় চোলাইয়ের কারবার করতেন তিনি। এ দিন মনোজ চক্রবেড়িয়া রোডে নিজের বাড়ির কাছে একটি দোতলা বাড়ি ভাঙার কাজের তদারকি করতে যান। অভিযোগ, আচমকাই জনা চারেক দুষ্কৃতী সেখানে ঢোকে। এক জন তাঁকে লক্ষ করে একাধিক গুলি ছোড়ে। একটি গুলি মনোজের বাঁ-পায়ে লাগে। পুলিশ জেনেছে, দুষ্কৃতীরা দু’টি মোটরবাইকে চেপে এসেছিল। মনোজের স্ত্রী প্রতিমা জানান, কিছু দিন আগে সন্তোষ ও ভূষণ টাকা চাইলে মনোজ তা দিতে অস্বীকার করেন। তাই এ দিন সন্তোষ তার দলবল নিয়ে গুলি চালায়। পুলিশ জানায়, মাস দেড়েক আগে স্থানীয় রাজেন্দ্র রোডে এক নির্মাণকে ঘিরে গুলি চালনার ঘটনা ঘটে। তখনও সন্তোষদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল।

মাদক-চক্রে ফের ধৃত
মাদক-চক্রে জড়িত অভিযোগে ফের এক নাইজিরীয়কে গ্রেফতার করল পুলিশ। শনিবার রাতে, শিয়ালদহ স্টেশনের কাছ থেকে। ধৃতের নাম আইক চার্লস ওজিম্বা। ধৃতের থেকে প্রায় ২০০ গ্রাম কোকেন মিলেছে। জেরায় চার্লস জানায়, তার আনুমানিক বাজারমূল্য সাড়ে চার লক্ষ টাকা। তবে ধৃতের দাবি সত্যি নয় বলেই প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। রবিবার শিয়ালদহ আদালত তাকে এক দিনের জেল হেফাজত দেয়। পুলিশের দাবি, জেরায় চার্লস জানিয়েছে, সাড়ে ছ’লক্ষ টাকায় ওই মাদক বিক্রির জন্য হায়দরাবাদ থেকে কলকাতায় আসে সে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার এন্টালির ডি সি দে রোড থেকে ডোনাল্ড উইসলে মেটল্যান্ড ওরফে রাহুল নামে এক আন্তর্জাতিক মাদক-চক্রের পাণ্ডা ধরা পড়ে। তার কাছ থেকে দু’টি পাউচে উদ্ধার হয় ১০০ গ্রাম কোকেন। ডোনাল্ডকে জেরা করে শুক্রবার কালিকাপুর থেকে ধরা হয় জিঞ্জার অ্যান্ড্রু ডগলাস নামে এক অ্যাংলো-ইন্ডিয়ানকে। চার্লসের সঙ্গে ডোনাল্ড ও জিঞ্জারের যোগাযোগ রয়েছে কি না, খতিয়ে দেখছে পুলিশ।

কর্মীর অপমৃত্যু চর্মনগরীতে
কলকাতা চর্মনগরীতে কর্মরত অবস্থায় এক কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে রবিবার বিকেলে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ জানায়, ওই কর্মীর নাম জয়দেব নস্কর (৫১)। তাঁর বাড়ি স্থানীয় পাগলাহাটের কাছে ঘুড়িনিধি গ্রামে। তিনি চর্মনগরীর ট্রিটমেন্ট প্ল্যান্টের কর্মী ছিলেন। পুলিশি সূত্রের খবর, অন্য দু’জনের সঙ্গে প্ল্যান্টে কাজ করছিলেন জয়দেববাবু। বিকেল ৫টা নাগাদ অন্য দু’জন টিফিন করতে যান। ফিরে এসে তাঁরা দেখেন, জয়দেব পড়ে আছেন। থানায় খবর যায়। পুলিশ জানায়, বিষাক্ত গ্যাসে বা হৃদ্রোগে আক্রান্ত হয়েই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে তাদের ধারণা।

বিদ্যুতের খুঁটি পড়ে বন্ধ দমদম রোড
সাতসকালে বিদ্যুতের খুঁটি পড়ে গিয়ে রবিবার আধ ঘণ্টা অবরুদ্ধ হয়ে থাকে দমদম রোড। এই ঘটনার জেরে ওই এলাকায় তীব্র যানজট হয়। পরে সিইএসসি-র কর্মীরা খুঁটি তুলে দিলে যান চলাচল স্বাভাবিক হয় বলে পুলিশ সূত্রের খবর। এ দিনই ঠাকুরপুকুর থানা এলাকার বীরেন রায় রোড (পশ্চিম) অবরোধ করেন এলাকার বাসিন্দারা। কয়েক মাস ধরে রাস্তাটির দুরবস্থা চলছে বলে তাঁদের অভিযোগ। দ্রুত রাস্তা মেরামতির দাবিতে বেলা সাড়ে ১১টা থেকে এক ঘণ্টা অবরোধ চলে। পরে পুলিশ গিয়ে অবরোধ তুলে দেয়।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.